চিত্রনায়িকা
জামিন পেলেন মাহিয়া মাহির স্বামী রকিব
চিত্রনায়িকা মাহিয়া মাহির পর এবার তার স্বামী রকিব সরকারকে ডিজিটাল নিরাপত্তা আইন ও মারামারি মামলায় জামিন দিয়েছেন আদালত।
সোমবার (২০ মার্চ) দুপুরে রকিব সরকারের আইনজীবীরা গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নিয়াজ মাখদুম এর আদালতে তার জামিনের আবেদন করলে বিচারক তা মঞ্জুর করেন।
এর আগে হুইল চেয়ারে চড়ে স্বামী রকিব সরকারের সঙ্গে আদালত প্রাঙ্গনে আসেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।
আরও পড়ুন: সৌদি আরব থেকে অবতরণের পর ঢাকা বিমানবন্দরে মাহিয়া মাহি গ্রেপ্তার
এ বিষয়ে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) মো. আহসানুল হক বলেন, রকিব সরকারের আইনজীবীরা তার জামিনের আবেদন করলে দুই মামলায়ই তার জামিন মঞ্জুর করেন।
এর আগে গত শনিবার ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার সেদিন দেশে না এসে পরদিন রবিবার সকালে দেশে ফেরেন।
তবে গ্রেপ্তারি পরোয়ানা এড়িয়ে তিনি সোমবার তার স্ত্রী মাহিয়া মাহিকে সঙ্গে নিয়ে আদালতে যান জামিন নিতে।
জামিন মঞ্জুর হওয়ার পর মাহি বলেন, আদালতে তিনি ন্যায়বিচার পেয়েছেন এবং ন্যায়বিচারের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি অনন্য উদাহরণ বলে উল্লেখ করেন।
রকিব সরকারের আইনজীবী আনোয়ার সাদত সরকার বলেন, রকিব সরকারের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে পুলিশের করা মামলাসহ দুইটি মামলায় তাকে জামিন দিয়েছেন আদালত। পরবর্তী পুলিশ প্রতিবেদন আসার আগ পর্যন্ত এই জামিন বহাল থাকবে।
তিনি আরও জানান, ডিজিটাল নিরাপত্তা আইনের মামলার শুনানির তারিখ ধার্য হয়েছে আগামী ২৪ এপ্রিল। আর অপর মামলাটির দিন ধার্য হয়েছে ২৫ মে তারিখে।
পুলিশের দেয়া ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় এবং ব্যবসায়ী ইসমাইল হোসেনের দায়ের করা মারধর, ভাঙচুর ও চাঁদাবাজির মামলায় নায়িকা মাহি ও তার স্বামী আসামি হয়েছেন।
মাহিয়া মাহি সৌদি আরবের মক্কা থেকে ফেসবুক লাইভে যুক্ত হয়ে পুলিশ কমিশনারের দেড়কোটি টাকা লেনদেনের কথা বলে পুলিশ বিভাগ, পুলিশ কমিশনার ও তার পারিবারিক ভাবমূর্তি ও মর্যাদা দারুন ভাবে ক্ষুন্ন করেছে বলে মনে করছেন জিএমপি কর্মকর্তারা।
আরও পড়ুন: ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় জামিন পেলেন মাহিয়া মাহি
ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা: অভিনেত্রী মাহিয়া মাহিকে কারাগারে পাঠানো হয়েছে
শুধু স্ক্যান্ডাল খুঁজবেন না: মৌসুমী
চিত্রনায়িকা মৌসুমী ও ফজলুর রহমান বাবু অভিনীত মির্জা সাখাওয়াত হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে আগামী ১১ নভেম্বর।
