স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রী কারাগারে
চাঁদপুরে স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রী কারাগারে
চাঁদপুরে এবার স্বামীর করা যৌতুকের মামলায় স্ত্রী কারাগারে গেছেন।
বৃহস্পতিবার চাঁদপুর সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. কফিল উদ্দিনের (মতলব উত্তর) আমলি আদালতে আসামি (স্ত্রী) মনি আক্তার মিতু জামিন নিতে এলে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেন।
একই সাথে অপর আসামি মনি আক্তারের ভাই মেহেদী হাছান (২৬) এর জামিন মঞ্জুর করেন।
আরও পড়ুন: কুমিল্লায় ১৯ দিনের শিশুকন্যা হত্যায় মা কারাগারে
মামলার বিবরণ থেকে জানা গেছে, ২০১৯ সালের ৩১ জুন বাদী নুর মোহাম্মদের সাথে একই উপজেলার সুজাতপুর এলাকার দুলাল মিজির মেয়ে মনি আক্তার মিতুর সাথে ২ লাখ ৫০ হাজার টাকা মোহরে বিয়ে হয়। বিয়ের পর থেকেই মিতু ও তার পরিবারের সদস্যরা নুর মোহাদের কাছে ৩ লাখ টাকা যৌতুক দাবি করেন এবং টাকা না দিলে মিতু তার সংসার করবে না এই মর্মে ডিভোর্স চান। এরপর বিভিন্ন সময় তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করেন। আর কোন ধরনের উপায় না পেয়ে নির্যাতনের শিকার মিতুর স্বামী নুর মোহাম্মদ গত ১৫ জুলাই চাঁদপুর আদালতের দ্বারস্থ হন ও মামলা দায়ের করেন।
আরও পড়ুন: পটুয়াখালীতে স্বামীর করা মামলায় স্ত্রী কারাগারে
বাদী পক্ষের আইনজীবী বিশ্বজিৎ রানা বলেন, বাদী পক্ষ দীর্ঘদিন নির্যতানের শিকার। করোনা পরিস্থিতির কারণে আদালতে এসে মামলা দিতে পারেননি। মামলাটি গত ১৫ জুলাই আদালত আমলে নিয়ে আসামি মনি আক্তার মিতু ও তার ভাই মেহেদী হাছানের বিরুদ্ধে সমন জারি করে। একই মামলায় মিতুর বাবা দুলাল মিজিও আসামি ছিলেন। কিন্তু তার বিরুদ্ধে সমন জারি হয়নি। বৃহস্পতিবার দুপুরে মিতু ও মেহেদী স্বেচ্ছায় আদালতে উপস্থিত হলে আদালত মেহেদীকে জামিন দেন আর মিতুকে জেলহাজতে পাঠানোর আদেশ দেন।
মামলায় আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট আবদুল আজিজ।
৩ বছর আগে