২০২২
সৌদি আরব বনাম পোল্যান্ড লাইভ স্ট্রীমিং: কোথায় , কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
FIFA World Cup Qatar 2022: Saudi Arabia vs Poland Live: দেখতে দেখতে আজ কাতার বিশ্বকাপের ৬ষ্ঠ দিন। গত রাত ১টায় ইংল্যান্ড বনাম যুক্তরাষ্ট্র ম্যাচের মধ্য দিয়ে ৬ষ্ঠ দিনের সূচনা। আজকের (২৬/১১/২০২২) তৃতীয় ম্যাচে এশিয়ান ফুটবলে মুসলিম শক্তি সৌদি আরব মাঠে নামবে পোল্যান্ডের বিপরীতে। এর আগে দুইটি দলই তাদের প্রথম ম্যাচ খেলেছে। একদিকে সৌদি আরব বিশ্বচ্যাম্পিয়ন এবং এবারের বিশ্বকাপে হট ফেভারিট আর্জেন্টিনাকে হারিয়ে রীতিমতো ইতিহাস সৃষ্টি করেছে অপর দিকে পোল্যান্ড তাদের নিজেদের প্রথম ম্যাচে মেক্সিকোর সাথে গোল শূণ্য ড্র করেছে।
অপরদিকে আজ জিতলেই সৌদি আরব নক আউট পর্বে চলে যাবে ইতিহাস সৃষ্টি করে।
ফিফা ফুটবল বিশ্বকাপ লাইভ: কিভাবে দেখবেন সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচ?
বিশ্বকাপ ফুটবল ২০২২ এর প্রতিটি ম্যাচ বাংলাদেশের ১টি সরকারি টিভি চ্যানেলসহ মোট ৩টি চ্যানেলে সরাসরি সম্প্রচার করছে। আপনি যদি তিউনেশিয়া বনাম অস্ট্রেলিয়া লাইভ ম্যাচ টি টিভিতে দেখতে চান সেক্ষেত্রে BTV, Gazi TV অথবা T-Sports চ্যানেলে দেখতে পারবেন।
কোথায় দেখা যাবে কাতার বিশ্বকাপে সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচটির লাইভ স্ট্রিমিং?
কাতার বিশ্বকাপে সৌদি আরব বনাম পোল্যান্ড লাইভ ম্যাচটির লাইভ স্ট্রিমিং (Live streaming) দেখা যাবে টিভিতে স্পোর্টস ১৮ এবং স্পোর্টস ১৮ এইচডি চ্যানেলে। এ ছাড়া কাতার বিশ্বকাপের ম্যাচগুলির লাইভ স্ট্রিমিং দেখা যাবে জিও সিনেমা অ্যাপ্লিকেশনে।
আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২২: সার্বিয়ার বিপক্ষে ২-০ গোলে ব্রাজিলের জয়
টিভিতে পোল্যান্ড বনাম সৌদি আরব লাইভ খেলা
বাংলাদেশ: BTV, Gazi TV, T-Sports
ভারত: Sports18, Sports18 HD, Sony TV Networks
পাকিস্তান: ARY Digital Network
নেপাল: Media Hub Private Limited
ভারতীয় উপমহাদেশ: Sony Network
ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার: সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচ কোন চ্যানেলে দেখা যাবে?
