মৃত্যুর সংখ্যা
ফিলিপাইনে টাইফুনে মৃতের সংখ্যা বেড়ে ১০০ এর কাছাকাছি
ফিলিপাইনে শক্তিশালী টাইফুন ‘রাই’ এর আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনের কাছাকাছি পৌঁছেছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।
বোহোল প্রদেশের গভর্নর আর্থার ইয়াপ বলেছেন, তার এলাকায় অন্তত ৪৯ জনের প্রাণহানি নিশ্চিত করা হয়েছে। এছাড়া প্রদেশের বিভিন্ন শহরের মেয়ররা ১০ জন নিখোঁজ এবং ১৩ জন আহত হয়েছে বলে জানিয়েছেন।
তিনি জানান, এখনও তার অঞ্চলের অনেক মেয়রের সাথে তারা যোগাযোগ করতে পারেননি। ফলে মৃতের সংখ্যা স্বাভাবিকভাবেই আরও বাড়তে পারে।
আরও পড়ুন: ফিলিপাইনে টাইফুনের আঘাতে ১৯ জনের মৃত্যু
রবিবার সকালে প্রদেশের মেয়র ইয়াপ ফেসবুক পোস্টে এক বিবৃতিতে বলেন, দ্রুত খাবার ও পানি সরবরাহের জন্য নির্দেশ দেয়া হয়েছে।
এর আগে শনিবার দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, এ টাইফুনের কারণে পুরো প্রদেশে বিদ্যুৎ ও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং দেশটির কেন্দ্রে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
আরও পড়ুন: চীনে আঘাত হানছে টাইফুন ‘ইন-ফা’, বহু ফ্লাইট বাতিল
কর্মকর্তারা বলছেন, পূর্ব অনুমোদিত ব্যবস্থা হিসেবে তিন লাখেরও বেশি মানুষকে আগে থেকেই নিরাপদে সরিয়ে নেয়া হয়। এর ফলে অনেকের জীবন বাঁচানো সম্ভব হয়েছে বলেও জানান তারা।
২ বছর আগে
ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারডুবির ঘটনায় মৃত্যু সংখ্যা বেড়ে ২৩
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে লইসকা বিলে নৌকাডুবির ঘটনায় আরও একজনের নাম পাওয়া গেছে বলে জানিয়েছে প্রশাসন। এ নিয়ে মৃত্যু সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. রুহুল আমিন রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ার ট্রলারডুবিতে মৃত্যু বেড়ে ২২
মৃত জামিলা বেগম (৬৫) সদর উপজেলার সাদেকপুর ইউনিয়নের সাদেকপুর গ্রামের শহীদ মিয়ার স্ত্রী। জামিলা বিজয়নগর উপজেলার চম্পকনগর নৌকাঘাট থেকে ব্রাহ্মণবাড়িয়ার দিকে আসার সময় সেদিনই তার মৃত্যু হয়। তবে রবিবার সরকারিভাবে জামিলার নামের তালিকা প্রকাশ করা হয়।
আরও পড়ুন:ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী ট্রলারডুবি, ২০ লাশ উদ্ধার
মো. রুহুল আমিন বলেন, ‘জামিলা বেগমের পরিবার আজ ২০ হাজার টাকার সহায়তা পাওয়ার জন্য নাম তুলতে আসলে আমরা নাম জানতে পারি। ট্রলার ডুবির ঘটনায় এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ২৩ জনে।’
৩ বছর আগে