ঐক্যবদ্ধ আন্দোলন
সরকারকে ‘ক্ষমতাচ্যুত’ করতে ঐক্যবদ্ধ আন্দোলন চান ড. কামাল
সরকারকে ‘ক্ষমতাচ্যুত’ করতে ঐক্যবদ্ধ আন্দোলন চান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। তিনি বলেছেন, ‘মানুষকে দুঃশাসন ও স্বৈরশাসন থেকে বাঁচাতে ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে বর্তমান সরকারকে ‘ক্ষমতাচ্যুত’ করতে হবে। আমরা দু:শাসন ও স্বৈরশাসনের শিকার। আমাদের অবশ্যই এর থেকে মুক্ত হতে হবে। আমরা এভাবে দেশ চালাতে দিতে পারি না। মানুষকে ঐক্যবদ্ধ করে একটি আন্দোলনের মাধ্যমে আমাদের অবশ্যই পরিবর্তন আনতে হবে।’
রবিবার গণফোরামের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় ড. কামাল এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আওয়ামী লীগ সরকার দুর্নীতিতে লিপ্ত হয়ে বিপুল অর্থ চুরি করেছে। তারা বিপুল সম্পদ সংগ্রহ করেছে। আমাদের এই শাসককে অপসারণ করতে হবে।’
জনগণের শক্তিতে দেশকে বাঁচাতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে ড. কামাল বলেন, ‘মানুষের মধ্যে ঐক্য আছে। কিন্তু বিরোধী দলগুলোকে জনসাধারণের ম্যান্ডেট দিয়ে সরকার গঠনের জন্য এটিকে শক্তিশালী করতে হবে। আমাদের এখনই এটি শুরু করতে হবে। কারণ অনেক সময় ইতোমধ্যে কেটে গেছে।’
তিনি বলেন, ‘মানুষ এখন বুঝতে পারে যে দমন -পীড়ন ও দুঃশাসন থেকে মুক্তি পেতে তাদের ঐক্যবদ্ধ হতে হবে। আমরা ঐক্যবদ্ধভাবে পাকিস্তানিদের প্রতিরোধ করেছি। আমি বিশ্বাস করি যে যদি আমরা এখন সেই ঐক্য ব্যবহার করি, তাহলে আমরা অসম্ভবকে সম্ভব করতে পারবো। আমরা ঘরে ঘরে এবং মাঠে মাঠে গিয়ে আন্দোলনের জন্য মানুষকে ঐক্যবদ্ধ করব।’
আরও পড়ুন: সরকার হটাতে শক্তিশালী জোট চান ফখরুল
স্বাধীনতাবিরোধীদের প্রশ্রয়দাতাদের রাজনীতি করার অধিকার নেই: তথ্যমন্ত্রী
৩ বছর আগে