এই উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন ঢাকাই সিনেমার প্রিয়দর্শিনী মৌসুমী, প্রাণ রায়, মির্জা আফরিন ও সিনেমার পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন।
সংবাদ সম্মেলনে মৌসুমী বলেন, ‘রেললাইনের পাশে, বস্তিতে কিংবা ছিন্নমূল জীবন যাপন করে যারা, তাদেরও জীবন আছে। সেই জীবনের গল্প দেখানো হয়েছে এই ভাঙন সিনেমায়। সেইসব মানুষের পাশে দাঁড়ানো এবং সহযোগিতার হাত বাড়ানোর বার্তা রয়েছে এই ছবিতে। ধনী শ্রেণি তো অসহায় মানুষদের শোষণ করে যাচ্ছে। সেই শোষণ থেকে বিরত থাকা, অসহায় মানুষদের সুন্দর করে বাঁচার সুযোগ তৈরি করে দেয়া, তাদেরও দেশের মাটিতে সমান অধিকার রয়েছে- এই বক্তব্যগুলোই সিনেমাটিতে চলে এসেছে।’
আরও পড়ুন: মৌসুমীর বক্তব্যের পর লাইভে ওমর সানি
বর্তমানে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করছেন তাদের নিয়ে মৌসুমী আরও বলেন, ‘আমাদের শিল্পীরা যারা নতুন ইন্ডাস্ট্রিতে এসেছে তারা বিভিন্ন প্ল্যাটফর্মে অনেক ভালো কাজ করছে। তারা অনেক মেধাবী। আপনাদের (সাংবাদিক) দৃষ্টিভঙ্গি বদলান, তাহলে তারা আরও অনেক ভালো কাজ করতে পারবে। আপনারা যদি তাদের শুধু স্ক্যান্ডাল খোঁজেন তাহলে তারা এগিয়ে যেতে পারবে না। তাদের অনেক উৎসাহ দিতে হবে।’
সাংবাদিকদের উদ্দেশ্যে মৌসুমী বলেন, ‘আমরা যখন কাজ করেছি, সাংবাদিক ভাইয়েরাই আমাদের সবচেয়ে বেশি প্রোটেক্ট করেছেন। নতুন কাজ করার সময় আমরাও অনেক ভুল-ভ্রান্তি করেছি। সেটাকে শুধরে নেয়া, সুন্দরভাবে উপস্থাপন করা, কাউন্সেলিংয়ের মধ্য দিয়ে সঠিক পথে দাঁড় করিয়ে দেয়ার কাজটা সাংবাদিকরা ভাইয়েরাই করেছেন।’
মৌসুমী আরও বলেন, ‘এখনকার সাংবাদিকরা তা করেন না। এখন সাংবাদিকরা যাচ্ছেতাই বলেন, যাচ্ছেতাই ভিডিও করেন, যা-তা টাইটেল দিয়ে নিউজ ছেড়ে দেন। আপনাদের কারণে আমাদের ছেলে-মেয়েদের জন্য ভালো হওয়ার কোনও রাস্তা অবশ্য নেই। তারপরও আপনাদের দায়িত্ব দিলাম। আপনারা ঠিক করেন।’
সংবাদ সম্মেলনে পরিচালক মির্জা সাখাওয়াত হোসেন বলেন, ‘ভাঙন চলচ্চিত্রের গল্প মানবজীবনের গভীরকে স্পর্শ করবে। মানুষ কাঁদবে। কষ্ট পাবে। শিহরিত হবে, রোমাঞ্চিত হবে। মূলত কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন।’
এরইমধ্যে ত্রিশটির অধিক সিনেমা হলে ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে বলে প্রযোজনা সংস্থা নিশ্চিত করেছে। প্রযুক্তিবাংলা কথাচিত্রের ব্যানারে নির্মিত জীবন-ঘনিষ্ঠ সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ‘মোহন গায়েনের বাঁশি’ নামক একটি ছোটগল্প অবলম্বনে।
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত পূর্ণদৈর্ঘ্য এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মির্জা আফরিন, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী ও মির্জা সাখাওয়াত হোসেনসহ প্রমুখ।
আরও পড়ুন: মৌসুমীর ‘ভাঙন’ ১১ নভেম্বর
চুড়ি-ফিতা বিক্রেতা মৌসুমী!
