অবাঞ্ছিত
ট্রাম্পের কাছে ‘অবাঞ্ছিত’ হলেও আফসোস নেই ইব্রাহিম রসুলের
ট্রাম্প প্রশাসন অবাঞ্ছিত ঘোষণা করলেও এই নিয়ে কোনো ‘আফসোস’ নেই বলে জানিয়েছেন সম্প্রতি বহিষ্কৃত যুক্তরাষ্ট্রে নিযুক্ত দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত ইব্রাহিম রসুল। নিজ দেশে পৌঁছে এসব কথা বলেছেন তিনি।
স্থানীয় সময় রবিবার (২৩ মার্চ) কাতার হয়ে প্রায় ৩২ ঘণ্টার ভ্রমণ শেষে স্ত্রী রাশিদাকে সঙ্গে নিয়ে দক্ষিণ আফ্রিকার কেপ টাউন আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখেন রসুল। বিমান বন্দরে প্রায় তিন শতাধিক সমর্থক তাকে স্বাগত জানিয়েছেন।
এ সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে অবাঞ্ছিত ঘোষণা করলেও এতে তার কোনো আফসোস নেই, কারণ নিজ দেশের জনগণের ভালোবাসায় তিনি সিক্ত। এর আগে গত ১৫ মার্চ ‘জাতি বিদ্বেষী’আখ্যা দিয়ে ইব্রাহিম রসুলকে যুক্তরাষ্ট্র থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
সামাজিকমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ‘আমেরিকা ও প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘৃণা করেন ইব্রাহিম রসুল। তার সঙ্গে আমাদের আলোচনার কিছু নেই, এখন থেকে তাকে ‘পারসোনা নন গ্রাটা’ হিসেবে বিবেচনা করা হচ্ছে।” বিদেশি কোনো নাগরিককে স্বাগতিক দেশ অবাঞ্জিত ঘোষণা করলে কূটনৈতিক পরিভাষায় তাকে পারসোনা নন গ্রাটা হিসেবে অভিহিত করা হয়।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূতকে অবাঞ্ছিত ঘোষণা
সম্প্রতি ওয়াশিংটন ও প্রিটোরিয়ার মধ্যে উত্তেজনা বাড়ছে। এরই মধ্যে রসুলকে বহিষ্কারের ঘটনায় পরিস্থিতি আরও ঘোলাটে হবে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
বহিষ্কারের আগে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে দেশটির থিংক ট্যাংক মাপুঙ্গুবওয়ে ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক রিফ্লেকশন আয়োজিত এক ওয়েবিনারে অংশ নিয়ে ট্রাম্পের সমলোচনা করে রসুল বলেন, ‘ক্ষমতার বিরুদ্ধে, দক্ষিণ আফ্রিকায় যারা ক্ষমতায় আছেন, তাদের বিরুদ্ধে শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদীদের আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।’
এ কারণেই ওয়াশিংটন তাকে বহিষ্কার করেছে বলে অভিমত দিয়েছেন অনেকে।
তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে কোনো আফসোস নেই উল্লেখ করে বিমানবন্দরে সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, অপমান করার জন্য ট্রাম্প প্রশাসন তাকে পারসোনা নন গ্রাটা ঘোষণা করলেও নিজ দেশের মানুষের ভালোবাসায় সেটি সম্মানে পরিণত হয়েছে।
তিনি বলেন, ‘মানুষের এমন ভিড় ও তাদের উষ্ণ অভ্যর্থনা পেলে উবুন্টু (আফ্রিকান শব্দ উবুন্তু মানে হলো মানবতা বা অন্যের প্রতি মানবিকতা) অনুভব হয়।’ মানুষের প্রতি ভালোবাসা বোঝাতে এবং একে অপরের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে এই শব্দটি ব্যবহার করা হয়। তাই উবুন্টুর মানে দাঁড়ায় ‘আমি আছি কারণ আমরা আছি।’
