কাজীর দেউড়ি
চট্টগ্রামের ভিআইপি টাওয়ারের আগুন নিয়ন্ত্রণে
চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়িতে অবস্থিত শপিংমল ও আবাসিক বহুতল ভবন ভিআইপি টাওয়ার-এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে সেখানকার মানুষদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।
স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা জানান, ভিআইপি টাওয়ারের প্রধান ফটকে বাঁশের খুঁটির সঙ্গে চট লাগিয়ে দ্বিতীয় তলায় মেরামতের কাজ চলছিল। সেখানে গ্যাস দিয়ে ঝালাইয়ের কাজ করার সময় চটে আগুন ধরে। পরে তা ভবনে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ঢাকা সিএমএম কোর্ট প্রাঙ্গণের আগুন নিয়ন্ত্রণে
এ ঘটনায় পুড়ে যায় টাওয়ারের ডিস, ইন্টারনেট ও বিদ্যুতের তার। আলমাস সিনেমা হল মোড় থেকে কাজীর দেউড়ির মোড় পর্যন্ত কিছু সময়ের জন্য যান চলাচল বন্ধও থাকে।
আগুন লাগার ১৫ মিনিট পর নগরীর নন্দনকানন স্টেশন থেকে ফায়ার সার্ভিসের দুইটি গাড়ি ঘটনাস্থলে ছুটে যায়। অবশ্য তার আগেই স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণ করে ফেলে।
আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে নন্দনকানন ফায়ার সার্ভিসের ফায়ারম্যান আব্দুল মোত্তালেব বলেন, ভিআইপি টাওয়ারে আগুন লাগার খবর পেয়ে আমাদের দুটি টিম ঘটনাস্থলে যায়।
আরও পড়ুন: চট্টগ্রামের পাহাড়তলী কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
১ বছর আগে
চট্টগ্রামে ছুরিকাঘাতে যুবক খুন
চট্টগ্রামের কাজীর দেউড়ি এলাকায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। এ সময় ছুরিকাঘাতে আরও একজন আহত হয়।
বৃহস্পতিবার ভোরে কাজীর দেউড়ি ২ নম্বর গলিতে এ ঘটনা ঘটে।
নিহত মঈন উদ্দিন (২৯) চান্দগাঁও থানার পাঠান্যা গুদাম এলাকার আব্দুল মাবুদের ছেলে।
আহত মো. মোবারক (২৭) কাজীর দেউড়ি এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল কবির বলেন, পলোগ্রাউন্ডে চলমান মাসব্যাপী বাণিজ্যমেলায় চাঁদাবাজির ঘটনাকে কেন্দ্র করে এ হত্যার ঘটনা ঘটেছে। ভোরে নিহত মঈন উদ্দিন মেলার জন্য মালামাল কিনে ঢাকা থেকে চট্টগ্রামে ফিরে বাসায় যাওয়ার সময় প্রতিপক্ষ তাদের ছুরিকাঘাত করে। হাসপাতালে নেয়ার পথে মঈনের মৃত্যু হয়।
আরও পড়ুন: চট্টগ্রামে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে কলেজছাত্রের মৃত্যু
চট্টগ্রামে ছুরিকাঘাতে গৃহবধূ খুন, স্বামী পলাতক
২ বছর আগে
আ’লীগ থেকে দূষিত রক্ত বের করতে হবে: ওবায়দুল কাদের
আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করতে হবে বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, ‘নেতাকর্মীরা খারাপ আচরণ করলে শেখ হাসিনার উন্নয়ন ম্লান হয়ে যাবে। সবার সঙ্গে ভালো আচরণ করতে হবে। আওয়ামী লীগ থেকে দূষিত রক্ত বের করতে হবে।’
বুধবার দুপুরে নগরীর কাজীর দেউড়ির ইন্টারন্যাশনাল কনভেনশন হলে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ অভিযান উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: বিরোধী পক্ষকে দমন ও পীড়নের রাজনীতি আওয়ামী লীগ করে না: ওবায়দুল কাদের
দুঃসময়ের কর্মীদের কাছে টানতে হবে উল্লেখ করে দলের সাধারণ সম্পাদক বলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সমস্যা আছে। মাঝে মাঝে তারা খারাপ খবরের শিরোনাম হয়। চট্টগ্রাম মহানগরে অন্তর্কলহে অনেকের প্রদীপ নিভে গেছে। এটি আমরা দেখতে চাই না।