মৌসুমীর ‘ভাঙন’ ১১ নভেম্বর
চিত্রনায়িকা মৌসুমী ও ফজলুর রহমান বাবু অভিনীত মির্জা সাখাওয়াৎ হোসেন পরিচালিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে ১১ নভেম্বর। এরইমধ্যে ত্রিশটির অধিক সিনেমা হলে ‘ভাঙন’ মুক্তি পাচ্ছে বলে প্রযোজনা সংস্থা ইউএনবিকে নিশ্চিত করেছে।
প্রযুক্তিবাংলা কথাচিত্রের ব্যানারে নির্মিত জীবন-ঘনিষ্ঠ সাহিত্যনির্ভর এই চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ‘মোহন গায়েনের বাঁশি’ নামক একটি ছোটগল্প অবলম্বনে।গল্পে বিবৃত হয়েছে একটি পুরোনো রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে হকার, বংশীবাদক, চুড়িওয়ালী, ভিখেরি, পকেটমার, বেশ্যা, দালাল, মাদকসেবীসহ কযেকজন ক্ষুদ্র ব্যবসায়ী মানুষের যাপিত জীবনের কথা।
আরও পড়ুন: ‘দেশান্তর’ নির্মাণ চেষ্টায় ঘাটতি রাখেননি আশুতোষ সুজন
সিনেমাটি প্রসঙ্গে পরিচালক মির্জা সাখাওয়াৎ হোসেন ইউএনবিকে বলেন, ‘সিনেমাটির গল্প মানবজীবনের গভীরকে স্পর্শ করবে। মানুষ কাঁদবে। কষ্ট পাবে। শিহরিত হবে, রোমাঞ্চিত হবে। মূলতঃ কতিপয় ছিন্নমূল মানুষের সুখ-দুঃখের উপাখ্যানই হলো ভাঙন।’
২০২০-২১ অর্থবছরে সরকারি অনুদান প্রাপ্ত পূণ্যদৈর্ঘ্য এই চলচ্চিত্রে আরও অভিনয় করেছেন মির্জা আফরিন, প্রাণ রায়, সৃষ্টি মির্জা, রাশেদা চৌধুরী, খলিলুর রহমান কাদেরী, হিমেল রাজ, আনোয়ার সিরাজী, সঞ্জয় রাজ, মিশু চৌধুরী ও মির্জা সাখাওয়াৎ হোসেনসহ প্রমুখ।
আরও পড়ুন: মুক্তি পেল ‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’
প্রথমবার ১০০ কোটির ক্লাবে পাকিস্তানি সিনেমা ‘দ্য লেজেন্ড অব মওলা জাট’
আমি শান্ত ও ভদ্র একটা মেয়ে: পূজা
অনুদানের চলচ্চিত্র ‘হৃদিতা’ মুক্তি পাবে আগামীকাল (৭ অক্টোবর)। কথাসাহিত্যিক আনিসুল হক এর সাড়া জাগানো উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন পরিচালক জুটি ইস্পাহানী-আরিফ জাহান।
২০১৯-২০ অর্থবছরে ৫৫ লাখ টাকা সরকারি অনুদান পেয়েছে সিনেমাটি। এতে নাম ভূমিকার অভিনয় করেছেন চিত্রনায়িকা পূজা চেরি। তার বিপরীতে একজন কবির ভূমিকায় অভিনয় করেছেন এবিএম সুমন।
ছবিটিতে অভিনয় প্রসঙ্গে পূজা বলেন, ‘সিনেমায় আমি শান্ত ও ভদ্র একটা মেয়ে। যে কিনা আপনমনে কথা বলে। সব মিলিয়ে দারুণ একটা চরিত্র। নিজেকে এখন হৃদিতার জন্য তৈরি করছি।’
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দ্বিতীয় সপ্তাহে ‘পরান’ এর হল বাড়লো
পরীমণির বিরুদ্ধে নাসির উদ্দিনের মামলায় সিআইডিকে তদন্তের নির্দেশ
মারধর, হত্যাচেষ্টা, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে ঢাকার সাভারের বোট ক্লাবের পরিচালক নাসির উদ্দিন মাহমুদের করা মামলায় সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম রাজিব হাসানের আদালত অভিযোগের বিষয়ে তদন্ত করে আগামী ৬ অক্টোবর প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।
