চিত্রনায়িকা
রাকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানালেন মাহি
আবারো বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নিলেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। স্বামী রাকিব সরকারের সঙ্গে তার বনিবনা হচ্ছে না বলে এক ভিডিও বার্তায় জানান এই তারকা।
শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) রাতে ফেসবুকে এক ভিডিও বার্তায় নিজের সংসার ভাঙার খবর দিয়েছেন তিনি।
ভিডিওতে মাহি বলেন, ‘আমি ও রাকিব খুব ভালো বোঝাপোড়া থেকেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু জীবনের একটা পর্যায়ে এসে মনে হয়েছে আমাদের একসঙ্গে থাকা সম্ভব নয়। তাই আমরা আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ইতোমধ্যে আমরা আলাদা থাকছি।’
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: অভিনেত্রী মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে
তিনি আরও বলেন, ‘খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব। আমি জানি এই ভিডিওটা দেখার পরে আপনারা সবাই আমাকে নিয়ে অনেক আজেবাজে কথা বলবেন। বিশ্বাস করেন, এসব মন্তব্য একটা তীরের মতো আমার বুকে বিঁধবে। কষ্ট হয়, তবে এসবে আমি কিছু বলি না। আমার পরিবারের মানুষও কষ্ট পায়।’
ভিডিও বার্তায় ছেলের জন্য দোয়া চেয়ে মাহি বলেন, ‘আপনারা আমার ছেলে ফারিশের জন্য দোয়া করবেন। যেন ওকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে পারি। ওকে নিয়েও অনেকে বাজে মন্তব্য করেন। সে তো বাচ্চা, বুঝে না। কিন্তু আমি কষ্ট পাই। কোনো বাচ্চাকে নিয়েই আপনারা এমন মন্তব্য করবেন না। বুকটা ফেটে যায় একজন মা হিসেবে কষ্টে। আপনারা আমার ও ফারিশের জন্য দোয়া করবেন।’
উল্লেখ্য, রাকিব সরকারের সঙ্গে ২০২১ সালের ১৩ সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন মাহি।
আরও পড়ুন: জামিন পেলেন মাহিয়া মাহির স্বামী রকিব
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন মাহিয়া মাহি
১০ মাস আগে
রাজশাহীতে চিত্রনায়িকা মাহিকে হুমকিদাতাকে শোকজ
রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহিকে ফেসবুক লাইভে এসে জুতাপেটা করার হুমকিদাতাকে নির্বাচন অনুসন্ধান কমিটি ও রাজশাহীর জেলা এবং দায়রা জজ আদালতের বিচারক ও নির্বাচন অনুসন্ধান কমিটির চেয়ারম্যান শোকজ করেছেন।
বিচারক আবু সাঈদ রবিবার (২৪ ডিসেম্বর) এ শোকজ নোটিশ জারি করেন।
এতে নৌকার প্রার্থী ফারুক চৌধুরীর সমর্থক বঙ্গবন্ধু সৈনিক লীগের রাজশাহী জেলার কথিত সাধারণ সম্পাদক পরিচয় দানকারী মাহাবুর রহমান মাহামকে আগামী ২৭ ডিসেম্বর আদালতে উপস্থিত হয়ে এর লিখিত জবাব দিতে বলা হয়েছে।
মাহাম এর আগে গতকাল শনিবার রাতে তার ফেসবুক আইডি থেকে লাইভ করে চিত্রনায়িকা মাহিয়া মাহিকে জুতাপেটা করার হুমকি দেন।
পাশাপাশি মাহি ওই আসনের নৌকার প্রার্থী ফারুক চৌধুরীর বাড়ির কাজের লোকের যোগ্য নন বলেও দাবি করেন মাহাম।
এদিকে, এই ভিডিও ছড়িয়ে পড়ার পর শনিবার রাতে তানোর থানায় মাহিয়া মাহি নিজে উপস্থিত হয়ে ফেসবুকে ভিডিও পোস্টকারী মাহাবুরের বিরুদ্ধে অভিযোগ করেন।
আরও পড়ুন: রাজশাহী-১ আসন: ওমর ফারুক-মাহির মধ্যে চলছে কথার লড়াই