সমর্থকদের উষ্ণ অভ্যর্থনা পেয়ে রসুল বলেন, ‘যুক্তরাষ্ট্রের দেওয়া পারসোনা নন গ্রাটার অপমান আমি সম্মান হিসেবে গ্রহণ করছি। এই বহিষ্কারাদেশ প্রমাণ করে আমরা ঠিক কাজটিই করেছি।’
এ সময় আফ্রিকার কূটনীতি এ বিষয়ে বিশ্বের অন্যান্য দেশে প্রচলিত নীতির পাশাপাশি উবুন্টুর মতাদর্শের উপর ভিত্তি করে গড়ে উঠেছে উল্লেখ করে তিনি বলেন, উবুন্টু কূটনীতি স্বাগতিক দেশকে তোষামোদ করায় বিশ্বাস করে না, বরং যেকোনো বিষয়ে ওই দেশকে সঠিক পথ দেখাতে আগ্রহী।
যুক্তরাষ্ট্রে আফ্রিকার কূটনীতি ব্যর্থ হয়েছে কিনা; সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ইব্রাহিম রসুল বলেন, ‘ট্রাম্প প্রশাসন আমাকে বহিষ্কার করেছে, এর মানে আমার বক্তব্য তাদের সরকারের উচ্চপর্যায়ে পৌঁছেছে।’
যুক্তরাষ্ট্র প্রশাসন তার বক্তব্যে অসন্তুষ্ট হলেও তিনি তার সমাজের মূল্যবোধ রক্ষা করেছেন বলে অভিমত দেন তিনি। এতে উবুন্টু কূটনীতি কাজ করেছে বলেও তার ধারণা প্রকাশ করেন রসুল।
শিগগিরই তার জায়গায় যোগ্য কাউকে নিয়োগ দেবেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। আফ্রিকার মূল্যবোধ বিসর্জন না দিয়েই যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ করবেন, এমন কাউকে প্রেসিডেন্ট দায়িত্ব দেবেন বলে অভিমত দেন তিনি।
যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের বিষয়ে তার অভিজ্ঞতা ও সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে রসুল তাদের প্রেসিডেন্টকে একটি বিস্তারিত প্রতিবেদন দেবেন বলে ধারণা করা হচ্ছে।
২৪ দিন আগে
শাবিপ্রবিতে অবাঞ্ছিত ও আজীবন নিষিদ্ধ সেই উর্মি!
অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে নিয়ে কটূক্তি, ছাত্র-জনতার আন্দোলনে নিহত আবু সাঈদকে সন্ত্রাসী আখ্যা দিয়ে বিতর্ক সৃষ্টি করে আলোচনায় আসেন লালমনিরহাটের সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মি।
এ ঘটনার পর সাময়িক বরখাস্ত লালমনিরহাটের সহকারী কমিশনার, সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রী তাপসী তাবাসসুম উর্মিকে বিশ্ববিদ্যালয়ে অবাঞ্ছিত ও আজীবন নিষিদ্ধ ঘোষণা করেছে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (১০ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদকে সন্ত্রাসী আখ্যা দেওয়া, জুলাই-আগস্ট গণহত্যা তদন্ত সাপেক্ষ ও অমীমাংসিত বলে গণহত্যার সমর্থন করাসহ ফেসবুকে নানা বিভ্রান্তিকর লেখার মাধ্যমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও বিপ্লবী ছাত্রজনতার বিপ্লবকে অস্বীকার করার জন্য শাবিপ্রবির সাবেক শিক্ষার্থী তাপসী তাবাসসুম উর্মিকে ক্যাম্পাসে আজীবন অবাঞ্চিত ও নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।
এতে শাবিপ্রবি প্রশাসনের কাছে তাপসী তাবাসসুম উর্মীর সনদ বাতিলের দাবিও জানান শিক্ষার্থীরা।
এছাড়াও বর্তমান সরকারের কাছে শাবিপ্রবির সাধারণ শিক্ষার্থীরা দাবি করছে যে, তাপসী তাবাসসুম উর্মিকে দ্রুত আইনের আওতায় নিয়ে এসে বিচার করা হোক। জুলাই বিপ্লব অস্বীকার ও শহীদদের নিয়ে কটুক্তি এবং রাষ্ট্রদ্রোহের জন্য তার কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।
