বন্ধ জুট মিল চালু ও বকেয়া পরিশোধের দাবি
খুলনায় বন্ধ জুট মিল চালু ও বকেয়া পরিশোধের দাবিতে অনশন
ব্যক্তিমালিকানাধীন মহসেন, সোনালী, এ্যাজাক্স , আফিল , জুট স্পিনার্সসহ একের পর এক বন্ধ হওয়া বেসরকারি জুট মিল চালু , শ্রমিক কর্মচারীদের চূড়ান্ত পাওনা পরিশোধসহ ছয় দফা দাবি আদায়ে অনশন করেছেন শ্রমিকরা।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুই ঘণ্টাব্যাপী খুলনা বিভাগীয় শ্রম কার্যালয়ে সামনে বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনে উদ্যোগে এই অনশন কর্মসূচি পালিত হয়।
আরও পড়ুন: শেরপুরের গারো কৃষকদের জুমের ফসল কাটায় বিক্ষোভ সমাবেশ
এ সময় বক্তারা বলেন, সরকারি জুট মিলের শ্রমিকদের পাওনাদি পরিশোধ করা হলেও বেসরকারি জুট মিল শ্রমিকদের পাওনা পরিশোধে সরকারের পক্ষ থেকে উদ্যোগ নিতে হবে এবং শ্রম আইন অমান্যকারী মিল মালিকদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে।
পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী ১ সেপ্টেম্বর ফুলবাড়ীগেটে বিকাল ৪ টায় বিক্ষোভ মিছিল ও ২ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে খুলনা যশোর মহসড়কের শিরোমনিতে অবরোধ কর্মসূচি পালন করা হবে বলে জানান বক্তারা।
আরও পড়ুন: ফি মওকুফের দাবিতে বরিশালে শিক্ষার্থীদের বিক্ষোভ
বেসরকাররি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি শেখ আমজাদ হোসেনের সভাপতিত্বে ও সংগঠনের প্রচার সম্পাদক সাইফুল্লাহ তারেকের পরিচালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য দেন বেসরকারি পাট, সুতা, বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক ও মহসেন জুট মিল ওয়াকার্স ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক গোলাম রসুল খান, শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, মহসেন জুট মিলের শ্রমিক নেতা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিল কাজী বীর মুক্তিযোদ্ধা ক্বারী আসহাফ উদ্দীন, বীর মুক্তিযোদ্ধা মাহাতাব উদ্দীন প্রমুখ।
৩ বছর আগে