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, ‘হুমকির অভিযোগ অধর্তব্য অপরাধ। এ কারণে বিজ্ঞ আদালতের অনুমতি সাপেক্ষে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’
শোকজ নোটিশে বলা হয়, ‘গত ২৩ ডিসেম্বর রাত ১০টা ৫০ মিনিটে মাহাবুর নামক ফেসবুক আইডি থেকে রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী শারমিন আক্তার নিপা মাহিয়া মাহি’র নির্বাচনী প্রচারণায় বাধাগ্রস্ত করার জন্য তার সম্পর্কে কুরুচিপূর্ণ ও মানসম্মান হানিকর বক্তব্য প্রকাশ করেছেন। ভবিষ্যতে প্রচারণা চালালে মাহিকে জুতাপেটা করা ও নির্বাচনী প্রচারণায় বাধা দেওয়ার হুমকিসহ যে কোনো বড় ধরনের ক্ষতি করবেন বলে ওই ভিডিওতে প্রকাশ করেন।
ওই আচরণের মাধ্যমে আপনি জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও আচরণ বিধিমালা ২০০৮ এর বিধি ১১ (ক) লঙ্ঘন করেছেন। যা নির্বাচনপূর্ব অনিয়ম হিসেবে গণ্য হয়েছে।
এমতাবস্থায় আপনার বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা নেওয়া হবে না তা সশরীরে আগামী ২৭ ডিসেম্বর সকাল ১০টা ৩০ মিনিটে উপস্থিত হয়ে ব্যাখা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হলো।
আরও পড়ুন: নির্বাচনী প্রতীক হিসেবে 'ট্রাক' পেলেন অভিনেত্রী মাহি
নির্বাচনী কার্যক্রম শুরু করলেন মাহি
১১ মাস আগে
ভূতের মুখে রাম রাম: কার উদ্দেশ্যে বললেন বুবলী
ফেসবুক স্ট্যাটাসের মধ্য দিয়ে আবারো আলোচনা তৈরি করেছেন চিত্রনায়িকা শবনম বুবলী।
আজ সোমবার (৪ ডিসেম্বর) সকালে ‘ভূতের মুখে রাম রাম’ উল্লেখ করে তার ভেরিফায়েড ফেসবুকে একটি পোস্ট করেন তিনি। এরপর থেকেই গুঞ্জন শুরু হয় বুবলী কাকে উদ্দেশ্য করে এই পোস্টটি করলেন।
পোস্টে তিনি লেখেন, ‘ভূতের মুখে রাম রাম। অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ‘ভুয়া গুজব’ সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন…’
আরও পড়ুন: অপুকে ইঙ্গিত করে বুবলীর পাল্টা বক্তব্য
পোস্টটিতে তিনি আরো লিখেছেন, ‘অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছু না.. মজার ব্যাপার হচ্ছে নায়ক এবং তার গ্যাং এর সদস্যদের আমার নাম নিয়ে নিয়ে শুধু আলোচনায় থাকতে হয়। এদের রিজিক এর ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে।’
এই প্রতিবেদনটি লেখা পর্যন্ত পোস্টটিতে ৪ হাজার ২০০ এরও বেশি মন্তব্য করা হয়েছে।
কেউ কেউ ধারণা করছেন, বুবলীর এই পোস্ট শাকিব খানকে ঘিরে। কারণ সম্প্রতি এক সংবাদমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন বুবলীকে নিয়ে। যেখানে উঠে আসে কৌশিক হোসেন তাপস ও বুবলীকে ঘিরে সম্পর্কের গুঞ্জন প্রসঙ্গ।
আরও পড়ুন: বিয়ে ও সন্তান জন্মের তারিখ জানালেন বুবলী
আমাকে নিয়ে নিউজে খোঁচান কেনো?: শাকিবের উদ্দেশে বুবলী
১ বছর আগে
রাজনীতির মাঠে সরব মাহি
রাজনীতির মাঠে এখন বেশ সরব চিত্রনায়িকা মাহিয়া মাহি। বর্তমানে তিনি বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের যুগ্ম সাধারণ সম্পাদক।
সোমবার (৬ নভেম্বর) বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের বিরুদ্ধে এক সমাবেশ আয়োজিত হয় চাঁপাইনবাবগঞ্জে। সেখানে উপস্থিত হন মাহি।