মুখ্য বিচারিক হাকিম আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর আনোয়ারুল কবীর বাবুল এ তথ্য জানান।
এর আগে, গত ৬ জুলাই আদালতে মামলাটি করেন নাসির উদ্দিন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে ১৮ জুলাই মামলার বিষয়ে আদেশের তারিখ ধার্য করেছেন।
আরও পড়ুন: হাইকোর্টের আদেশ স্থগিত, পরীমণির বিরুদ্ধে মামলা চলবে
মামলায় পরীমণি ছাড়াও তার দুই সহযোগী ফাতেমা তুজ জান্নাত বনি ও জুনায়েদ বোগদাদী জিমিকে আসামি করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা অ্যালকোহলসেবী। সুযোগ বুঝে তারা বিভিন্ন নামীদামী ক্লাবে ঢুকে অ্যালকোহল পান করেন এবং পার্সেল নিয়ে মূল্য পরিশোধ করেন না। পরীমণি তার পরিচিত পুলিশ কর্মকর্তাদের দিয়ে মিথ্যা মামলা করে হয়রানির ভয় দেখান।
আরও বলা হয়, ২০২১ সালের ৯ জুন রাত ১২টার পর আসামিরা সাভারের বোট ক্লাবে ঢুকে দ্বিতীয়তলার ওয়াশরুম ব্যবহার করেন। পরে তারা ক্লাবের ভেতরে বসে অ্যালকোহল পান করেন। বাদী ও তার সহযোগী শাহ শহিদুল আলম রাত সোয়া ১টার দিকে যখন ক্লাব ত্যাগ করছিলেন, তখন পরীমণি উদ্দেশ্যমূলকভাবে বাদী নাসির উদ্দিনকে ডাক দেন এবং তাদের সঙ্গে কিছু সময় বসার অনুরোধ করেন। একপর্যায়ে পরীমণি অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে নাসির উদ্দিনকে আকৃষ্ট করার চেষ্টা করেন এবং একটি ব্লু লেবেল অ্যালকোহলের বোতল বিনা মূল্যে পার্সেল দেয়ার জন্য বাদীকে চাপ দেন। বাদী এতে রাজি না হওয়ায় পরীমণি বাদীকে গালমন্দ করেন। বাদী এবং আসামিদের মধ্যে বাদানুবাদের একপর্যায়ে পরীমণি বাদীর দিকে একটি সারভিং গ্লাস ছুড়ে মারেন এবং হাতে থাকা মোবাইল ফোনটিও ছুড়ে মারেন। এতে নাসির উদ্দিন মাথায় এবং বুকে আঘাতপ্রাপ্ত হন।
মামলায় আরও বলা হয়, পরীমণি ও তার সহযোগীরা নাসির উদ্দিনকে মারধর ও হত্যার হুমকি দিয়েছেন এবং ভাঙচুর করেছেন। এই ঘটনা ধামাচাপা দেয়ার জন্য পরীমণি সাভার থানায় বাদীসহ দুজনের বিরুদ্ধে ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে একটি মামলা করেন।
আরও পড়ুন: মাদক মামলা বাতিল চেয়ে হাইকোর্টে পরীমণি
অর্ধশতাধিক প্রেক্ষাগৃহে আদর-বুবলীর ‘তালাশ’
দেশের ৫৩টি প্রেক্ষাগৃহে শুক্রবার (১৭ জুন) মুক্তি পাচ্ছে ‘তালাশ’। এই সিনেমায় চিত্রনায়িকা শবনম বুবলির বিপরীতে অভিনয় করেছেন নবাগত নায়ক আদর আজাদ। একজন রকস্টারের গল্পকে কেন্দ্র করে নির্মিত সিনেমাটির পরিচালক সৈকত নাসির।সিনেমা মুক্তি সামনে রেখে মঙ্গলবার (১৪ জুন) রাতে রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনের গণমাধ্যমের মুখোমুখি হন পরিচালক, অভিনেতা, অভিনেত্রী এবং অন্যান্য কলাকুশলীরা।
