সায়েদাবাদ
সায়েদাবাদে বাসচাপায় হেলপার নিহত
রাজধানীর সায়েদাবাদ টার্মিনালে বাসচাপায় শান্ত নামে বাসের এক হেলপার নিহত হয়েছেন। শনিবার (২৩ ডিসেম্বর) দুপুরে টার্মিনালের ভেতর এ দুর্ঘটনা ঘটে।
নিহত শান্ত (২৫) নরসিংদী জেলার বাসিন্দা এবং হানিফ সুপার সার্ভিস কোম্পানিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
আরও পড়ুন: কক্সবাজারে বাসচাপায় দুই শিশু নিহত
নিহত শান্তের ভাই শাওন জানান, তাদের বাড়ি নরসিংদী সদর উপজেলার বাউলপাড়া গ্রামে। তিন ভাই ও এক বোনের মধ্যে দ্বিতীয় শান্ত। তিনি হানিফ সুপার সার্ভিস কোম্পানিতে হেলপার হিসেবে কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ জানায়, দুপুরে সায়েদাবাদ বাস টার্মিনালে তার কোম্পানির একটি বাস মেরামতের কাজ করছিলেন শান্ত।
হঠাৎ দুপুর দেড়টার দিকে সেন্ট মার্টিন পরিবহনের আরেকটি বাস তাকে পেছন দিক থেকে চাপা দেয়।
পরে গুরুতর আহত শান্তকে দুপুর ২টা ৫০ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাচ্চু মিয়া জানান, বিকাল সাড়ে ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
আরও পড়ুন: পিরোজপুরে বাসচাপায় যুবক নিহত
ময়মনসিংহে বাসচাপায় নিহত ৩
১১ মাস আগে
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মেকানিকের মৃত্যু
রাজধানীতে লিফট মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মেকানিকের মৃত্যু হয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে নগরীর যাত্রাবাড়ীর বিবিরবাগিচা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম শাফিন (২০) সায়েদাবাদ এলাকার বাসিন্দা। তিনি তাঁর চাচার লিফট কোম্পানিতে মেকানিক হিসেবে কাজ করতেন।
আরও পড়ুন: ঠাকুরগাঁওয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
শাফিনের চাচা মো. মহসিন জানান, যাত্রাবাড়ীতে একটি ১০ তলা ভবনের নিচতলায় লিফটের ভিতরে কাজ করার সময় শাফিন বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর তাকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় ঘটনাটি জানানো হয়েছে।
আরও পড়ুন: খুলনায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মৃত্যু
সেচ পাম্পের সুইচে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু
৩ বছর আগে