কুকুরের কামড়
ফরিদগঞ্জে পাগলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ২০
চাঁদপুরের ফরিদগঞ্জ পৌর এলাকায় পাগলা কুকুরের কামড়ে শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌর এলাকার কাছিয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহতের মধ্যে ১৪ জন ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। অন্যরা বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও কবিরাজের চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
আহতদের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেন- শিশু ফাহিম (৮) ও আয়ান (৯), মোস্তফা (৩৫), লামিয়া (১১), জোনায়েদ (১৮) কথা (১১), রাহুল (৮), সুজন (৭), আব্দুল আহাদ (৫), শ্রাবণী (২২), মোফাচ্ছের (৪০), আব্দুল কাদের (৩৮), সাফোয়ান (১৫), পান্না আক্তার (১৮)। এরা সকলেই পৌর এলাকার বিভিন্ন গ্রামের বাসিন্দা।
আহতদের স্বজনরা জানান, শুক্রবার সকাল থেকে হঠাৎ কুকুরের কামড়ের শিকার হন পথচারী লোকজন।
কাছিয়াড়া এলাকার ব্যবসায়ী শাহ আলম ও স্থানীয়রা জানান, সকাল থেকেই কুকুরের কামড়ের খবরে আমরা সবাই আতঙ্কিত হয়ে পড়ি। শিশুসহ অন্তত ২০ জনের বেশি মানুষ কুকুরের কামড়ের শিকার হয়েছেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও ডা. মুজাম্মেল হোসেন ইউএনবিকে জানান, সকাল থেকে হঠাৎ করেই কুকুরের কামড়ে আহত রোগী আসা শুরু হয়। ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের চিকিৎসা দেওয়া হয়েছে।
ফরিদগঞ্জ পৌর কর্তৃপক্ষ এ ব্যাপারে সহযোগিতা করেছে বলে জানান তিনি।
বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের পাটওয়ারী বলেন, সরকারিভাবে কুকুর নিধন বন্ধ রয়েছে। তবে পৌরসভা থেকে কুকুরে কামড়ে আক্রান্তদের ভ্যাকসিনের ব্যবস্থা রয়েছে।
৭ মাস আগে
চাঁদপুরে কুকুরের কামড়ে আহত ২০
চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার ১০নং ফতেপুর পূর্ব ইউনিয়নের বিভিন্ন গ্রামে কুকুরের কামড়ে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে শিশু ও বৃদ্ধ রয়েছেন।
বুধবার ও বৃহস্পতিবারের কুকুরের কামড়ের মানুষের আহত হবার ঘটনার পর থেকে এলাকায় জনসাধারণের মধ্যে আতঙ্ক বিরাজ করেছে।
আরও পড়ুন: সেনাবাহিনীকে প্রশিক্ষণপ্রাপ্ত ঘোড়া ও কুকুর উপহার দিল ভারত
সংশ্লিষ্টরা জানান, গত বুধবার দুপুর ২টার দিকে কয়েকটি পাগলা কুকুর এনায়েত নগর থেকে শুরু করে শাহবাজ কান্দি ও সানাতের কান্দিতে বেশ কয়েক জনকে কামড় দিয়ে আহত করে।
এরপর দিন বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সাড়ে ছয়টার মধ্যে বারহাতিয়া এলাকায় একই ভাবে কুকুরগুলো বেশ কয়েকজনকে জখম করে।
আরও পড়ুন: কুকুর অপসারণ বন্ধের দাবিতে করা রিট কার্যতালিকা থেকে বাদ
এই ঘটনার পর থেকে সাধারণ মানুষকে সাবধানে থাকার জন্য মসজিদে-মসজিদে মাইকিং করে সচেতন করা হয়েছে।
স্থানীয়রা এই সমস্যা থেকে পরিত্রাণে দ্রুত ব্যবস্থা নেয়ার জন্য পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন।
৩ বছর আগে