মুক্তি পেতে যাওয়া প্রথম সিনেমা প্রসঙ্গে আদর আজাদ বলেন, ‘রোমান্টিক প্রেমের গল্পে সিনেমাটি নির্মিত হয়েছে। যারা ভালোবেসে ব্যর্থ বা সফল হয়েছেন তাদের জন্য ‘তালাশ’। বিশেষ করে তরুণ প্রজন্মদের সিনেমাটি ভালো লাগবে। সুমন চরিত্রে নিজেকে মানিয়ে নেয়া চ্যালেঞ্জিং ছিল। কাজের আগে গ্রুমিং করেছি। সহশিল্পী বুবলি অনেক সাহায্য করেছেন। তার সঙ্গে চমৎকার কাজের অভিজ্ঞতা। এই সিনেমা দিয়ে অবশেষে দীর্ঘ প্রতিক্ষার অবসান হচ্ছে, এই অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। সবাই প্রেক্ষাগৃহে এসে সিনেমাটি দেখবেন।’
আরও পড়ুন: প্রচারণার জন্য টক শো সাজিয়ে মারামারিবুবলী বলেন, ‘সিনেমার নায়রা চরিত্রটি আমার খুব কাছের। আমি অনেকদিন ধরে এই চরিত্র নিজের মধ্যে ধারণ করেছি। এটি একটি সমসাময়িক গল্পের সিনেমা। সবার ভালোবাসার সিনেমা। যারা প্রেম করেছেন, ভালোবেসেছেন, যারা ভালোবেসে ব্যর্থ কিংবা সফল হয়েছেন এবং যারা মিউজিক ভালোবাসেন তাদের জন্যেই এই সিনেমা।’অনুষ্ঠানটিতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নন্দিত চলচ্চিত্রকার জাকির হোসেন রাজু, শিল্প সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চন ও পরিচালক সমিতির মহাসচিব শাহীন সুমন। একই সঙ্গে বুবলী ও আদরসহ সিনেমাটির অন্য শিল্পী ও কলাকুশলীরাও এতে অংশ নেন।ক্লিওপেট্রা ফিল্মসের ব্যানারে নির্মিত ‘তালাশ’ সিনেমার কাহিনি পরিচালকের সঙ্গে যৌথভাবে লিখেছেন আসাদ জামান। এ সিনেমাটিতে পাঁচটি গান রয়েছে। এতে আরও অভিনয় করেছেন আসিফ আহসান খান, মাসুম বাশার, মিলি বাশার, যোজন মাহমুদ প্রমুখ।
আরও পড়ুন: জায়েদ খান সত্যিই আম্মুকে ডিস্টার্ব করেন: মৌসুমীর ছেলে ফারদিন
জায়েদের পক্ষে বললেন মৌসুমী
চিত্রনায়ক ওমর সানি ও জায়েদ খানের দ্বন্দ্বের মূলে থাকা চিত্রনায়িকা মৌসুমী বলেছেন, জায়েদ খান আমাকে যথেষ্ট সম্মান করে। কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না।
অভিনেতা ডিপজলের ছেলের বিয়ের অনুষ্ঠানে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা নিয়ে গতকাল (১২ জুন) শিল্পী সমিতি বরাবর লিখিত অভিযোগ দেন ওমর সানি। কিন্তু শেষ পর্যন্ত মৌসুমী এ নিয়ে গণমাধ্যমে মুখ খুলেছেন।জায়েদ খানকে চড় দেয়ার কারণ হিসেবে ওমর সানি অভিযোগ করেছেন, তার স্ত্রী চিত্রনায়িকা মৌসুমীকে গত চার মাস বিরক্ত করছেন জায়েদ। কিন্তু এই অভিযোগ অস্বীকার করলেন মৌসুমী।