মাহি সেখানে গণমাধ্যমে বলেন, ‘দেশকে একটি নৈরাজ্যকর রাষ্ট্রে পরিণত করতে চায় বিএনপি। চাঁপাইনবাবগঞ্জ জেলায় কয়েক দিন যাবৎ দেখছি। এখানে কোথাও হরতাল-অবরোধের প্রভাব দেখা যায়নি। এখনকার জনগণ আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। তারা দেশের উন্নয়ন চায়। আর এই উন্নয়নের ধারাবাহিকতা ঠিক রাখতে আবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার প্রয়োজন।’
বিএনপিকে এদেশের মানুষ চায় না উল্লেখ করে মাহি আরও বলেন, ‘আমার ছোট বোনটা যখন বছরের শুরুতেই নতুন বই পায়, দেশের এত উন্নয়ন দেখে, তখন সে এবং তার পরিবার চায়না বিএনপি ক্ষমতায় আসুক। আমার চাঁপাইনবাবগঞ্জবাসী চায়না বিএনপি ক্ষমতায় আসুক। তাই বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়তে শেখ হাসিনার কোনো বিকল্প নাই। দেশের তরুণেরা শেখ হাসিনার উন্নয়নের মার্কা নৌকাতেই তাদের প্রথম ভোটটি দেবে।’
উল্লেখ্য, কিছুদিন আগে নতুন এক সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছিলেন মাহি। কিন্তু প্রযোজকের গণমাধ্যমে এক মন্তব্যের কারণে একদিন শুটিং করে সিনেমাটি থেকে সড়ে যান এই নায়িকা। এমনকি পুরো পারিশ্রমিক ফেরত দিয়ে দেন।
আরও পড়ুন: জামিন পেলেন মাহিয়া মাহির স্বামী রকিব
ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন মাহিয়া মাহি
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: অভিনেত্রী মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে
১ বছর আগে
ভিউ বাড়ানোর প্রতিযোগিতায় ক্ষতিগ্রস্ত হচ্ছি আমরা: অপু বিশ্বাস
চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিউ বাড়ানোর প্রতিযোগিতার ফলে আমাদের নানা ধরনের পরিস্থিতির শিকার হতে হয়। বিশেষত সাইবার বুলিংয়ের নেতিবাচক প্রভাব খুবই ভয়াবহ হয়ে উঠেছে।
রবিবার (৬ আগস্ট) সাইবার বুলিং সংক্রান্ত একটি অভিযোগ নিয়ে ডিবির অতিরিক্ত কমিশনার হারুন অর রশীদের কার্যালয়ে এসে অভিযোগ দায়ের করেন অপু।
সেখান থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অপু বিশ্বাস।
এসময় অপু বলেন, ‘লাল-শাড়ি সিনেমাটির নির্মাতা আমি। এটি একটি অনুদানের ছবি। কয়েকদিন আগে সুড়ঙ্গ চলচ্চিত্রটি পাইরেসির শিকার হয়েছিল। এরপর চলচ্চিত্রটির টিম ডিবির কাছে এসেছিল। পরে গোয়েন্দারা এই ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনেছে।’
আরও পড়ুন: ২৫ সিনেমা হলে মুক্তি পাচ্ছে অপু-বাপ্পী জুটির ‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২’
তিনি বলেন, ‘লাল শাড়ি ছবিটি নিয়ে পাইরেসির কথা বলতে আমি ডিবিতে এসেছি। আপনারা জানেন সামাজিক যোগাযোগ মাধ্যমে সাইবার বুলিং অনেক বেড়ে গেছে। কারণে-অকারণে ভিউয়ার্স বাড়ানোর আশায় সাইবার বুলিং হচ্ছে। এটা মানুষের স্বাভাবিক জীবনকে বাধাস্ত করে, যা কোনোভাবেই কাম্য নয়।’
তিনি আরও বলেন, ‘আমরা সবাই পরিবার নিয়ে বসবাস করি। আমাদের একটি অবস্থান আছে। হয়তো আমরা চিত্রনায়িকা, কিন্তু বিভিন্ন সময়ে অনেক নিউজের কারণে আমাদের নানা পরিস্থিতির সম্মুখীন হতে হয়।’
অপু বলেন, ‘আমি সাইবার বুলিংয়ের বিরুদ্ধে একটি সুষ্ঠু বিচার চেয়ে আবেদন করেছি। আরও একটা কথা বলতে চাই, আমরা আর্টিস্টরা বিভিন্ন দেশে যাই। সেখানে দেশের প্রতিনিধিত্ব করি। এরকম হলে আমাদের ইমেজ ক্ষতিগ্রস্ত হয়।’
আরও পড়ুন: অপু বিশ্বাসের মায়ের মৃত্যু
