ভুল চিকিৎসার অভিযোগ
সন্তানের মুখ দেখা হলো না মায়ের, ভুল চিকিৎসার অভিযোগ
পঞ্চগড়ের বোদা উপজেলা সদরের নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজার ডেলিভারির পর শুক্রবার বিকালে এক প্রসূতির মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে।
মৃত স্মৃতি আকতার (২৪) বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ভক্তেরবাড়ি গ্রামের আনিসুর রহমানের স্ত্রী।
জানা গেছে, আনিসুর রহমান ঢাকায় থাকেন। গর্ভাবস্থায় স্মৃতি বেগম তার বাবার ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বড় বালিয়া বগুড়াপাড়ার বাসায় ছিলেন।
আরও পড়ুন: কেরানীগঞ্জে নাড়ি কেটে ফেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
শুক্রবার বিকালে স্মৃতি আকতার তার মাকে নিয়ে নিরাময় নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে আসেন। সেখানে চিকিৎসক তাকে সিজার করার কথা বলেন। বিকালে সিজারে ছেলে সন্তানের জন্ম হয়। কিন্তু কিছুক্ষণ পরে স্মৃতি আকতারের পেটে ব্যথা, বমি ও শ্বাসকষ্ট শুরু হয়। তাৎক্ষণিকভাবে তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করতে পরামর্শ দেওয়া হয়। পরবর্তী দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় গেলে প্রসূতির অবস্থা আশঙ্কাজনক দেখে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্মৃতি আকতারকে মৃত ঘোষণা করেন।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু সাঈদ চৌধুরী বলেন, ‘নিরাময় ক্লিনিকে সিজার করার পর এক প্রসূতির মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে আমার কাছে কেউ কোনও অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনি ব্যবস্থা নেয়া হবে।’
আরও পড়ুন: মানিকগঞ্জে চিকিৎসক-নার্সের অবহেলায় প্রসূতির মৃত্যুর অভিযোগ
এদিকে, নিরাময় নার্সিং হোমের মালিক উজ্জল সরকার বিষয়টি ধামাচাপা দিতে প্রভাবশালীদের কাছে ধর্ণা দিচ্ছেন বলে জানা যায়। এমন কি স্মৃতি আকতারের মেজ চাচা আব্দুর রাজ্জাককে এক লাখ টাকার বিনিময়ে মধ্যস্ততা করার চেষ্টা করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে জানতে ক্লিনিকের মালিক উজ্জল সরকার ও গাইনি চিকিৎসক ডা. এম আর রেজার সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
৩ বছর আগে