আরও পড়ুন: জায়েদ খানের বিরুদ্ধে জিডি করবেন ওমর সানিমৌসুমী বলেন, ‘জায়েদ খান আমাকে যথেষ্ট সম্মান করে। কাজের ক্ষেত্রে আমাদের মধ্যে খুবই ভালো সম্পর্ক। সেখানে ও আমাকে অসম্মান করার কোনো প্রশ্নই ওঠে না। আর ওর মধ্যে গুণ ছাড়া এ ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করতে পারে এই ধরনের মানসিকতা আমি দেখিনি।সে কখনই আমাকে অসম্মান করেনি। কেন এই প্রশ্নটা বারবার আসছে, সে আমাকে বিরক্ত করছে- উত্ত্যক্ত করছে, এই জিনিসটা আমি আসলে জানি না কেন হচ্ছে।’মৌসুমী আরও বলেন, ‘এটা যদিও একান্ত আমাদের ব্যক্তিগত সমস্যা। সে সমস্যা আমাদের পারিবারিকভাবেই সমাধান করা দরকার ছিল। এখানে জায়েদের কোনো দোষ আমি খুঁজে পাচ্ছি না।’ওমর সানিকে উদ্দেশ্য করে মৌসুমী বলেন, এই ছোট করার মধ্যে আমাদের শ্রদ্ধেয় ওমর সানি কেন এত আনন্দ পাচ্ছেন, আমি বুঝতে পারছি না। আমার সঙ্গে কোনো সমস্যা থাকলে সেটি আমার সঙ্গেই সমাধান করার দরকার ছিল।সাংবাদিকদের উদ্দেশে মৌসুমী আরও বলেন, ‘আপনারা সাংবাদিক ভাইরা আসলে একটা নিউজ পেলে, কথা না বলেই প্রকাশ করেন। এটা আসলে ঠিক না। এটা আসলে আলোচনা করা উচিত। যেহেতু আমার প্রসঙ্গ আসছে, তাই বিষয়টি আমার সঙ্গে আলোচনা করে নিতেন, তাহলে হয়তো প্রসঙ্গটা লিখতেনই না। তিনি (সানী) আসলে এক তরফা বলেছেন, কিন্তু আমি বলেছি কি-না, আমি অভিযোগ করেছি কি-না জানাটা খুব বেশি জরুরি ছিল।’
আরও পড়ুন: ওমর সানিকে পিস্তল দেখিয়ে হুমকির অভিযোগ অস্বীকার জায়েদ খানের
সিনেমার ব্যস্ততার মধ্যে বিজ্ঞাপনের শুটিংয়ে জাহারা মিতু
চলতি সময়ে ব্যস্ত চিত্রনায়িকাদের একজন জাহারা মিতু। এই বছরে তার হাতে আছে একাধিক সিনেমার শুটিং। সেগুলো শেষ করছেন একে একে। কিন্তু এরমধ্যেই দীর্ঘদিন পর অংশ নিলেন একটি বিজ্ঞাপনের শুটিংয়ে।
১১ এপ্রিল সোমবার দেশের জনপ্রিয় এক ব্র্যান্ডের বিজ্ঞাপনের শুটিংয়ে অংশ নিয়েছেন জাহারা মিতু। এটি নির্মাণ করেছেন ইসরার আহমেদ আদনান।
জাহারা মিতু বলেন, ‘সিনেমা নিয়ে ব্যস্ততা এখন বেশি যাচ্ছে। মাঝে করোনার জন্য যে কাজগুলো আটকে ছিল সেগুলো একে একে ইতোমধ্যে শুরু হয়েছে। আর সিনেমার জন্য পূর্ব প্রস্তুতি নিয়েও ব্যস্ত থাকতে হয়। সব মিলিয়ে বিজ্ঞাপনে কাজ চাইলেও করা হয়নি। তবে ইচ্ছা ছিল। শেষ পর্যন্ত এই কাজটি দিয়ে বিজ্ঞাপনে কাজ করা হলো।’
আরও পড়ুন: ১৪ এপ্রিল গাঁটছড়া বাঁধবেন রণবীর ও আলিয়া
বিজ্ঞাপনের শুটিং শেষ করে মঙ্গলবার (১২ এপ্রিল) থেকে ‘শত্রু’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন জাহারা মিতু। থ্রিলার ঘরানার এই সিনেমা পরিচালনা করেছেন সুমন ধর। যেখানে চিত্রনায়ক বাপ্পী চৌধুরীর সঙ্গে জুটি বেঁধেছেন তিনি।
জাহারা মিতুর এখনও আর পাঁচটি সিনেমার শুটিং শেষ করা বাকি রয়েছে। সেগুলো হলো ‘আগুন’, ‘কমান্ডো’, ‘জয় বাংলা’, ‘যন্ত্রণা’ ও ‘কুস্তিগীর’।
সিনেমাগুলো নিয়ে মিতু আরো বলেন, ‘প্রতিটি সিনেমার গল্প এবং আমার চরিত্রের ভিন্নতা দর্শক খুঁজে পাবেন। সিনেমাগুলো যারা পরিচালনা করছেন সবাই এদেশের গুণী পরিচালক। তাই প্রোডাকশনের মান নিয়েও আমার ভরসা রয়েছে। কাজ করতে গিয়ে অনেক নতুন অভিজ্ঞতা হচ্ছে। আশা করি দর্শকদের ভালো কিছু উপহার দিতে পারব।’
