বিজ্ঞান অনুষদ
ঢাবির ‘ক’ ইউনিটে ভর্তি পরীক্ষায় পাসের হার ১০.৩৯ শতাংশ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ২০২১-২০২২ সেশনের 'ক' ইউনিটের ভর্তি পরীক্ষায় পাসের হার ১০ দশমিক ৩৯ শতাংশ।
সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে ফলাফল প্রকাশ করেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আখতারুজ্জামান।
বিজ্ঞান অনুষদ মোট এক হাজার ৭৮১ আসনের বিপরীতে পরীক্ষায় এক লাখ ১০ হাজার ৩৭৪ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ১১ হাজার ৪৬৬ জন উত্তীর্ণ হয়েছেন।
পরীক্ষায় আসির আনজুম খান ১২০ এর মধ্যে ১১৫ নম্বর পেয়ে প্রথম হয়েছেন। তিনি বুয়েট ভর্তি পরীক্ষায়ও প্রথম স্থান অধিকার করেন।
এছাড়া খালিদ হাসান তুহিন দ্বিতীয় এবং জারিফা তাবাসসুম একই নম্বর নিয়ে তৃতীয় স্থান অধিকার করেন।
তালিকার শীর্ষ তিনজন শিক্ষার্থী একই নম্বর পেলেও এইচএসসি এবং এসএসসি পরীক্ষার ফলাফল বিবেচনা করে তাদের ক্রমিক নম্বর নির্ধারণ করা হয়।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাবির ওয়েবসাইটে (admission.eis.du.ac.bd) গিয়ে শিক্ষার্থীর উচ্চমাধ্যমিক পরীক্ষার রোল নম্বর, বোর্ডের নাম, পাসের সাল ও মাধ্যমিক পরীক্ষার রোল নম্বর দিলে ফলাফল জানা যাবে।
এছাড়া DU KA টাইপ করে ১৬৩২১ নম্বরে প্রেরণ করে ফিরতি SMS-এ শিক্ষার্থী তার ফলাফল জানতে পারবে।
উত্তীর্ণ শিক্ষার্থীদের অনলাইনে 'সাবজেক্ট চয়েস ফর্ম' পূরণ করতে হবে এবং ৬ জুলাই বিকাল ৩টা থেকে ২১ জুলাই বিকাল ৫টার মধ্যে জমা দিতে হবে।
ফলাফল নিরীক্ষণের জন্য ১ হাজার টাকা ফি প্রদান সাপেক্ষে আগামী ৬ জুলাই থেকে ২১ জুলাই পর্যন্ত বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করা যাবে।
মঙ্গলবার দুপুর ১টায় ঘ ইউনিটের ফল প্রকাশ করা হবে।
পড়ুন: ঢাবির ‘গ’ ইউনিটে পাসের হার ১৪.৩০ শতাংশ
২ বছর আগে
ঢাবির ‘ক’ ইউনিটের ফল প্রকাশ,পাসের হার ১০.৭৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের অধীনে ২০২০-২০২১ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে ১০ দশমিক ৭৬ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।
বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান আনুষ্ঠানিকভাবে এ ফল প্রকাশ করেন। এ সময় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল, জীব বিজ্ঞান অনুষদের ডিন ও ‘ক’ ইউনিট ভর্তি পরীক্ষার প্রধান সমন্বয়কারী অধ্যাপক ড. মিহির লাল সাহা, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
এ বছর ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক হাজার ৮১৫টি আসনের বিপরীতে ৯৪ হাজার ৫০৯ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ১০ হাজার ১৬৫ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন।
আরও পড়ুন: ঢাবিতে সশরীরে ক্লাস-পরীক্ষা শুরু
শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইট থেকে ফল জানতে পারবেন। এছাড়া তারা মোবাইল ফোন থেকে এসএমএস করেও ভর্তি পরীক্ষার ফল জানতে পারবেন।
ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ সকল শিক্ষার্থীকে আগামী ৯ নভেম্বর বিকাল ৩টা থেকে ২১ নভেম্বর বিকাল ৫টার মধ্যে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে বিস্তারিত ফরম ও বিষয়ের পছন্দক্রম ফরম পূরণ করতে বলা হয়েছে।
এছাড়া ফলাফল নিরীক্ষণের জন্য শিক্ষার্থীরা নির্ধারিত ফি প্রদান সাপেক্ষে ৪ নভেম্বর থেকে ১০ নভেম্বরের মধ্যে জীব বিজ্ঞান অনুষদের ডিন অফিসে আবেদন করতে পারবেন।
উল্লেখ্য, গত ১ অক্টোবর এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: ঢাবিতে ‘আলী রীয়াজ স্নাতকোত্তর গবেষণা পুরস্কার ট্রাস্ট ফান্ড’ গঠন
সকল শিক্ষার্থীর জন্য খুলেছে ঢাবির হল, থাকবে না গণরুম
৩ বছর আগে
জবিতে অনলাইন পরীক্ষার নীতিমালা পাশ
অনলাইনে পরীক্ষা নেয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) কর্তৃপক্ষ। এর মধ্যে যদি ক্যাম্পাস খুলে দেয়া হয় তাহলে সশরীরে পরীক্ষা নেয়া হবে। ক্যাম্পাস না খুললে অনলাইনেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার প্রস্তুতি নেয়ার জন্য শিক্ষার্থীদের চার সপ্তাহ আগে তারিখ জানানো হবে বলে জানিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইমদাদুল হক।
মঙ্গলবার (৩১ আগস্ট) দুপুর ১২টায় শুরু হওয়া একাডেমিক কাউন্সিলের সভা শেষে বিকেল ৪ টায় এসব কথা জানান তিনি।
এছাড়াও সভা শেষে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল বলেন, আলোচনার ভিত্তিতে আজ আমরা অনলাইন পরীক্ষার নীতিমালা নির্ধারণ করেছি তবে আমরা যে এখনই অনলাইনে পরীক্ষা নিবো তা নয়। আমরা সশরীরে পরীক্ষা নেয়ার পক্ষে। কিন্তু ক্যাম্পাস খোলার ব্যাপারে সরকার থেকে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তাই বিকল্প হিসেবে আমরা অনলাইনে পরীক্ষা গ্রহণের যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখছি, যেনো তখন আমাদের কোন প্রকার কালক্ষেপন না হয়।
আরও পড়ুন: দ্রুত পরীক্ষার তারিখ ঘোষণার দাবি জবি শিক্ষার্থীদের
অনলাইনে পরীক্ষা নেবে ইসলামী বিশ্ববিদ্যালয়
৫ শর্তে পাবলিক বিশ্ববিদ্যালয়ে অনলাইনে নিয়োগ পরীক্ষা নেয়া যাবে: ইউজিসি
৩ বছর আগে