ভোলায় নির্বাচনী প্রচারণায় ফেরদৌস ও অপু বিশ্বাস
১ বছর আগে
এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে: পরীমণি
ঢালিউড ‘নায়ক’ নির্ভরতায় এগিয়ে যাচ্ছে এখনও। কিন্তু সেই নিয়মিত হিসেবকে খানিকটা হলেও পাল্টে দিয়েছে পরীমণি। পর্দায় বা পোস্টারে তার উপস্থিতিই প্রযোজকের ভরসা বলা যায়।
তবে অনেকদিন কাজের বাইরে ছিলেন ঢাকাই সিনেমার এই পরী। সংসার ও সন্তানের কারণে এই বিরতির পর আবারও ফিরছেন চিত্রনায়িকা।
আরও পড়ুন: পরীমণির অভিমান কি ঘুচল?
শনিবার (৮ এপ্রিল) রাজধানীর এক রেস্তোরাঁয় বেশ ঘটা করে ছবিটি মুক্তির তারিখ ঘোষণা করেন নির্মাতা অরণ্য আনোয়ার। এসময় হাজির ছিলেন পরীমণি।
তারা জানান, মা দিবস (১৪ মে) উপলক্ষে ‘মা’ ছবিটি মুক্তি পাচ্ছে ১৯ মে।
গল্পটা মুক্তিযুদ্ধের সময়ের। মৃত ঘোষিত সাত মাস বয়সী এক সন্তানকে নিয়ে তার অসহায় মায়ের আবেগের গল্প। সাজিয়ে-গুছিয়ে তা সিনেমা আকারে পর্দায় তুলে আনছেন নির্মাতা অরণ্য আনোয়ার। নাম দিয়েছেন ‘মা’।
আর সেই মায়ের ভূমিকায় অভিনয় করেছেন পরীমণি।
গত বছরের জানুয়ারিতে শুরু হয় ‘মা’ সিনেমার কাজ। এর মধ্যে মাতৃত্বের কারণে সাময়িক অবসর নেন পরী। তবে তার আগে শেষ সিনেমা হিসেবে ‘মা’র কাজ সম্পন্ন করেন।
সিনেমাটি প্রসঙ্গে পরী গণমাধ্যমে পরী বলেন, ‘এই সিনেমার জার্নিটা আমার সারা জীবনের স্মৃতি হয়ে থাকবে। ‘মা’ যখন শুটিং করি, তখন চার মাসের রাজ্য (পরীর পুত্র) আমার পেটে ছিলো। ওকে পেটে নিয়ে আমি মায়ের চরিত্রে অভিনয় করেছি।
১ বছর আগে
জামিন পেলেন মাহিয়া মাহির স্বামী রকিব
চিত্রনায়িকা মাহিয়া মাহির পর এবার তার স্বামী রকিব সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইন ও মারামারি মামলায় জামিন দিয়েছেন আদালত।
সোমবার (২০ মার্চ) দুপুরে রকিব সরকারের আইনজীবীরা গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুম এর আদালতে তার জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
এর আগে হুইল চেয়ারে চড়ে স্বামী রকিব সরকারের সঙ্গে আদালত প্রাঙ্গনে আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
আরও পড়ুন: সৌদি আরব থেকে অবতরণের পর ঢাকা বিমানবন্দরে মাহিয়া মাহি গ্রেপ্তার
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আহসানুল হক বলেন, রকিব সরকারের আইনজীবীরা তার জামিনের আবেদন করলে দুই মামলায়ই তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার সেদিন দেশে না এসে পরদিন রবিবার সকালে দেশে ফেরেন।
তবে গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে তিনি সোমবার তার স্ত্রী মাহিয়া মাহিকে সঙ্গে নিয়ে আদালতে যান জামিন নিতে।
জামিন মঞ্জুর হওয়ার পর মাহি বলেন, আদালতে তিনি ন্যায়বিচার পেয়েছেন এবং ন্যায়বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনন্য উদাহরণ বলে উল্লেখ করেন।
রকিব সরকারের আইনজীবী আনোয়ার সাদত সরকার বলেন, রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলাসহ দুইটি মামলায় তাকে জামিন দিয়েছেন আদালত। পরবর্তী পুলিশ প্রতিবেদন আসার আগ পর্যন্ত এই জামিন বহাল থাকবে।
তিনি আরও জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার শুনানির তারিখ ধার্য হয়েছে আগামী ২৪ এপ্রিল। আর অপর মামলাটির দিন ধার্য হয়েছে ২৫ মে তারিখে।