এর আগে বুধবার (৯ অক্টোবর) দুপুরে সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার (নির্বাহী ম্যাজিস্ট্রেট) তাপসী তাবাসসুমের (উর্মি) বিরুদ্ধে লালমনিরহাটে মানহানি ও রাষ্ট্রদ্রোহের এজাহার দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি তাহিয়াতুল হাবিব মৃদুল।
আরও পড়ুন: সহকারী কমিশনার উর্মির বিরুদ্ধে মানহানি মামলার আবেদন
১৮৯ দিন আগে
বরিশাল শেবাচিম উপাধ্যক্ষসহ ১২ চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা
ছাত্র আন্দোলনের বিরুদ্ধে অবস্থান গ্রহণে উপাধ্যক্ষসহ ১২ চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ করেছেন বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) শিক্ষার্থীরা।
এসময় শেবাচিম উপাধ্যক্ষসহ ৮ জন চিকিৎসকের পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশ করছেন কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি হাসপাতালের ৬ ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ ২ বছরের জন্য স্থগিতের দাবি তোলেন শিক্ষার্থীরা।
এসব চিকিৎসকদের ক্যাম্পাস ও হাসপাতালে অবাঞ্ছিত ঘোষণা করা হয়।
আরও পড়ুন: বিদ্যুৎ বিচ্ছিন্ন: শেবাচিম হাসপাতালে রোগীরা চিকিৎসা বঞ্চিত
শনিবার (৩১ আগস্ট) দুপুরে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ের (শেবাচিম) এ ঘটনা ঘটে। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শেবাচিম হাসপাতালের পরিচালকের কক্ষের সামনে অবস্থান নিয়ে দাবি পেশ করেন।
শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচএম সাইফুল ইসলাম ৮ চিকিৎসককে অবাঞ্ছিত ঘোষণা করেন। এছাড়া ৬ ইন্টার্ন চিকিৎসকের ইন্টার্নশিপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকার সিদ্ধান্ত নেন তিনি। এরপর শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে যান।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা জানান, মেডিকেল কলেজ ও হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট সুদীপ কুমার হালদার, আবসিক সার্জন মাসরেফুল ইসলাম সৈকত, মেডিকেল অফিসার শিরিন সাবিহা তন্নী, ইন্টারন্যাল মেডিকেল এ.এস.এম. সায়েম, হাসপাতালের সাবেক পরিচালক বাকির হোসেন, সাবেক অধ্যক্ষ এসএম সরোয়ার, উপাধ্যক্ষ জিএম নাজিমুল হক, সহকারী অধ্যাপক সৌরভ সুতারের পদত্যাগ দাবি করছি। পাশাপাশি তাদের ক্যাম্পাস ও হাসপাতালে অবাঞ্চিত ঘোষণা করছি। এছাড়া ইন্টার্ন চিকিৎসক মহসীন বিভা, আরিফুজ্জামান ইমন, সাদমান বাকির সাবাব, প্রীতম দেবনাথ, অর্ঘ্য বিশ্বাস ও আসিফুল ইসলামকে অবাঞ্চিত ঘোষণা করা হয়েছে। তাদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানিয়েছি আমরা।
শিক্ষার্থীরা আরও বলেন, যাদের বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে তারা ছাত্র আন্দোলনের বিরুদ্ধে সরাসরি তালিকা প্রণয়ন করে সরকারি সংস্থার কাছে প্রদান করেছে। এছাড়া আন্দোলন বানচালের উদ্দেশে শিক্ষার্থীদের হুমকি দিয়ে তাদের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। আন্দোলনরত শিক্ষার্থীদের ভয়ভীতি প্রদর্শন, বিগত স্বৈরাচারী সরকারের অপরাজনীতিতে সক্রিয় অংশগ্রহণের কারণে চিকিৎসকরা নৈতিকভাবে তাদের পদে থাকার যোগ্যতা হারিয়েছে বলে মনে করছি।
