কামরাঙ্গীচর
কামরাঙ্গীচরে ছুরিকাঘাতে কিশোর নিহত
ঢাকার কামরাঙ্গীচরে সোমবার রাতে ছুরিকাঘাতে এক কিশোর নিহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
নিহত সানোয়ার হোসেন (১৮) লালবাগ পোস্তা এলাকার মো. ওমরচানের ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে ছিল বড়।
নিহতের চাচা মো. রুবেল জানান, কামরাঙ্গীচর বড় গ্রাম এলাকায় মাস্ক তৈরির একটি কারখানায় কাজ করতো সানোয়ার।
আরও পড়ুন: মাদকাসক্ত যুবকের ছুরিকাঘাতে রিহ্যাব কর্মীর মৃত্যু
তিনি বলেন, ‘সোমবার রাত ৮টার দিকে আমার (চাচার) কাছে নাস্তা খাওয়ার জন্য ২০ টাকা নিয়ে বের হয়। কিছুক্ষণ পর সংবাদ পাই তাকে কয়েক জন ছুরিকাঘাত করে আচারওয়ালা ঘাট মমিনবাগ মাদরাসা গলিতে ফেলে রেখে গেছে। পরে সেখান থেকে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সানোয়ারকে মৃত ঘোষণা করে।’
আরও পড়ুন: রাজশাহীতে সাবেক ইউপি সদস্য ছুরিকাঘাতে নিহত
কী কারণে কারা তার ভাতিজাকে মেরেছে তা তিনি জানতে পারেনি। তবে উদ্ধারকারীরা কয়েকজন হামলকারীদের দেখেছে বলে জানা গেছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, লাশ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় সালিশ বৈঠকে ছুরিকাঘাতে বৃদ্ধ খুন
তিনি জানান, ছেলেটির পাসহ শরীরের কয়েক স্থানে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। এছাড়া জিজ্ঞেসাবদের জন্য কয়েক জনকে ফাঁড়িতে আনা হয়েছে।
৩ বছর আগে