পুলিশের দেয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এবং ব্যবসায়ী ইসমাইল হোসেনের দায়ের করা মারধর, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় নায়িকা মাহি ও তার স্বামী আসামি হয়েছেন।
মাহিয়া মাহি সৌদি আরবের মক্কা থেকে ফেসবুক লাইভে যুক্ত হয়ে পুলিশ কমিশনারের দেড়কোটি টাকা লেনদেনের কথা বলে পুলিশ বিভাগ, পুলিশ কমিশনার ও তার পারিবারিক ভাবমূর্তি ও মর্যাদা দারুন ভাবে ক্ষুন্ন করেছে বলে মনে করছেন জিএমপি কর্মকর্তারা।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন মাহিয়া মাহি
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: অভিনেত্রী মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে
১ বছর আগে
শুধু স্ক্যান্ডাল খুঁজবেন না: মৌসুমী
চিত্রনায়িকা মৌসুমী ও ফজলুর রহমান বাবু অভিনীত মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে আগামী ১১ নভেম্বর।
এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী, প্রাণ রায়, মির্জা আফরিন ও সিনেমার পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন।
সংবাদ সম্মেলনে মৌসুমী বলেন, ‘রেললাইনের পাশে, বস্তিতে কিংবা ছিন্নমূল জীবন যাপন করে যারা, তাদেরও জীবন আছে। সেই জীবনের গল্প দেখানো হয়েছে এই ভাঙন সিনেমায়। সেইসব মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়ানোর বার্তা রয়েছে এই ছবিতে। ধনী শ্রেণি তো অসহায় মানুষদের শোষণ করে যাচ্ছে। সেই শোষণ থেকে বিরত থাকা, অসহায় মানুষদের সুন্দর করে বাঁচার সুযোগ তৈরি করে দেয়া, তাদেরও দেশের মাটিতে সমান অধিকার রয়েছে- এই বক্তব্যগুলোই সিনেমাটিতে চলে এসেছে।’
আরও পড়ুন: মৌসুমীর বক্তব্যের পর লাইভে ওমর সানি
বর্তমানে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের নিয়ে মৌসুমী আরও বলেন, ‘আমাদের শিল্পীরা যারা নতুন ইন্ডাস্ট্রিতে এসেছে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক ভালো কাজ করছে। তারা অনেক মেধাবী। আপনাদের (সাংবাদিক) দৃষ্টিভঙ্গি বদলান, তাহলে তারা আরও অনেক ভালো কাজ করতে পারবে। আপনারা যদি তাদের শুধু স্ক্যান্ডাল খোঁজেন তাহলে তারা এগিয়ে যেতে পারবে না। তাদের অনেক উৎসাহ দিতে হবে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে মৌসুমী বলেন, ‘আমরা যখন কাজ করেছি, সাংবাদিক ভাইয়েরাই আমাদের সবচেয়ে বেশি প্রোটেক্ট করেছেন। নতুন কাজ করার সময় আমরাও অনেক ভুল-ভ্রান্তি করেছি। সেটাকে শুধরে নেয়া, সুন্দরভাবে উপস্থাপন করা, কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে সঠিক পথে দাঁড় করিয়ে দেয়ার কাজটা সাংবাদিকরা ভাইয়েরাই করেছেন।’
মৌসুমী আরও বলেন, ‘এখনকার সাংবাদিকরা তা করেন না। এখন সাংবাদিকরা যাচ্ছেতাই বলেন, যাচ্ছেতাই ভিডিও করেন, যা-তা টাইটেল দিয়ে নিউজ ছেড়ে দেন। আপনাদের কারণে আমাদের ছেলে-মেয়েদের জন্য ভালো হওয়ার কোনও রাস্তা অবশ্য নেই। তারপরও আপনাদের দায়িত্ব দিলাম। আপনারা ঠিক করেন।’
সংবাদ সম্মেলনে পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন বলেন, ‘ভাঙন চলচ্চিত্রের গল্প মানবজীবনের গভীরকে স্পর্শ করবে। মানুষ কাঁদবে। কষ্ট পাবে। শিহরিত হবে, রোমাঞ্চিত হবে। মূলত কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন।’
