আখ রোপণ
নাটোরে রেকর্ড ১২ হাজার একর জমিতে আখ রোপণ
রেকর্ড পরিমাণ ১২ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্য নিয়ে নাটোর চিনিকল জোনের ২০২১-২২ মৌসুমের জন্য আখ রোপণ কর্মসূচি শুরু হয়েছে।
বুধবার সকালে চিনিকল এলাকার একটি জমিতে বীজ রোপণ করে আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করেন চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের চিফ টেকনিশিয়ান দিলীপ কুমার সরকার।
আরও পড়ুন: সুন্দরবন থেকে ১৫ বস্তা চিনিসহ ৭ মৌয়াল আটক
মিলের কৃষি বিভাগের জিএম ফেরদৌস উল আলম জানান, চলতি মৌসুমে নাটোর চিনিকলের ৪ হাজার ৬০০ একর জমিতে আখের আবাদ করে ৯২ হাজার মেট্রিক টন আখ উৎপাদন হয়েছে। আগামী মৌসুমের জন্য এবার তিনগুণ জমিতে আখ রোপণ করা হচ্ছে। যা থেকে আগামী মৌসুমে তিনগুন আখ উৎপাদন হবে। এর ফলে নাটোর চিনিকলের আখ সংকটে পড়ে লোকশানের শঙ্কা থাকবে না এমনটাই মনে করা হচ্ছে।
আরও পড়ুন: চিনিকল রক্ষায় জাতীয় সমাবেশ ২৭ ফেব্রুয়ারি
আখ রোপণ কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন নাটোর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহম্মদ আবু বকর, উপ মহাব্যবস্থাপক আব্দুল কুদ্দুস, সিবিএ সভাপতি ফিরোজ আলমসহ মিলের অন্যান্য কর্মকর্তারা।
৩ বছর আগে