ইসলামী বিশ্ববিদ্যালয়ের
অস্ট্রেলিয়ায় সেরা গবেষণা পুরস্কার পেলেন ইবি শিক্ষক
কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক রফিকুল ইসলাম অস্ট্রেলিয়ায় সম্মানজনক সোসাইটি অফ এনভায়রনমেন্টাল টক্সিকোলজি অ্যান্ড কেমিস্ট্রি অস্ট্রেলাসিয়া (এসইটিএসি-এইউ) সেরা গবেষণা প্রকাশনা পুরস্কার পেয়েছেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম এখন অস্ট্রেলিয়ার দ্য ইউনিভার্সিটি অব নিউক্যাসল এর স্কুল অব এনভায়রনমেন্টাল অ্যান্ড লাইফ সায়েন্সেস -এ গবেষক হিসেবে কাজ করছেন। তার গবেষণার বিষয় হল 'হরমনাল যৌগ এবং সমুদ্র ও মোহনার জলজ জীবনে তাদের বিরূপ প্রভাব'।
যে গবেষণার জন্য তিনি পুরস্কার পেয়েছেন সেখানে তিনি দেখিয়েছেন কিভাবে হরমোনগুলো ঝিনুকের দেহে অপরিহার্য উপাদান হিসেবে কাজ করে।
আরও পড়ুন: ম্যাগসেসে পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের বিজ্ঞানী ফেরদৌসী কাদরী
৩০ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর অনুষ্ঠিত একটি অস্ট্রেলিয়া সম্মেলনে গবেষণাটি উপস্থাপন করা হয়েছিল, যেখানে তিনি এই গবেষণার জন্য সেরা প্রকাশনার পুরস্কার পেয়েছেন।
গবেষণাপত্রটি এর আগে এলসেভিয়ার অ্যাকোয়াটিক টক্সিকোলজি জার্নালে প্রকাশিত হয়েছিল।
বাঙালি গবেষক ও শিক্ষাবিদ হিসেবে বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা তাকে অভিনন্দন জানিয়েছেন।
আরও পড়ুন: কোরিয়ায় প্রথম মিনু পুরস্কার পেলেন বাংলাদেশি বংশোদ্ভূত মামুন
৩ বছর আগে