মালামাল জব্দ
সিলেটে ৩৪ লাখ টাকার চোরাচালানের মালামাল জব্দ
কানাইঘাট ও জৈন্তাপুরের কয়েকটি সীমান্ত এলাকায় মোটরসাইকেল ও মাদকদ্রব্যসহ বিভিন্ন ধরনের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত বুধবার (১৬ অক্টোবর) থেকে শুক্রবার (১৮ অক্টোবর) পর্যন্ত অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
শুক্রবার (১৮ অক্টোবর) সকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-১৯) এ তথ্য জানায়।
আরও পড়ুন: অবৈধ অনুপ্রবেশের অভিযোগে দুটি ভারতীয় পতাকাবাহী ট্রলার জব্দ, ৩১ জেলে আটক
এতে বলা হয়, বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোনারখেওর বিওপি’র টহল দল জেলার কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকার মিকিড়পাড়া থেকে মালিকবিহীন ১ লাখ ৯৮ হাজার টাকার ৪৯৫ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করে। অন্যদিকে শুক্রবার সকাল ১০টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দলের অভিযানে ১২ লাখ ৮৪ হাজার টাকার ৪ হাজার ২৮০টি ভারতীয় চশমা জব্দ করা হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে সোনারখেওর বিওপি’র একটি দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী ভাল্লুকমারায় অভিযান পরিচালনা করে মালিকবিহীন ৫ লাখ ৬০ টাকা মূল্যের ১টি ভারতীয় ইয়ামাহা মোটরসাইকেল জব্দ করে।
অন্যদিকে বৃহস্পতিবার ভোর ৫টার দিকে লোভাছড়া বিওপি’র একটি দল কানাইঘাট উপজেলার সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী বাগানবাজার থেকে মালিকবিহীন অবস্থায় ২০ ফুট ভারতীয় কাঠ জব্দ করে। যার মূল্য ৩০ হাজার টাকা। এছাড়া বুধবার সকাল ৭টার দিকে জৈন্তাপুর বিওপি’র একটি টহল দল সীমান্তের শূন্য লাইনের নিকটবর্তী চাংগিল নামক স্থানে অভিযান চালিয়ে ২ হাজার ২৫০ কেজি ভারতীয় চিনি এবং ১টি ডিআই পিকআপ জব্দ করে। এসব মালামালের আনুষ্ঠানিক মূল্য ১৩ লাখ ৩৭ হাজার ৫০০ টাকা।
তিনদিনের আটককৃত মালামালের সর্বমোট আনুমানিক মূল্য ৩৪ লাখ ৯ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
জব্দকৃত মালামাল শুল্ক গুদামে জমা করেছে বিজিবি।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে অবৈধ অস্ত্র ও গুলি জব্দ, গ্রেপ্তার ১
বাগেরহাটে আগ্নেয়াস্ত্র ও গুলি জব্দ, গ্রেপ্তার ৫
২ মাস আগে
রামপাল বিদ্যুৎকেন্দ্র থেকে চুরি যাওয়া মালামাল জব্দ, গ্রেপ্তার ১
খুলনার রামপাল কয়লা বিদ্যুৎকেন্দ্রের ভেল কোম্পানি থেকে কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত প্রায় ১২০০ কেজি লোহার সামগ্রী চুরি অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব। সোমবার (১৬ জানুয়ারি) বিকালে খুলনার বটিয়াঘাটা থানার কাতিয়ানাংলা এলাকা থেকে রাজুকে গ্রেপ্তার করা হয়।এ সেময় তার কাছ থেকে চুরি যাওয়া ৩১১ কেজি লোহার সরঞ্জাম ও চোরাই কাজে ব্যবহৃত একটি মিনিট্রাক জব্দ করা হয়।
আরও পড়ুন: মতিঝিলে সাড়ে ৪৮ কেজি গাঁজা জব্দ, যুবক আটক
গ্রেপ্তার রাজু রায় (২৮) জেলার দাকোপ থানার খলিসা গ্রামের বাসিন্দা।
র্যাব-৬ জানায়, ১৫ জানুয়ারি রাতে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের ভেল কোম্পানি থেকে কন্সট্রাকশনের কাজে ব্যবহৃত প্রায় ১২০০ কেজি লোহার সামগ্রী চুরি হয়। যার আনুমানিক বাজার মূল্য এক লাখ ১০ হাজার টাকা।
