ব্যাপক ক্ষয়ক্ষতি
ফেনীতে কালবৈশাখী ঝড় ও বৃষ্টিতে ব্যাপক ক্ষয়ক্ষতি, বৃষ্টিপাতের সর্বোচ্চ রেকর্ড
ফেনীতে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা আবহাওয়া অফিসের উচ্চমান পর্যবেক্ষক মুজিবুর রহমান সোমবার বিকাল সাড়ে ৫টার দিকে এ তথ্য নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: কালবৈশাখী ঝড়ে ঘরচাপায় ছেলেসহ অন্তঃসত্ত্বা গৃহবধূর মৃত্যু
তিনি বলেন, সোমবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত জেলায় ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। যা চলতি মৌসুমের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের রেকর্ড।
তিনি বলেন, সারাদিন আকাশ মেঘলা ছিল। রাতেও বৃষ্টি বা কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গাছপালা উপড়ে ও বিদ্যুতের খুঁটি ভেঙে অনেক জায়গায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
তিনি আরও বলেন, ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ফেনীর লালপোল অংশে মহাসড়কের পাশের কয়েকটি স্থানে গাছ ভেঙে পড়ে যান চলাচলে বিঘ্ন ঘটেছে। মহাসড়কের এ অংশে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।
তিনি বলেন, প্রথমে স্থানীয়রা ও পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মহাসড়ক থেকে গাছ কেটে সরানোর পর সড়কে চলাচল স্বাভাবিক হয়। ফেনী কম্পিউটার ইনস্টিটিউটের সামনে সড়কে গাছ ভেঙে পড়ায় ফেনীর সঙ্গে ছাগলনাইয়ার সড়ক যোগাযোগ প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।
এদিকে গত কয়েক দিনের গরমের পর বৃষ্টিতে জনজীবনে স্বস্তি দেখা গেছে। তবে বিভিন্ন উপজেলায় বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা গেছে। মাঠের ফসল ঘরে তোলা নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন কৃষক।
পরশুরাম উপজেলার বীরচন্দ্র নগর গ্রামের কৃষক আজহারুল হক বলেন, মাঠের বোরো ধান ঘরে তোলার ঠিক আগ মুহূর্তে এমন বৃষ্টি চিন্তায় ফেলেছে। ভালো ফলন হলেও ফসল বাড়ি আনতে পারব কি না জানি না। বৃষ্টিতে এখনই জমিতে পানি জমে গেছে।
আরও পড়ুন: সিলেটে শিলাবৃষ্টি-কালবৈশাখীর তাণ্ডব
৭ মাস আগে
গাজীপুরে ঝুটের গোডাউনে আগুন
গাজীপুরের মাজুখান এলাকায় রবিবার ঝুট মালামালের গোডাউনে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, সকাল সাড়ে ১০টার দিকে আগুন লাগার খবর পেয়ে টঙ্গী, উত্তরা ও জয়দেবপুর ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। আগুনে অন্তত ২০ গোডাউনের মালামাল পুড়ে গেছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুন লাগার উৎপত্তি এখনো জানা যায়নি বলে ফায়ার সার্ভিস কর্মকর্তা জানিয়েছেন।
আরও পড়ুন: বিয়েতে রাজি না হওয়ায় কলেজছাত্রীকে আগুনে ঝলসে দিল বখাটে
বনানীতে ফের আগুন, ২ কিশোরী নিহত
৩ বছর আগে