মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দ
আখুন্দের নেতৃত্বে আফগানিস্তানে তালেবান সরকার
মোল্লা মোহাম্মদ হাসান আখুন্দকে প্রধান করে তালেবান আফগানিস্তানে নতুন সরকার ঘোষণা করেছে। মঙ্গলবার ঘোষিত এই অন্তর্বর্তীকালীন সরকারে গোষ্ঠীর জন্য কাজের স্বীকৃতিস্বরূপ এর পুরোনো যোদ্ধাদের শীর্ষ পদ দেয়া হয়েছে। এসব যোদ্ধারা মার্কিন নেতৃত্বাধীন জোট এবং এর মিত্র আফগান সরকারের বিরুদ্ধে ২০ বছরের যুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।
নতুন এই সরকারে আখুন্দের দুই উপ-প্রধানের মধ্যে একজন হলেন মোল্লা আব্দুল গনি বারাদার। গনি যুক্তরাষ্ট্রের সাথে আলোচনার নেতৃত্ব দিতেন এবং আফগানিস্তান থেকে চূড়ান্তভাবে মার্কিন সেনা সরিয়ে নেয়ার চুক্তিতে ভূমিকা রেখেছেন।
আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি অনুযায়ী এই সরকারে তালেবান গোষ্ঠীর বাইরের কাউকে নেয়া হয়নি।
তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সরকারের মন্ত্রিসভা ঘোষণার সময় বলেছেন, অন্তর্বর্তীকালীন এই নিয়োগ দেয়া হয়েছে। কিন্তু এই সরকার কতদিনের জন্য ঘোষণা দেয়া হয়েছে, সে বিষয়ে তিনি বিস্তারিত বলেননি।
আরও পড়ুন: জোর করে কাবুল দখল করবে না তালেবান
দেশ ছেড়েছেন আফগান প্রেসিডেন্ট
৩ বছর আগে