নারী সদস্য
আনসার আল ইসলামের নারী সদস্য ঢাকায় গ্রেপ্তার
নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক নারী সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ আগস্ট) রাজধানীর বাড্ডা এলাকায় পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে । বর্তমানে তাকে পাঁচদিনের দিনের রিমান্ডে রাখা হয়েছে।
গ্রেপ্তার ওই নারীর নাম জোবাইদা সিদ্দিকা নাবিলা।
রবিবার সিটিটিসির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. আসাদুজ্জামান জানান, পুলিশ তার কাছ থেকে একটি মোবাইল সিম কার্ড এবং মেমরি কার্ড জব্দ করেছে। এগুলো তিনি উগ্রবাদ ছড়ানোর কাজে ব্যবহার করতেন।
পুলিশ জানায়, নাবিলা তার প্রোফাইলের মাধ্যমে ২০২০ সালে আনসার আল ইসলামের অফিসিয়াল ফেসবুক পেজ ‘তিতুমীর মিডিয়া’র যুক্ত হন। উগ্রপন্থী মতাদর্শের সাথে পরিচিত হন এবং এর চর্চা শুরু করেন।
পরে তিনি উগ্রবাদ মতাদর্শ ছড়িয়ে দেয়ার জন্য ফেসবুক, টেলিগ্রাম ও ‘চার্পওয়্যার’ নামের অনলাইন প্ল্যাটফর্মে ছদ্মনামে একাধিক অ্যাকাউন্ট খোলেন।
এ ব্যাপারে একটি মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তার নাবিলাকে পাঁচদিনের দিনের রিমান্ডে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আরও পড়ুন: খুলনায় আনসার আল ইসলামের দুই সদস্য আটক
চট্টগ্রামে জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে মসজিদের ইমাম গ্রেপ্তার
৩ বছর আগে