আরও পড়ুন: ঈদে মুক্তির মিছিলে ৪ সিনেমা, হল মালিকদের সংশয়
কোটি টাকা ব্যয়ে মায়ের নামে মসজিদ নির্মাণ করলেন নায়িকা রোজিনা
রাজবাড়ীর গোয়ালন্দে নিজস্ব অর্থায়নে দৃষ্টিনন্দন মসজিদ নির্মাণ করেছেন চিত্রনায়িকা নায়িকা রোজিনা। মসজিদটির নামকরণ করা হয়েছে ‘দশ গম্বুজ মা খাদিজা জামে মসজিদ’।
শুক্রবার দুপুরে আনুষ্ঠানিকভাবে মসজিদটির উদ্বোধন করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী ও নায়িকা রোজিনা।
গোয়ালন্দ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের জুড়ান মোল্লার পাড়ায় (ঘোনা পাড়া) প্রায় সাত শতাংশ জায়গার ওপর ১৬০০ বর্গফুটের দৃষ্টি নন্দন মসজিদটি চিত্রনায়িকা তাঁর মায়ের নামে নামকরণ করেন।
চিত্রনায়িকা রোজিনা জানান, ২০১৮ সালে মসজিদ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে পরের বছর ২০১৯ সালে জমি ওয়াকফ করে দেন। ২০২০ সালের ৩ ফেব্রুয়ারি আনুষ্ঠানিকভাবে নির্মাণ কাজের উদ্বোধন করেন। প্রাথমিকভাবে দুটি মিনারসহ ১০টি গম্বুজ দিয়ে পুরোনো আদলে মসজিদের কাজ শুরু করেন। এ পর্যন্ত মসজিদটি নির্মাণে তাঁর প্রায় পৌনে দুই কোটি টাকা খরচ হয়েছে।
আরও পড়ুন: উত্তম-সুচিত্রার ১৭ সিনেমা ওটিটিতে
তিনি জানান, মসজিদের কাজ শেষ হওয়ার পর তাঁর মায়ের নামে একটি চক্ষু হাসপাতাল করার ইচ্ছা আছে। এ জন্য তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।
রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য কাজী কেরামত আলী বলেন, নায়িকা রোজিনা শুধু গোয়ালন্দ-রাজবাড়ী নন দেশের জন্য গৌরবের। এমন একজন মানুষ নিজের এলাকায় একটি সুন্দর মসজিদ করে প্রশংসা কুড়িয়েছেন। আমরাও যেন তার মতো করে এমন ধর্মীয় প্রতিষ্ঠান নির্মানে এগিয়ে আসতে পারি।
অনুষ্ঠানে চলচ্চিত্র শিল্পি সমিতির সভাপতি ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আজিজুল হক খান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: শাহরুখপুত্রের বিরুদ্ধে অভিযোগপত্র জমা দিতে আরও সময় চায় এনসিবি
আবারও জয়া আহসানের হাতে ‘ব্ল্যাক লেডি’
এদেশের সিনেমা ইন্ডাস্ট্রিতে জয়া আহসানের প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই। ক্যারিয়ারে ‘চিত্রনায়িকা’ পরিচিতি তাকে সময়ের পরিক্রমায় আরও সমৃদ্ধ করেছে। ভারতের পশ্চিমবঙ্গে এখন শুধু জনপ্রিয় তারকাই নন, টলিউডের আস্থার নাম জয়া আহসান।অভিনয়ের স্বীকৃতি হিসেবে ভারতের বেশ কয়েকটি সম্মানজনক পুরস্কার উঠেছে তার হাতে। যেই তালিকায় বাদ পড়েনি ‘ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড’-ও । জয়া আহসানকে নিয়ে নতুন খবর এই পুরস্কারটি ঘিরেই। তৃতীয়বারের মতো ‘ব্ল্যাক লেডি’ উঠলো তার হাতে। আর সেটিও সেরা অভিনেত্রীর স্বীকৃতি হিসেবে।
আরও পড়ুন: ওয়েব দুনিয়ায় আফসানা মিমির অভিষেক