টফি অ্যাপে লাইভ বিশ্বকাপ
ফিফা ওয়ার্ল্ড কাপ কাতার ২০২২ এর লাইসেন্সড মোবাইল ব্রডকাস্টার হিসেবে স্বত্ব পেয়েছে বাংলালিংকের টফি অ্যাপ। কে স্পোর্টস এর সাথে সাব-লাইসেন্সিং এগ্রিমেন্ট এর মাধ্যমে এই সুবিধা নিজেদের করে নিয়েছে বাংলালিংক। সুতরাং টফি অ্যাপ এবং টফি ওয়েবসাইটে বিশ্বকাপ ফুটবল লাইভ দেখতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে টফিতে ফুটবল বিশ্বকাপ লাইভ বিনামূল্যে দেখতে পারবেন।
বাংলাদেশ থেকে ফিফা ফুটবল বিশ্বকাপ সৌদি আরব বনাম পোল্যান্ড দেখা যাবে টি স্পোর্টস চ্যানেল থেকে। গাজি টিভিও (জিটিভি) ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করবে। এছাড়া রাষ্ট্রয়াত্ত টেলিভিশন চ্যানেল, বিটিভি ফুটবল বিশ্বকাপ সরাসরি সম্প্রচার করছে।
এছাড়া বিভিন্ন ফেইচবুক পেইজ ও ইউটিউব চ্যানেলেও দেখা যাবে লাইভ ফিফা ওয়ার্ল্ড কাপ সৌদি আরব বনাম পোল্যান্ড ম্যাচ।
বিশ্বকাপের জন্য সৌদি আরব বনাম পোল্যান্ড সম্ভাব্য একাদশ
সৌদি আরব সম্ভাব্য একাদশ
সৌদি আরব : আল ওয়াইস (গোলরক্ষক), আল শাহারানি, মাদু, আল আমারি, আল ঘানাম, আল নাজাই, আল মালিকি, আল দাওসারি, আল ফারাজ, আল মৌলাদ, আল শেহরি।
পোল্যান্ড সম্ভাব্য একাদশ
পোল্যান্ড: (৩-৪৩): সেজনি (গোলরক্ষক), বেডনারেক, কিভিওর, গিলিক, জুরকোস্কি, ক্রাইচোয়াক, বিয়েলিক, জালেউস্কি, জিলিনস্কি, লেভানদোভস্কি, সিমানস্কি।
আরও পড়ুন: আর্জেন্টিনা বনাম মেক্সিকো লাইভ স্ট্রীমিং: কোথায় কিভাবে দেখবেন ফিফা ফুটবল বিশ্বকাপ কাতার ২০২২
১ বছর আগে
কাতার বিশ্বকাপ ২০২২: গোলশূন্য ড্র ডেনমার্ক-তিউনিসিয়ার
দোহার এডুকেশন সিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত গ্রুপ ডি-এর ডেনমার্ক ও তিউনিসিয়ার প্রথম ম্যাচটি মঙ্গলবার গোলশূন্য ড্র হয়েছে।
ডেনিসরা ছন্দে ফিরতে কিছুটা সময় নেয় এবং তিউনিসিয়াও কিছু ভাল সুযোগ মিস করে।
আরও পড়ুন: কাতার ফুটবল বিশ্বকাপ ২০২২: প্রথমার্ধে মেসির গোলে ১-০ গোলে এগিয়ে আর্জেন্টিনা
ডেনমার্ক প্রাধান্য নিয়ে খেললেও তিউনিশিয়ার দূর্গে কোনও আঘাত হানতে পারেনি। তিউনিসিয়াও বেশ কয়েকবার আক্রমণে যায়, কিন্তু তাতে লাভ কিছু হয়নি।
ম্যাচে ৬২ শতাংশ বল দখলে রেখে ডেনমার্ক শট নিয়েছে ১০টি, অন্যদিকে তিউনিসিয়ার দখলে ছিল মাত্র ৩৮ শতাংশ বল ।
ডেনমার্কের কাসপার সিমিচেল দুর্দান্ত খেলেছে এবং তার প্রতিপক্ষ তিউনিসিয়ার আয়মান দাহমেনও কম যাননি।
শেষ পর্যন্ত ড্র নিয়েই সন্তুষ্ট থাকতে হলো দু’দলকে। সমান এক পয়েন্ট নিয়ে মাঠ ছাড়তে হলো তাদেরকে। গ্রুপে তাদের অবস্থান কি হবে তা দেখার জন্য ফ্রান্স ও অস্ট্রেলিয়ার সঙ্গে তাদের পরবর্তী খেলার ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে।
এটি ছিল ফিফা বিশ্বকাপ ২০২২-এর দ্বিতীয় ড্র এবং প্রথম গোলশূন্য ম্যাচ।
ডেনমার্ক একাদশ: স্মাইকেল, ওয়াস, কেয়ার, ক্রিস্টেনসেন, মাহেলে, হজবার্গ, ডেলানি, এরিকসেন, লিন্ডস্টর্ম, ডলবার্গ।
তিউনিসিয়া একাদশ: দাহমেন, ড্রেগার, ইফা, তালবি, আবদি, স্লিমানে, স্খিরি, মেজব্রি, জাজিরি, স্লিতি, মসকনি।