এ ঘটনায় ভেল কোম্পানির সাইট ইনচার্জ অধিনায়ক র্যাব-৬, খুলনা এর কাছে একটি অভিযোগ দায়ের করেন।
এ অভিযোগের ভিত্তিতে র্যাব-৬ এর একটি দল তদন্ত শুরু করে। পরে চুরিকৃত মালামাল উদ্ধার ও আসামিদের গ্রেপ্তারে অভিযান চালায়।
এছাড়া গ্রেপ্তার হওয়া আসামির বিরুদ্ধে রামপাল তাপবিদ্যুৎ কোম্পানির ভেল কোম্পানির সিকিউরিটি সুপারভাইজার র্যাবের সহযোগীতায় বাদী হয়ে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছে।
আরও পড়ুন: রাঙ্গামাটিতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র জব্দ, গ্রেপ্তার ২
লক্ষ্মীপুরে ৫ কোটি টাকার কারেন্ট জাল জব্দ
১ বছর আগে
সুনামগঞ্জ সীমান্তে ভারতীয় মদসহ বিপুল পরিমাণ মালামাল জব্দ
সুনামগঞ্জের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে ভারতীয় মদ, কয়লা, পাথর, বালু, ইঞ্জিনসহ ট্রলি, স্টিলবডি নৌকা, বারকী নৌকা, ঠেলাগাড়ি এবং গোলকাঠ জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ডুলুরা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে বলে জানিয়েছে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি।
জব্দ করা মালামালের মূল্য প্রায় ২৫ লাখ ৩৩ হাজার ৬০০ টাকা।
সীমান্তে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার ডুলুরা বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২১২/২-এস উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়নের কাপনা নামক এলাকা থেকে ৩৯ বোতল ভারতীয় মদ জব্দ করে। অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশের দায়ে বিশ্বম্ভরপুর উপজেলাধীন ১নং সলুকাবাদ ইউনিয়নের ধোপাজান চলতি নদীতে রাত ২টার সময় অভিযান চালিয়ে ভারতীয় ১৫ ঘন ফুট পাথরসহ সাতটি নৌকা জব্দ করে।
এদিকে, একই দিনে জেলার তাহিরপুর উপজেলার চারাগাঁও বিওপির বিজিবির একটি টহল দল রাত ৪টার সময় অভিযান চালিয়ে সীমান্ত মেইন পিলার ১১৯৫ এর এলাকার উপজেলার ১নং উত্তর শ্রীপুর ইউনিয়নের জংগলবাড়ী এলাকা থেকে ভারতীয় ২২ ঘনফুট গোলকাঠ জব্দ করা হয়। লাউরগড় বিওপির বিজিবির আরেকটি টহল দল সকাল ৭ টার দিকে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২০৩/৪-এস এলাকার সাহিদাবাদ নামক স্থান থেকে ১৫ ঘনফুট ভারতীয় পাথরসহ তিনটি ঠেলাগাড়ি জব্দ করে বিজিবি।
আরও পড়ুন:ফুলবাড়ি সীমান্তে আটক ৫ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত
বিজিবি জানায়, বুধবার রাত ১০টার দিকে বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি বিওপির একটি টহল দল অভিযান চালিয়ে সীমান্ত পিলার ১২১০/৯ -এস এলাকার বিশ্বম্ভরপুর উপজেলার ৩নং ধনপুর ইউনিয়নের ঝিগাতলা এলাকা থেকে ৩০ ঘনফুট ভারতীয় বালু এবং দুটি ইঞ্জিনসহ ট্রলি জব্দ করে। একই দিনে লাউরগড় বিওপির একটি টহল দল যাদুকাটা নদী থেকে ৩০০ কেজি ভারতীয় কয়লা জব্দ করা হয়। দোয়ারাবাজার উপজেলার বাঁশতলা বিওপির আরেকটি বিজিবির টহল দল রাত সাড়ে ৯টায় অভিযান চালিয়ে পিলার ১২৩২/৪-এস এলাকার ১নং বাংলাবাজার ইউনিয়নের শহীদ মিনার নামক স্থান থেকে ২০ বোতল ভারতীয় মদ আটক করে।
এ বিষয়ে সুনামগঞ্জ-২৮ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক তসলিম এহসান বলেন, জব্দ করা মালামাল শুল্ক কার্যালয়, সুনামগঞ্জে জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। বিজিবির এ অভিযানে অব্যাহত থাকবে।
৩ বছর আগে