নৌ থানা পুলিশ
কর্ণফুলী নদী থেকে যুবকের ভাসমান মরদেহ উদ্ধার
চট্টগ্রামের কর্ণফুলী নদীর ফিশারীঘাট এলাকা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ থানা পুলিশ।
শনিবার (২৮ আগস্ট) বিকালে ফিশারীঘাট ওমর আলী মার্কেট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ফাইয়াজ নুর (২১) নগরীর বায়েজিদ থানার শেরশাহ কলোনির মো. নুরুল হকের ছেলে।
পাথরঘাটা ওয়ার্ড কাউন্সিলর পুলক খাস্তগীর বলেন, ফিশারীঘাটের নদীতে একটি লাশ ভাসতে দেখে মাঝি মাল্লারা খবর দিলে আমি গিয়ে স্থানীয় লোকজন ও পুলিশের সহযোগিতায় যুবকের লাশ উদ্ধার করি। পরে পুলিশ লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। তার পকেটে পাওয়া আইডি কার্ডের ঠিকানা অনুযায়ী বায়োজিদ এলাকার কাউন্সিলের মাধ্যমে তার অভিভাবকদের খবর দিতে বলেছি।
সদরঘাট নৌ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান বলেন, কর্ণফুলী নদীর মোহনা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে সদরঘাট নৌ-থানা পুলিশের দায়িত্বরত অফিসাররা। যুবকের পরিচয় পাওয়া গেছে। পরিবারের সঙ্গে যোগাযোগ করে মরদেহ হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: নাটারে নিখোঁজ মাঝিসহ ২ জনের লাশ উদ্ধার
ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলারডুবি, ২০ লাশ উদ্ধার
৩ বছর আগে