রেল যোগাযোগ বন্ধ
সীতাকুণ্ডে চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বন্ধ
চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী ট্রেন চট্টলা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে। তবে এতে হতাহত হওয়ার কোনো খবর পাওয়া যায়নি।
জানা গেছে, দুর্ঘটনার পর ঢাকামুখী ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে পৌরসভার সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় চট্টলা এক্সপ্রেস নামের ট্রেনটির ইঞ্জিনের পেছনের বগি লাইনচ্যুত হয়। দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রাম রেল স্টেশন থেকে ভোর ৬টার দিকে ছেড়ে আসা ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেন সিরাজ ভূঁইয়ার রাস্তার মাথা এলাকায় পৌঁছালে বগিটি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন: হবিগঞ্জে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত
চালক প্রথমে বিষয়টি বুঝতে না পারলেও প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে ট্রেন থামানো হয়।
রেলওয়ে পুলিশ সীতাকুণ্ড ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আমজাদ হোসেন বলেন, চট্টলা এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে বগি লাইনচ্যুত অবস্থায় দেখা যায়। তবে এ দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি।
সীতাকুণ্ড রেলস্টেশনের স্টেশন মাস্টার মোজাম্মেল হোসেন বলেন, দুর্ঘটনাকবলিত ট্রেনটির উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। ঢাকামুখী ওই লাইনের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইনচ্যুত, নিহত ১
১০ মাস আগে
ট্রেন লাইনচ্যুত: ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ
জয়পুরহাটে একটি ট্রেন লাইনচ্যুত হওয়ায় শনিবার সকাল থেকে ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
আক্কেলপুরের রেলওয়ে স্টেশন মাস্টার তোফাজ্জল হোসেন জানান, “জয়পুরহাট থেকে ঢাকাগামী ‘একতা এক্সপ্রেস’ট্রেন ভোর ৫টার দিকে উপজেলার তিলকপুর রেলস্টেশনে লাইনচ্যুত হয়। এর ফলে রাজধানী ঢাকা ও উত্তরাঞ্চলের মধ্যে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়।”
আরও পড়ুন: কুমিল্লায় বগি লাইনচ্যুত: ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ
লাইনচ্যুত হওয়ার পর থেকে আক্কেলপুর ও সান্তাহার রেলস্টেশনে ঢাকাগামী ‘নীলসাগর এক্সপ্রেস, পঞ্চগড়গামী ‘দ্রুতযান এক্সপ্রেস’ও চিলাহাটিগামী ‘সীমান্ত এক্সপ্রেস’আটকা পড়েছে।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত: ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু
উদ্ধার অভিযানের জন্য ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন আসছে বলেও জানান তোফাজ্জল।
২ বছর আগে
বগি লাইনচ্যুত, ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ বন্ধ
রাজেন্দ্রপুর রেলওয়ে স্টেশনের কাছে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে ঢাকা-ময়মনসিংহের মধ্যে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ময়মনসিংহ থেকে ঢাকাগামী ‘ভাওয়াল এক্সপ্রেস’ ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
আরও পড়ুন: প্রায় ২ বছর পর ফের বাংলাদেশ-ভারত ট্রেন যোগাযোগ চালু
ট্রেনটিকে উদ্ধারের জন্য একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার প্রক্রিয়া শুরু করেছে।
লাইনচ্যুত হওয়ার পর জামালপুর কমিউটার ট্রেন এবং মহুয়া এক্সপ্রেস ট্রেনসহ বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে।
২ বছর আগে
পারাবত ট্রেনে আগুন, ঢাকা-সিলেট রেল যোগাযোগ বন্ধ
ঢাকা থেকে সিলেটগামী আন্তঃনগর পারাবত ট্রেনের এসি বগিতে আগুন লেগেছে। এতে ঢাকা-সিলেট রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
শনিবার বেলা পৌনে একটার দিকে মৌলভীবাজারের কমলগঞ্জের শমসেরনগরের বিমানঘাঁটির পাশে পৌঁছালে ট্রেনটির এসি বগিতে আগুন লেগে যায়।
আন্তঃনগর পারাবত এক্সপ্রেসে থাকা যাত্রী সুখেন দাশ প্লাবন সাংবাদিকদের জানান, আমি ট্রেনটির এসি বগিতে বসেছিলাম। হঠাৎ বগিতে ধোঁয়া ছড়িয়ে পড়ে। আমরা সামনে এগিয়ে দেখতে পাই ট্রেনটিতে আগুন ধরে গেছে, পরে আমরা ট্রেনের দায়িত্বরত টিটিকে জানালে তিনি ট্রেনটি থামানোর উদ্যোগ নেন। এখন পর্যন্ত ট্রেনটির তিনটি বগি আগুনে পুড়ে গেছে, অন্যান্য অক্ষত বগিগুলোকে অগ্নিকাণ্ডের শিকার হওয়া বগিগুলোতে থেকে আলাদা করে ফেলা হয়েছে।
প্রাথমিকভাবে ট্রেনের দায়িত্বরতরা ধারণা করছেন ট্রেনটির এসির কোন ত্রুটি থেকেই আগুনের সূত্রপাত।
ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন বলেন, শ্রীমঙ্গল থেকে ছেড়ে যাওয়ার পর শমসেরনগর গিয়ে পারাবত এক্সপ্রেসে আগুন লেগেছে বলে আমরা খবর পেয়েছি। ঢাকা-সিলেট রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ আছে।
শমসেরনগর স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন বলেন, এখন পর্যন্ত হতাহতের কোনো খবর নেই। এ ঘটনায় ঢাকা-সিলেট রেলপথে ট্রেন চলাচল বন্ধ আছে। ঘটনাস্থলে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসেছে। আশপাশ থেকে আরও ইউনিট ডাকা হয়েছে।
শমসেরনগর রেলওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আবু বক্কর বলেন, হঠাৎ ট্রেনের পাওয়ার কার থেকে আগুনের সূত্রপাত হয়। এতে ট্রেনের এসি কেবিনসহ তিনটি কেবিন আগুনে পুড়ে যায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে ট্রেনটি থামিয়ে দেয়ায় এ ঘটনায় কেউ হতাহত হননি। অগ্নিকাণ্ডের ঘটনার এক ঘন্টা পর পুড়ে যাওয়া তিনটি বগি রেখে ট্রেন সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যায়।
শ্রীমঙ্গল ফায়ার স্টেশনের ফায়ার ফাইটার হাবিদুর রহমান বলেন, ট্রেনে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আমাদের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে কাজ করছে।
আরও পড়ুন: ‘রংপুর এক্সপ্রেস’ ট্রেনে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
কুমিল্লায় বগি লাইনচ্যুত: ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ
২ বছর আগে
আবারও ট্রেন লাইচ্যুত: খুলনার সাথে রেল যোগাযোগ বন্ধ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার উথলীতে একটি তেলবাহী ট্রেনের পাঁচটি বগি লাইনচ্যুত হয়ে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
রবিবার দিবাগত রাত সোয়া ১টার দিকে উথলী রেলস্টেশনের লুপ লাইন থেকে মেইন লাইনে প্রবেশের সময় ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়।
আরও পড়ুন: কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত: ৭ ঘণ্টা পর রেল যোগাযোগ শুরু
সংশ্লিষ্টরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা নাটোরগামী তেলবাহী কেএন-১৭ ট্রেনটি রবিবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে উথলী রেলস্টেশনের লুপলাইনে প্রবেশ করে এবং অপেক্ষায় থাকে।
এরপর ঢাকাগামী ‘আপ ৭২৫ সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেনটি মেইন লাইন দিয়ে দর্শনার দিকে চলে যাওয়ার কিছুক্ষণ পর তেলবাহী ট্রেনটি সিগন্যাল ক্লিয়ার পেয়ে পুনরায় গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
এ সময় লুপলাইন থেকে মেইন লাইনে প্রবেশের সময় তেলবাহী ট্রেনটির ৫টি বগি লাইনচ্যুত হয়। এ ঘটনায় খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে ভোগান্তিতে পড়েছে অসংখ্য যাত্রী।
আরও পড়ুন:কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
উথলী রেলস্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার আলী আহাম্মদ জানান, সোমবার সকাল ৭টার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। তবে উদ্ধার কাজ শেষ হতে দীর্ঘ সময় লেগে যেতে পারে।
উল্লেখ্য, গত শনিবার রাতে কুমিল্লায় একটি যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হলে সারাদেশের সাথে চট্টগ্রামের রেল যোগাযোগ প্রায় সাত ঘণ্টা বন্ধ ছিল।
৩ বছর আগে
কুমিল্লায় ট্রেন লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ
কুমিল্লায় ট্রেন ও পিকআপ ভ্যানের সংঘর্ষে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়ে ঢাক-চট্টগ্রামে রুটে রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
কুমিল্লার পদুয়ার বাজার বিশ্বরোড রেল ওভার পাসের নিচে রেলগেইটে শনিবার রাত ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: গাজীপুরে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত
রেলসূত্র জানায়, দুঘর্টনার কারণে ঢাকা, সিলেট, ও ময়মনসিংহ হতে চট্টগ্রাম অভিমুখী বেশ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকা পড়েছে।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইসমাইল হোসেন সিরাজী জানান, দুঘর্টনায় তেমন কোনও হতাহত হয়নি। দুই জন সামান্য আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তারা সুস্থ আছেন।
আরও পড়ুন: ১১ আগস্ট থেকে খুলনার ৫টি ট্রেন চলবে
কুমিল্লা রেলওয়ে বিভাগের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী লিয়াকত আলী মজুমদার জানান, দুঘর্টনা কবলিত ট্রেনটির মাঝের তিনটি বগি রেখে সামনের সাত বগি লাকসাম জংশনে ও বাকি সাতটি কুমিল্লা রেলওয়ে স্টেশনে নেয়া হয়েছে। লাকসাম জংশন লোকোসেড থেকে রিলিফ ট্রেন ঘটনাস্থলে এসে উদ্ধার কাজ শুরু করেছে।
৩ বছর আগে