বরিশাল শেবাচিম হাসপাতালের পরিচালক ডা. এইচ এম সাইফুল ইসলাম বলেন, অভিযুক্ত চিকিৎসকদের ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। তাদের মধ্যে দায়িত্বরত ৪ জনকে অবিলম্বে বদলির ব্যবস্থা করা হবে।
শেবাচিম হাসপাতালের উপপরিচালক মনিরুজ্জামান বলেন, ৬ শিক্ষানবিশ চিকিৎসকের ইন্টার্নশিপ অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখা হয়েছে। তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: কমিটি গঠন নিয়ে ইন্টার্নদের ধর্মঘট, শেবাচিমে চিকিৎসা সেবা ব্যাহত
শেবাচিম হাসপাতালে একসঙ্গে ৪ সন্তানের জন্ম
২২৯ দিন আগে
শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঝালকাঠি জেলা বিএনপি
ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ায় বিএনপির বহিষ্কৃত ভাইস চেয়ারম্যান ও সাবেক আইন প্রতিমন্ত্রী মেজর (অবসরপ্রাপ্ত) শাহজাহান ওমরকে অবাঞ্ছিত ঘোষণা করেছে দলটির ঝালকাঠি জেলা শাখা।
শুক্রবার (১ ডিসেম্বর) সকালে এক ভিডিও বার্তায় জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন এ ঘোষণা দেন।
শাহাদাত বলেন, ওমরের কর্মকাণ্ডে ঝালকাঠি জেলা বিএনপিসহ কেন্দ্রীয় বিএনপি 'আবর্জনামুক্ত' হয়েছে।
তিনি বলেন, ‘দলের সাবেক এই নেতা এমপি থাকা অবস্থায় দলীয় পদ ও পদবী ব্যবহার করে বিভিন্ন সুবিধা লুটপাট করেছেন এবং দলে সর্বদা বিশৃঙ্খলা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। নৌকার প্রার্থী হওয়ায় ঝালকাঠির মানুষ তার নিন্দা করছে।’
ইতোমধ্যেই তাকে আজীবনের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছেন সদস্য সচিব। ঝালকাঠি জেলা বিএনপিও তাকে অবাঞ্ছিত ঘোষণা করছে।
আরও পড়ুন: আ. লীগের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহজাহান ওমর
ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম জামাল বলেন, দলের শত্রু আজ চিহ্নিত হয়েছে। দলের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে নেতা-কর্মীরা তাদের ঘৃণা প্রকাশ করছে।
প্রায় চার সপ্তাহ কারাগারে থাকার পর বুধবার দুপুরে ঢাকার প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত থেকে জামিন পান শাহজাহান ওমর।
জামিনের পর বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারের ইউটিসি ভবনে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের মনোনয়নপত্র নেওয়ার ঘোষণা দেন শাহজাহান ওমর।
তিনি জানান, ঝালকাঠি-১ আসনে আওয়ামী লীগ তাকে মনোনয়ন দিয়েছে। নৌকার প্রার্থী হিসেবে অনলাইনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি।
পরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সাবেক প্রতিমন্ত্রীকে দল থেকে বহিষ্কারের ঘোষণা দেন।
আরও পড়ুন: ৭ জানুয়ারি নির্বাচন: তফসিল ঘোষণার পর থেকে ১৫ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি
মনোনয়নপত্র নেওয়ায় একরামুজ্জামান ও আবু জাফরকে দল থেকে বহিষ্কার
৫০৩ দিন আগে
