মেডেনটা হাসপাতাল
তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল
ভারতের হরিয়ানার গুরগাঁও এলাকায় মেডেনটা হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।
শুক্রবার দিল্লিতে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদের ফেসবুকে দেয়া স্ট্যাটাস থেকে এ তথ্য জানা যায়।
শাবান মাহমুদ লেখেন, ‘তোফায়েল আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল। দিল্লীর অদূরে হরিয়ানার গুরগাঁও এলাকায় মেডেনটা হাসপাতালে নিউরো মেডিসিন বিভাগের প্রধান ডা. অরুণ গার্গের অধীনে তোফায়েল আহমেদের চিকিৎসা চলছে। দুপুরে ভারতে বাংলাদেশ হাইকমিশনার মুহাম্মদ ইমরান তোফায়েল আহমেদের সঙ্গে দেখা করে কথা বলেছেন। তিনি এখন ভালো আছেন।’
এর আগে তোফায়েল আহমেদকে উন্নত চিকিৎসার জন্য নয়াদিল্লিতে নিয়ে যাওয়া হয়। প্রবীণ এই আওয়ামী লীগ নেতা বাণিজ্যমন্ত্রী এবং শিল্পমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
আরও পড়ুন: দুঃখী মানুষের পাশে দাঁড়াতে হবে: তোফায়েল আহমেদ
করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রীর পদক্ষেপ বিশ্বে প্রসংশিত: তোফায়েল আহমেদ
৩ বছর আগে