আরও পড়ুন: কাতার বিশ্বকাপ ২০২২: সৌদি আরবের কাছে ২-১ গোলে আর্জেন্টিনার পরাজয়
১ বছর আগে
টি-২০ বিশ্বকাপ ২০২২: টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে নিজেদের প্রথম ম্যাচে নেদার্যলান্ডের বিপক্ষে প্রথমে ব্যাট করছে বাংলাদেশ।
হোবার্টের আকাশ মেঘলা থাকায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে নেদারল্যান্ডস।
পূর্বাভাস বলছে হোবার্টে আজ প্রচুর বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে টসের সময় আবহাওয়া ভালো ছিল বলে জানা গেছে।
ওপেনার হিসেবে সৌম্য সরকার ও নাজমুল হোসেন শান্তকে বেছে নিয়েছে বাংলাদেশ। সাকিবের পাশাপাশি বাংলাদেশের দ্বিতীয় স্পিনার হিসেব রয়েছেন মোসাদ্দেক সৈকত। একাদশে পেসার হিসেবে রয়েছেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।
আরও পড়ুন: বাংলাদেশ বনাম নেদারল্যান্ডস লাইভ: টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২
এর আগে অস্ট্রেলিয়ায় কোনো টি-টোয়েন্টি ম্যাচ খেলেনি বাংলাদেশ। যদিও বাংলাদেশ আজ তাদের প্রথম জয়ের দিকে নজর রাখছে।
এদিকে বিশ্বকাপের প্রথম রাউন্ডে ভালো খেলে নেদারল্যান্ডসও সুপার টুয়েলভে একটি ভালো শুরু করতে চায়।
বাংলাদেশ একাদশ: নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী, নুরুল হাসান (উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ
নেদারল্যান্ড একাদশ: ম্যাক্স ওডাউড, বিক্রমজিৎ সিং, বাস ডি লিডে, কলিন অ্যাকারম্যান, টম কুপার, স্কট এডওয়ার্ডস (উইকেটরক্ষক), টিম প্রিংলে, লোগান ভ্যান বেক, শারিজ আহমেদ, ফ্রেড ক্লাসেন, পল ভ্যান মিকারেন
আরও পড়ুন: টি২০ বিশ্বকাপ: ৪ উইকেটে জয় পেল ভারত
টি২০ বিশ্বকাপ: ১৬০ রানের টার্গেটে নেমে পাওয়ারপ্লেতে ৩ উইকেট হারাল ভারত
২ বছর আগে
১৮ অক্টোবর পালিত হবে ‘শেখ রাসেল দিবস-২০২২’
আগামী ১৮ অক্টোবর দ্বিতীয় বারের মত 'ক' শ্রেণির জাতীয় দিবস হিসেবে জাতীয়ভাবে সারাদেশে একযোগে এবং বিদেশস্থ বাংলাদেশ দূতাবাসসমূহে পালিত হবে শেখ রাসেল দিবস ২০২২।
বুধবার আগারগাঁওস্থ আইসিটি টাওয়ারে বিসিসি অডিটরিয়ামে সংবাদ সম্মেলনে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এ তথ্য জানান।
দিবসটি উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে ১৮ অক্টোবর সকাল ৬টায় বনানী কবরস্থানে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটির কার্যক্রম শুরু হবে।
আরও পড়ুন: লিসবনে শেখ রাসেল দিবস উদযাপিত
সকাল সাড়ে ৬টায় স্ব স্ব মন্ত্রণালয়/বিভাগ/দপ্তর/সংস্থা/প্রতিষ্ঠান প্রাঙ্গনে শেখ রাসেল এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করবে।
আইসিটি বিভাগের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় পরিকল্পনা কমিশনের সামনে থেকে বিআইসিসি প্রাঙ্গণ পর্যন্ত সকলের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যা লী অনুষ্ঠিত হবে।
সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) হল অব ফেমে শেখ রাসেল দিবস-এর উদ্বোধন ও শেখ রাসেল পদক প্রদান করবেন।
দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র, হল অব ফেমে দুপুর আড়াইটায় ‘শেখ রাসেলের নির্মম হত্যাকাণ্ড ন্যায় বিচার, শান্তি ও প্রগতির পথে কালো অধ্যায়’ শীর্ষক জাতীয় সেমিনার, একই স্থানে সন্ধ্যা ৬টায় ‘কনসার্ট ফর পিস এন্ড জাস্টিস’ অনুষ্ঠিত হবে।
এছাড়াও ১৬ অক্টোবর রাত ৯টায় বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল মিলনায়তনে ‘ট্রাজিক এন্ড অব শেখ রাসেল: এ শেম ইন হিউমেন হিস্টোরি’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হবে।
দিবসটি উপলক্ষে দেশের সকল বিভাগ, জেলা এবং উপজেলা পর্যায়ে আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি অনুষ্ঠিত হবে।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উদ্যোগে চিত্রাংকন, দাবা, জাতীয় ফুটবল টুর্নামেন্ট, সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে আইসিটি প্রতিমন্ত্রী বলেন, শেখ রাসেল ছিলেন অতিথি পরায়ণ, বন্ধুবৎসল ও প্রাণচাঞ্চল্য ভরপুর একজন শিশু। শেখ রাসেলের এই অকাল প্রয়াণে সুখ-দুঃখ হয়তো কোনদিন আমাদের শেষ হবে না। শেখ রাসেল দিবসে সারা বাংলাদেশের সাড়ে তিন কোটি শিশু-কিশোর-কিশোরীদের কাছে বঙ্গবন্ধুর আদর্শ, শেখ রাসেলের নির্মলতা, তার দুরন্ত এবং নির্ভীক শৈশবের গল্প সেটি আমরা পৌঁছে দিতে চাই।
তিনি বলেন, আমাদের এই শিশু-কিশোরদেরকে সেই বিজয়ের গৌরবগাঁথা ইতিহাস থেকে বারবার বঞ্চিত করার ষড়যন্ত্র করা হয়েছে। ইতোমধ্যে আমরা শেখ রাসেল জাতীয় দিবস ২০২২ এর মূল প্রতিপাদ্য নির্বাচন করেছি ‘শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক।’ এই শব্দগুলোর মধ্য দিয়ে শেখ রাসেলকে আমরা স্মরণ করতে চাই। বাংলাদেশের প্রতিটি শিশু-কিশোর-কিশোরীদেরকে একটি নির্মল শৈশব-কৈশোর এবং একটি নির্ভীক প্রজন্ম হিসেবে গড়ে তুলতে চাই।
আরও পড়ুন: নতুন সম্ভাবনা নিয়ে আসছে বিনা উদ্ভাবিত ‘শেখ রাসেল’ ধান
গুলিস্তানে শেখ রাসেল কমপ্লেক্সে আগুন
২ বছর আগে
চাবিপ্রবির প্রথম ব্যাচের ভর্তি শুরু হচ্ছে আগামী বছর
চাঁদপুর, ৮ সেপ্টেম্বর (ইউএনবি)- নবপ্রতিষ্ঠিত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাবিপ্রবি) ভর্তি কাযর্ক্রম শুরু হচ্ছে ২০২১ এর এইচ.এস.সি পাশ করা শিক্ষার্থীদের নিয়ে। আগামী বছর ভর্তি হতে যাওয়া শিক্ষার্থীরাই হবে চাবিপ্রবির প্রথম ব্যাচ, যা ইতিহাস হয়ে থাকবে।
এ ব্যাপারে একান্ত আলাপে এ তথ্য নিশ্চিত করলেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাকালীন এবং প্রথম উপাচার্য ড. মো. মাছুম আখতার।
সরেজমিনে ইউএনবি প্রতিবেদক ঘুরে দেখেন, জেলা শহর থেকে চার কিলোমিটার দক্ষিণে চাঁদপুর সেঁচ প্রকল্প বাঁধের ভিতরে বন্যামুক্ত এলাকায় বিশ্ববিদ্যালয়টি অবস্থিত। চাঁদপুর-হাইমচর উপজেলা সড়কের ঠিক পূর্ব পাশেই মনোরম ও শান্ত পরিবেশে সদর উপজেলার লক্ষীপুর গ্রামে ৬০ একরের জায়গার ওপর বিশ্ববিদ্যালয়টি তৈরি করা হচ্ছে। জায়গার অধিগ্রহণ সম্পন্ন করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ চলছে বেশ দ্রুত গতিতে।