ছাত্রলীগ সভাপতিকে নিজ উপজেলায় অবাঞ্ছিত ঘোষণার হুশিয়ারি
বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে তার নিজ উপজেলা বাবুগঞ্জে অবাঞ্ছিত ঘোষণার হুশিয়ারি দিয়েছে উপজেলা আওয়ামী লীগ।
১নং বীর শ্রেষ্ঠ জাহাঙ্গীর নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এস.এম. তারিকুল ইসলাম তারেককে হত্যা চেষ্টার প্রতিবাদে সোমবার বিকেল সাড়ে ৫ টায় উপজেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে অনুষ্ঠিত প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশে এই হুশিয়ারি দেওয়া হয়।
আরও পড়ুন: ইয়াবাসহ বানিয়াচঙ্গ ছাত্রলীগ সভাপতি আটক
সমাবেশে উপজেলা আ’লীগের সভাপতি সরদার খালিদ হোসেন স্বপন বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি হয়ে সংগঠন বিরোধী কাজ করছেন আল নাহিয়ান খান জয়। তার চাচাতো ভাই কামরুল হাসান হিমু বিএনপির নেতা। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি আল নাহিয়ান খান জয় তার চাচাতো ভাই বিএনপি নেতা কামরুল হাসান হিমুর পক্ষে সহযোগীতা করেছেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে হত্যার জন্য একের পর এক হামলার পরিকল্পনায় জয় তার চাচাতো ভাইকে সাহায্য করে যাচ্ছেন।’
আরও পড়ুন: ছাত্রলীগ সভাপতি-সম্পাদকের অপসারণ দুর্নীতির প্রমাণ: বিএনপি
জয়ের বাসা থেকেই আওয়ামী লীগ নিধনের পরিকল্পনা করা হচ্ছে উল্লেখ করে স্বপন বলেন, ‘আপনার ঘর থেকে আওয়ামী লীগ নিধনের যে ষড়যন্ত্র চলছে সেগুলোকে আপনি প্রতিহত করুন। তা যদি আপনি না করেন তাহলে আপনার উপজেলা থেকেই কিন্তু আপনার বিরুদ্ধে আমরা কর্মসূচি গ্রহণ করবো। আগামী এক সপ্তাহের মধ্যে যদি এই ষড়যন্ত্র বন্ধ না করেন তাহলে আপনাকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।’
এসময় তিনি সাবেক চেয়ারম্যান তারিকুল ইসলাম তারেককে হত্যা প্রচেষ্টার সাথে জড়িত সকলের গ্রেপ্তার এবং শাস্তির দাবি করেন।
আরও পড়ুন: বিশ্বনাথে ছাত্রলীগ সভাপতির বিরুদ্ধে ঝাড়ু মিছিল
সভায় সাবেক চেয়ারম্যান তরিকুল ইসলাম তারেক বলেন, ‘জয়ের নির্দেশে তার চাচাতো ভাই বাবুগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি বর্তমান চেয়ারম্যান কামরুল হাসান হিমুর সন্ত্রাসী বাহিনী আমাকে হত্যার পরিকল্পনা করে যাচ্ছে। আমাকে হত্যার জন্য মজিদ সরদার ও আজহার হোসেন মনুসহ ছয়জনকে বাড়িতে পাঠিয়েছিল। কিন্তু হামলার পূর্বেই তাদের ধারালো অস্ত্রসহ আটক করে থানায় সপোর্দ করলে জিজ্ঞাসাবাদে তারা চেয়ারম্যান হিমুর লোক বলে স্বীকার করে।’
আরও পড়ুন: পিস্তল ও ইয়াবাসহ ভাঙ্গা উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার
সমাবেশে আগে বিক্ষোভ মিছিল বাবুগঞ্জ আ’লীগ কার্যালয় থেকে শুরু করে বাবুগঞ্জ থানার সামনে গিয়ে শেষ হয়।
এতে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মৃধা মোঃ আক্তারুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, মুক্তিযোদ্ধা উপজেলা আওয়ামী লীগের সদস্য দেলোয়ার রাড়ি, জাহাঙ্গীর নগর ইউনিয়নের সভাপতি ইউসূফ খানসহ ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতারা।
১৩১৯ দিন আগে