জুলহাজ মান্নান
জুলহাজ-তনয় হত্যা: ৬ আসামির মৃত্যুদণ্ড
রাজধানীর কলাবাগানে জুলহাজ মান্নান ও তার বন্ধু মাহবুব রাব্বি তনয়কে হত্যার ঘটনায় মঙ্গলবার আট আসামির মধ্যে ছয়জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
সন্ত্রাস দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মজিবুর রহমানের আদালত আজ দুপুর সোয়া ১২টার দিকে এই রায় ঘোষণা করেন। রায়ে অন্য দুজনকে খালাস দেয়া হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, সৈয়দ মোহাম্মদ জিয়াউল হক ওরফে মেজর জিয়া, মোজাম্মেল হুসাইন ওরফে সায়মন, আরাফাত রহমান, শেখ আব্দুল্লাহ, মো. আসাদুল্লাহ এবং আকরাম হোসেন ওরফে আবির।
আদালত তাদের প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা করেছে। দণ্ডপ্রাপ্তদের মধ্যে জিয়া ও আকরাম বর্তমানে পলাতক।
মামলায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাব্বিরুল হক চৌধুরী এবং জুনায়েদ আহমেদ জোনায়েদকে খালাস দেয়া হয়েছে।
২০১৬ সালের ২৫ এপ্রিল রাজধানীর কলাবাগানের লেক সার্কাস রোডের বাড়িতে ঢুকে জুলহাজ মান্নান ও মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এ ঘটনায় কলাবাগান থানায় জুলহাজের বড় ভাই মিনহাজ মান্নান ইমন হত্যা মামলা দায়ের করেন।
জুলহাজ মান্নান বাংলাদেশে নিযুক্ত সাবেক মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনার প্রটোকল কর্মকর্তা ছিলেন। তনয় লোক নাট্যদলের শিশু সংগঠন পিপলস থিয়েটারের সঙ্গে জড়িত ছিলেন।
আরও পড়ুন: পরীমণির জামিন শুনানির তারিখ এগিয়েছে
আনসার আল ইসলামের নারী সদস্য ঢাকায় গ্রেপ্তার
হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে রাজধানীতে গ্রেপ্তার ৪
৩ বছর আগে