আরও পড়ুন: জবিতে ৭ অক্টোবর থেকে সশরীরে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত
আপাতত ক্যাম্পাসের পাশেই ভাড়া বাসায় অফিসের ও ১ম বর্ষের ভর্তির কাযর্ক্রম চলবে। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক ভবনের কাজ দ্রুত শুরু হবে। পাশাপাশি শিক্ষার্থীদের আবাসিক হল নির্মাণের কাজও শুরু হবে।
বিশ্ববিদ্যালয়ের ভর্তি কাযর্ক্রমের জন্য ইতোমধ্যে একাডেমিক অনুমোদন পাওয়া গেছে বলে উপাচার্য জানান।
তিনি আরও জানান, ২০২১ এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করা শিক্ষার্থীদের মধ্য থেকেই নির্দিষ্ট সংখ্যক শিক্ষার্থী ভর্তির মাধ্যমে ২০২২ সালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের শুভ যাত্রা ও প্রথম ব্যাচের শুরু হবে।
বিশ্ববিদ্যালয়টি তিনটি বিভাগ নিয়ে প্রথম শিক্ষা বর্ষ শুরু করবে। বিভাগগুলো হল– কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন এন্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) এবং বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। প্রতি বিভাগে ভর্তি করা হবে ৩০ জন করে মোট ৯০ জন। এর পরে ধাপে ধাপে বিভাগ এবং ভর্তির আসন বাড়বে।
আরও পড়ুন: প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে
উপাচার্য আরও জানান, সবকিছু স্বাভাবিক থাকলে ২০২২ সালে আরও একটি ব্যাচ ভর্তি করা যাবে।
স্থানীয়দের সাথে আলাপকালে সবাই এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন। তারা মনে করেন, এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে এই জনপদের আর্থসামাজিক উন্নয়ন হবে এবং এই অঞ্চলে শিক্ষার হার আরও বৃদ্ধি পাবে।
চাঁদপুর সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল মাসুদুর রহমান জানান, ‘আমাদের সৌভাগ্য যে, বাড়িতে থেকেই আমাদের কলেজের মেধাবী শিক্ষার্থীরা এখানে উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবে।’ পাশাপাশি এলাকার অন্যান্য শিক্ষকেরাও এই বিশ্ববিদ্যালয় নিয়ে নিজেদের প্রত্যাশা ব্যক্ত করেন এবং প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য যে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালে চাঁদপুর সফরকালে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত এক বিশাল জনসভায় চাঁদপুরে একটি মেডিকেল কলেজ এবং একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেন।
আরও পড়ুন: ৯ সেপ্টেম্বরের আগেই শিক্ষাপ্রতিষ্ঠান পাঠদান উপযোগী করার নির্দেশ
সেই বাস্তবতার আলোকে ২০১৯ সালে চাঁদপুর মেডিকেলে এমবিবিএস ১ম বর্ষে ভর্তি শুরু হয়। এরপরেই শুরু হয় প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জন্য উপযুক্ত স্থান নির্ধারণের কাজ।
এই এলাকারই সংসদ সদস্য শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের জন্য আন্তরিকভাবে কাজ করছেন এবং এই বিশ্ববিদ্যালয়ের কাজ এগিয়ে নিতে খোঁজ খবর নিচ্ছেন ও সার্বিক সহযোগিতা প্রদান করে চলেছেন।
৩ বছর আগে