আইকন
প্রণব মুখার্জী আগামী প্রজন্মের অনুপ্রেরণা: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখার্জীকে অনুপ্রেরণা হিসেবে উল্লেখ করে বলেছেন, ‘তাঁর মৃত্যু এই উপমহাদেশের বুদ্ধিজীবী এবং রাজনৈতিক অঙ্গণে শূন্যতা সৃষ্টি করেছে। তিনি আমাদের অঞ্চলের আগামী প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবেন। বাংলাদেশের প্রতি তাঁর সমর্থন ও ভালোবাসার জন্য আমরা তাকে স্মরণ করব।’
মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে ‘প্রণব মুখার্জি লিগ্যাসি ফাউন্ডেশন’ আয়োজিত প্রথম প্রণব মুখার্জি স্মারক বক্তব্য (ভার্চুয়াল) উপলক্ষে এক ভিডিও বার্তায় শেখ হাসিনা একথা বলেন।
আরও পড়ুন: বাংলাদেশের সাথে সম্পর্ক নিয়ে প্রয়াত প্রণব মুখার্জির অনুরাগী স্মৃতিচারণ
প্রণব মুখার্জি ছাড়া এক বছর পার করা কঠিন উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু এবং উপমহাদেশের একজন মহান রাজনৈতিক আইকন। তাঁর মৃত্যুবার্ষিকীতে এই মহান ব্যক্তিত্বের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি।’
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রণব মুখার্জির বাংলাদেশের প্রতি গভীর ভালোবাসা ছিল। আমাদের মহান মুক্তিযুদ্ধে তাঁর অবদান কখনও ভোলার নয়।’
শেখ হাসিনা স্মরণ করেন, একজন তরুণ সাংসদ হিসেবে তিনি বাংলাদেশের স্বীকৃতির জন্য ১৯৭১ সালের জুন মাসে রাজ্যসভায় একটি প্রস্তাব সমর্থন করার জন্য সাহসী উদ্যোগ নিয়েছিলেন।
আরও পড়ুন: প্রণব মুখার্জির মৃত্যু: শোক বইয়ে পররাষ্ট্রমন্ত্রীর স্বাক্ষর
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ কৃতজ্ঞতার সাথে তার সমর্থনের কথা মনে রেখেছে। আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি প্রণব মুখার্জির অসীম ও গভীর শ্রদ্ধা ছিল।’
শেখ হাসিনা বলেন, ‘তাঁর অসাধারণ গুণগুলো তাকে দেশের প্রথম নাগরিক এবং ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতি হতে সাহায্য করেছিল।’
আরও পড়ুন: প্রণব মুখার্জির প্রতি প্রধানমন্ত্রীর শেষ শ্রদ্ধা
প্রধানমন্ত্রী বলেন, ‘তাঁর এবং তাঁর স্ত্রী শুভ্রা মুখার্জির সাথে আমার ঘনিষ্ঠ ব্যক্তিগত সম্পর্ক এবং খুব প্রিয় স্মৃতি রয়েছে। প্রণব দাদা ও শুভ্রা দিদির আমার ও আমার বোন রেহানার প্রতি গভীর অনুরাগ ছিল। ১৯৭৫ সালের ১৫ আগস্ট আমার বাবা -মা এবং পরিবারের অন্যান্য ১৮ জনকে হত্যার পর ভারতে আমাদের কঠিন দিনগুলোতে তারা আমাদের অভিভাবক এবং পারিবারিক বন্ধু হিসেবে আমাদের পাশে ছিলেন।
৩ বছর আগে