এসময় তিনি দ্রুত চট্টগ্রাম মহানগর ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনের আয়োজন করার নির্দেশ দেন।
পদ্মা সেতু প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু হওয়াতে সারাদেশের মানুষ খুশি হলেও বিএনপি নাখোশ।
তিনি বলেন, নিজেদের টাকায় পদ্মা সেতু করার প্রতিশ্রুতি বাস্তবায়ন করেছেন প্রধানমন্ত্রী। পদ্মা সেতু হওয়াতে সারাদেশের মানুষ খুশি। সেতু উদ্বোধনের তারিখ ঘোষণার পর সবখানে সাজ সাজ রব।
আরও পড়ুন: পদ্মা সেতুর ব্যয় নিয়ে বিএনপির মহাসচিব অন্ধকারে ঢিল ছুড়ছেন: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের বলেন, বিএনপি নেত্রী বলেছিলেন, পদ্মা সেতু হবে না। তিনি এখনও বেঁচে আছে। আল্লাহ তার হায়াত দান করুক। তিনি নিশ্চয়ই শুনেছেন পদ্মা সেতু হয়ে গেছে। কাজ শেষ। শুধু উদ্বোধনের অপেক্ষা। তাই বিএনপি ও তার দোসরদের বুকে বড় জ্বালা। কারণ তাদের কোনও উন্নয়ন নেই। তাদের আছে শুধু হাওয়া ভবন এবং পাঁচবার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়ার কেলেঙ্কারি।
চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দীন চৌধুরী সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, সাবেক চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ।
এছাড়াও সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন, অর্থ ও পরিকল্পনা সম্পাদক বেগম ওয়াসিকা আয়শা খান, শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল, কেন্দ্রীয় ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় কৃষি ও সমবায় সম্পাদক বেগম ফরিদুন্নাহার লাইলী, কেন্দ্রীয় উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জুনে পদ্মা সেতু উদ্বোধন: ওবায়দুল কাদের
২ বছর আগে
চট্টগ্রামে পুলিশের সাথে বিএনপির সংঘর্ষ, আটক ৭
চট্টগ্রাম মহানগরীর কাজীর দেউড়ি এলাকায় পুলিশ ও বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বিএনপির সাত নেতা-কর্মীকে আটক করেছ পুলিশ।
বৃহস্পতিবার (২ সেপ্টেম্বর) ৪টার দিকে এ ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
এ সময় পুলিশের লাঠির আঘাতে কয়েকজন নেতা-কর্মী ও একজন মিডিয়া কর্মী আহত হয়েছেন।
আটকতদের মধ্যে চারজন হলেন- উত্তর পাহাড়তলী বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান চৌধুরী, আকবর শাহ থানা বিএনপির সদস্য মোহাম্মদ হানিফ ও মো. আনোয়ার, বিএনপি নেতা মোহাম্মদ ইউসূফ।
নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান বলেন, নাসিমন ভবনের মাঠে নগর বিএনপির পূর্ব ঘোষিত প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ চলছিল। সমাবেশে যোগ দিতে নগরীর বিভিন্ন এলাকা থেকে নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে মিছিল নিয়ে আসার পথে কাজীর দেউড়ি এলাকায় পুলিশ হামলা চালিয়ে অন্তত ১০ জন নেতা-কর্মীকে আটক করেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নেজাম উদ্দিন জানান, পুলিশ কাজীর দেউড়ি এলাকা থেকে সাত জনকে আটক করেছে।
সিএমপির কোতোয়ালি জোনের এসি মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, কাজীর দেউড়ি মোড়ে বিএনপির মিছিল থেকে বিনা উস্কানিতে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। এরপর পুলিশ ধাওয়া করে। তারা পালিয়ে যাওয়ার সময় সাত জনকে আটক করা হয়েছে। তাদের বিষয়ে যাচাই বাছাই চলছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার মুক্তি বিএনপির প্রধান চ্যালেঞ্জ
চট্টগ্রামে নাশকতা মামলায় বিএনপির ১৫ নেতার জামিন
৩ বছর আগে