মধুখালী
মধুখালীতে ন্যায্য মূল্যে দুধ-ডিম-গরুর মাংস বিক্রি উদ্বোধন
ফরিদপুরের মধুখালীতে ন্যায্য মূল্যে দুধ, ডিম ও গরুর মাংস বিক্রির উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মো. আব্দুর রহমান।
শনিবার (৩০ মার্চ) সকাল ১১টায় ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী পৌর বাজারসংলগ লোকাল বাসস্ট্যান্ড এলাকায় এই বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করেন মন্ত্রী।
এ সময় প্রাণিসম্পদমন্ত্রী বলেছেন, নানা ষড়যন্ত্র ও চক্রান্তের মধ্যে দিয়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের জনগণের জন্য ভালো কিছু করার চেষ্টা করে যাচ্ছেন। রমজানে তারই অংশ হিসেবে দেশের খেটে খাওয়া মানুষের কথা বিবেচনা করে প্রাণিসম্পদ মন্ত্রণালয় থেকে সুলভ মূল্যে দুধ, ডিম ও মাংস বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে।
আরও পড়ুন: জলবায়ু সহনশীল মাছ চাষে পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী
মন্ত্রী বলেন, এখানে ১০০ টাকায় ১১টি ডিম, ৭০ টাকায় এক লিটার দুধ ও ৬০০ টাকায় এক কেজি গরুর মাংস কিনতে পারবেন সাধারণ মানুষ। ঢাকা শহরে ২৫টি স্পটে এ কার্যক্রম চালুর পরে এখন ৩২টি স্পটে এসব পণ্য বিক্রি হচ্ছে। এখন রাজধানীর বাইরে ১৮টি জেলায় এ কার্যক্রম শুরু করা হয়েছে। মধুখালীতে ৭দিন ব্যাপী (৫ এপ্রিল পর্যন্ত) এ কার্যক্রম চালু থাকবে।
প্রাণিসম্পদমন্ত্রী আরও বলেন, নিম্ন আয়ের মানুষের কথা বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনেকে রয়েছেন মাসে এক কেজি গরুর মাংসও কিনে খেতে পারেন না। এসব অভাবি মানুষেরা যাতে এখানে এই গরুর মাংস, দুধ ও ডিম কিনতে পারেন সেদিকেও সবাই দৃষ্টি রাখবেন।
আরও পড়ুন: মৎস্য পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সব ধরনের সহযোগিতা করবে সরকার: প্রাণিসম্পদমন্ত্রী
৭ মাস আগে
ফরিদপুরে ট্রাকচাপায় দুজনের মৃত্যু
ফরিদপুরের মধুখালীতে মাছবোঝাই ট্রাকের চাপায় দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের উপজেলার আড়কান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: বরিশালে সড়ক দুর্ঘটনায় আহত ৩৩
কানাইপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন বিশ্বাস জানান, যশোর থেকে ঢাকাগামী একটি মাছবোঝাই ট্রাক আড়কান্দি এলাকায় সিএনজি চালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দিলে সেটি উল্টে গিয়ে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী মারা যান এবং গুরুতর আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতদের লাশ হাসপাতালে রয়েছে। ট্রাক জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন বলেও জানান ওসি।
২ বছর আগে
ফরিদপুরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩
ফরিদপুরের মধুখালী ও নগরকান্দায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক স্কুল শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
ফরিদপুর হাইওয়ে পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান জানান, বেলা সোয়া ১১টার দিকে ফরিদপুর-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের মানিকনগর এলাকায় ভাঙ্গাগামী একটি পিকআপ ফরিদপুরগামী একটি অটোরিকশাকে চাপা দিলে ঘটনাস্থলেই অটোর দুজন যাত্রী নিহত হয়। এ ঘটনায় আহত আরও পাঁচ জনকে ফরিদপুর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত ও আহতদের বাড়ি সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কুমারপট্রি গ্রামে। তাদের নাম পরিচয় জানা যায়নি।
আরও পড়ুন: হবিগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ বন্ধু নিহত
অপরদিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুরের মুধখালীতে বিজয় দিবসের অনুষ্ঠানে শিক্ষকদের সাথে ডিসপ্লেতে অংশ নিতে এসে এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
নিহত সাজেদা পারভিন (১১) উপজেলার রায়পুর ইউনিয়নের বকুল শেখের মেয়ে। সে দামুরদি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী।
সকাল ১০টার দিকে এমএম পরিবহনের একটি গাড়ি তাকে চাপা দেয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে ফরিদপুর শেখ মুজিবর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।
