ডা. প্রাণ গোপাল দত্ত
কুমিল্লা-৭ আসনে ডা. প্রাণ গোপালকে বিজয়ী ঘোষণা
কুমিল্লা-৭ আসনের (চান্দিনা) উপনির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. প্রাণ গোপাল দত্তকে বিজয়ী ঘোষণা করে গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
সোমবার সকালে রিটার্নিং কর্মকর্তা ও কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. দুলাল তালুকদার ওই বিজ্ঞপ্তি জারি করেন।
আরও পড়ুন: কুমিল্লা-৭ উপনির্বাচন: আ’লীগের মনোনয়ন পেলেন ডা. প্রাণ গোপাল
তিনি জানান, কুমিল্লা-৭ আসনের সংসদ সদস্য হিসেবে আওয়ামী লীগের প্রার্থী ডাক্তার প্রাণ গোপাল দত্তকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে। নির্বাচনে চার প্রতিদ্বন্দ্বির মধ্যে তিনজনই ১৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন তাদের মনোনয়নপত্র প্রত্যাহার বরে নেন। এতে ডা. প্রাণে গোপাল বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হলেন। সোমবার সকালে এ ব্যাপার গণবিজ্ঞপ্তি জারি করা হয়।
আওয়ামী লীগের দলীয় সাংসদ অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে এই আসন শূন্য ঘোষণা করা হয়।
আরও পড়ুন: কুমিল্লা শহরে গ্রেনেড হামলা-১৯৭১
৩ বছর আগে
কুমিল্লা-৭ উপনির্বাচন: আ’লীগের মনোনয়ন পেলেন ডা. প্রাণ গোপাল
কুমিল্লা-৭ আসনের উপনির্বাচনে আওয়ামী লীগের মনোয়ন পেয়েছেন ডা. প্রাণ গোপাল দত্ত। আগামী ৮ অক্টোবর এই আসনে নির্বাচন অনুষ্ঠিত হবে।
আওয়ামী লীগের দলীয় সাংসদ অধ্যাপক আলী আশরাফ গত ৩০ জুলাই মৃত্যুবরণ করলে এই আসন শূন্য ঘোষণা করা হয়।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী এই আসনের জন্য মনোনয়নপত্র দাখিল ১৩ সেপ্টেম্বর, যাচাই-বাছাই ১৪ সেপ্টেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৯ সেপ্টেম্বর।
শনিবার আওয়ামী লীগের স্থানীয় সরকার ও সংসদীয় মনোনয়ন বোর্ডের যৌথ সভায় ডা. প্রাণকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয়া হয়।
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনে এই সভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: মানবাধিকার ইস্যুতে আপস করবে না জাপা: জিএম কাদের
ক্ষমতায় টিকে থাকতে আ’লীগ আমলাতন্ত্রকে ব্যবহার করছে: ফখরুল
জিয়ার মরণোত্তর বিচার হতেই হবে: তথ্য প্রতিমন্ত্রী
৩ বছর আগে