এরইমধ্যে ত্রিশটির অধিক সিনেমা হলে ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে বলে প্রযোজনা সংস্থা নিশ্চিত করেছে। প্রযুক্তিবাংলা কথাচিত্রের ব্যানারে নির্মিত জীবন-ঘনিষ্ঠ সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ‘মোহন গায়েনের বাঁশি’ নামক একটি ছোটগল্প অবলম্বনে।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মির্জা আফরিন, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী ও মির্জা সাখাওয়াত হোসেনসহ প্রমুখ।
আরও পড়ুন: মৌসুমীর ‘ভাঙন’ ১১ নভেম্বর
চুড়ি-ফিতা বিক্রেতা মৌসুমী!
২ বছর আগে
মৌসুমীর ‘ভাঙন’ ১১ নভেম্বর
চিত্রনায়িকা মৌসুমী ও ফজলুর রহমান বাবু অভিনীত মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে ১১ নভেম্বর। এরইমধ্যে ত্রিশটির অধিক সিনেমা হলে ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে বলে প্রযোজনা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করেছে।
প্রযুক্তিবাংলা কথাচিত্রের ব্যানারে নির্মিত জীবন-ঘনিষ্ঠ সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ‘মোহন গায়েনের বাঁশি’ নামক একটি ছোটগল্প অবলম্বনে।গল্পে বিবৃত হয়েছে একটি পুরোনো রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে হকার, বংশীবাদক, চুড়িওয়ালী, ভিখেরি, পকেটমার, বেশ্যা, দালাল, মাদকসেবীসহ কযেকজন ক্ষুদ্র ব্যবসায়ী মানুষের যাপিত জীবনের কথা।
আরও পড়ুন: ‘দেশান্তর’ নির্মাণ চেষ্টায় ঘাটতি রাখেননি আশুতোষ সুজন
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন ইউএনবিকে বলেন, ‘সিনেমাটির গল্প মানবজীবনের গভীরকে স্পর্শ করবে। মানুষ কাঁদবে। কষ্ট পাবে। শিহরিত হবে, রোমাঞ্চিত হবে। মূলতঃ কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন।’
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত পূণ্যদৈর্ঘ্য এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মির্জা আফরিন, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী ও মির্জা সাখাওয়াৎ হোসেনসহ প্রমুখ।
আরও পড়ুন: মুক্তি পেল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’
প্রথমবার ১০০ কোটির ক্লাবে পাকিস্তানি সিনেমা ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’
২ বছর আগে
আমি শান্ত ও ভদ্র একটা মেয়ে: পূজা
অনুদানের চলচ্চিত্র ‘হৃদিতা’ মুক্তি পাবে আগামীকাল (৭ অক্টোবর)। কথাসাহিত্যিক আনিসুল হক এর সাড়া জাগানো উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক জুটি ইস্পাহানী-আরিফ জাহান।
২০১৯-২০ অর্থবছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এতে নাম ভূমিকার অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। তার বিপরীতে একজন কবির ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন।
ছবিটিতে অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, ‘সিনেমায় আমি শান্ত ও ভদ্র একটা মেয়ে। যে কিনা আপনমনে কথা বলে। সব মিলিয়ে দারুণ একটা চরিত্র। নিজেকে এখন হৃদিতার জন্য তৈরি করছি।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে ‘পরান’ এর হল বাড়লো
২ বছর আগে