লাশ তিনটি উদ্ধার করা হয়ে হাসপাতালের মর্গে রাখা হয়েছে বলে মাহফুজুর রহমান জানিয়েছেন।
আরও পড়ুন: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৩
২ বছর আগে
মধুখালীতে মাদকের বিরুদ্ধে গ্রামবাসীর মানববন্ধন
ফরিদপুরের মধুখালী পৌরসভার ২ নং ওয়ার্ডের মধুপুর এলাকায় মাদক ব্যবসার প্রতিবাদে মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছে গ্রামবাসী।
শনিবার দুপুরে আড়কান্দি বটতলায় অনুষ্ঠিত এ মানববন্ধন ও সংবাদ সম্মেলনে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনীতিবীদ ও ভুক্তভোগী গ্রামবাসী অংশ নেন।
সংবাদ সম্মেলনে ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শাজাহান খান লিখিত বক্তব্যে বলেন, ‘মধুপুর গ্রামের পল্লী চিকিৎসক আব্দুস সামাদ খানের পরিবার দীর্ঘদিন মাদক ব্যবসার সাথে জড়িত। এর প্রতিবাদ করায় তার ছেলে সোহেল খানকে ইয়াবা দিয়ে আটক করিয়েছে।’
আরও পড়ুন: সুনামগঞ্জে বেড়িবাঁধের কাজ শেষ না হওয়ায় মানববন্ধন
সোহেলের স্ত্রী শিখা বেগম বলেন, তার স্বামী ঘরে ঘুমিয়ে ছিল। এক লোককে দিয়ে ডেকে নিয়ে মধুখালী রেলগেটের সজলের বাড়িতে আটকে ইয়াবাসহ তাকে পুলিশ দিয়ে ধরিয়ে দেয়া হয়।
২নং ওয়ার্ডের কাউন্সিলর মীর্জা আব্বাস হোসেন জানান, সামাদ খানের বাবা ছিল গ্রামের চৌকিদার। কিন্তু মাদক ব্যবসা করে তিনি এখন গাড়ি ও জমির মালিক হয়ে গেছেন।
তিনি জানান, তার কারণে এলাকার তরুণ সমাজ ধ্বংস হয়ে যাচ্ছে।
সংশ্লিষ্টরা জানান, ২০১৭ সালে ৩ হাজার ১ পিস ইয়াবা, বিদেশি মদ ও যৌন উত্তেজক বড়ি, পুলিশের বুট ও মাদক বিক্রির ৭৭ হাজার টাকাসহ সামাদ খান ও তার মা রোকেয়া বেগমকে গ্রেপ্তার করে র্যাব। ওই মামলার সাক্ষী মধুপুর গ্রামের হায়দার আলী খান (৫৫) বলেন, তার সামনেই এসব মাদক ও মালামাল উদ্ধার করলেও সামাদ খান তাকে ভয় দেখিয়ে আদালতে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করে।
আরও পড়ুন: ফরিদপুরে জমিদার বাড়ি সংরক্ষণ ও পর্যটন কেন্দ্র ঘোষণার দাবিতে মানববন্ধন
সংবাদ সম্মেলনে সভাপতির বক্তব্যে মধুখালী আখচাষি কল্যাণ সমিতির সাবেক সভাপতি ও ব্যবসায়ী মুন্সি এনায়েত হোসেন বলেন, ‘তার গ্রামে ইয়াবা কেনার জন্য প্রতি ঘণ্টায় কমপক্ষে ২৫টি মোটর সাইকেল প্রবেশ করে।’
তিনি বলেন, তার দোকান ভাড়া নিয়ে সোহেল টেইলারিংয়ের ব্যবসা করতো। দশ বছর আগে একদিন শুনি তার দোকানে ফেনসিডিল পাওয়া গেছে। সোহেলের মতো অনেক তরুণকে মাদক দিয়ে ধ্বংস করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন উপজলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহিদুজ্জামান বাবলু মিয়া, নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি শহিদুল ইসলাম খান, স্কুল শিক্ষক মাসুদ খান, মজিবুর রহমান, মাহবুবুর রহমান বাকী প্রমুখ। সংবাদ সম্মেলনের পরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: কেরানীগঞ্জে সাবরেজিস্ট্রার অফিস সহকারীর বদলির দাবিতে মানববন্ধন
অভিযুক্ত সামাদ খান বলেন, ‘র্যাবের এক সদস্য অন্যায়ভাবে তার গাড়ি আটকের ঘটনায় তিনি এক র্যাব কর্মকর্তার নামে একটি মামলা করেন। এর প্রতিশোধ নিতেই রাতের আঁধারে আমাকে ও আমার মাকে ধরে নিয়ে একইরাতে একই অভিযোগে তিনটি মামলা দায়ের করে। পরে এসব মামলায় তদন্ত শেষে ফাইনাল রিপোর্ট দেয় পুলিশ। তিনি সোহেলখানের বিরুদ্ধে উল্টো মাদক ব্যবসার অভিযোগ করে বলেন, তার বাবাকে এ ব্যাপারে সতর্ক করলে তারা রাজনৈতিক প্রভাব খাটিয়ে আমার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ করে।
৩ বছর আগে
মধুখালীতে অগ্নিকাণ্ডে ১০ ব্যবসা প্রতিষ্ঠান ভস্মীভূত
ফরিদপুরের মধুখালীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে।
৩ বছর আগে
পৌরসভা নির্বাচন: ফরিদপুরে ত্রিমুখী, মধুখালীতে দ্বিমুখী লড়াইয়ের সম্ভাবনা
আসন্ন ফরিদপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ, বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর মধ্যে ত্রিমুখী এবং মধুখালীতে দ্বিমুখী ভোটের লড়াই হওয়ার বিষয়টি চূড়ান্ত হয়েছে।
৩ বছর আগে
ফরিদপুরে সমবায় সমিতির নারী ব্যবস্থাপনা পরিচালকে খুন
ফরিদপুরের মধুখালীতে এক সমবায় সমিতির নারী ব্যবস্থাপনা পরিচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার মাথা ও কপালে আঘাতের চিহ্ন রয়েছে।
৪ বছর আগে