প্রথম মেয়াদ
শাবিপ্রবিকে ‘শতভাগ ডিজিটাল’ বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করব: উপাচার্য
দেশের উত্তর-পূর্বাঞ্চলের সর্বোচ্চ বিদ্যাপীঠ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে (শাবিপ্রবি) শতভাগ ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত করার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘আমরা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগে পর্যাপ্ত কম্পিউটার নিশ্চিত করতে পেরেছি। তাৎক্ষণিকভাবে সার্টিফিকেট যাচাই-বাছাইয়ের জন্য ‘ব্লক চেইন সিস্টেম’ চালু, আবাসিক হলগুলোয় দ্রুতগতির ওয়াইফাই সংযুক্তত, ডিজিটাল ফিন্যান্সিয়াল কার্যক্রমের যথাযথ ব্যবহার নিশ্চিত করা হয়েছে। আমাদের বিশ্ববিদ্যালয় বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এসব দিক বিবেচনা নিয়ে আমরা শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা সকলের নিকট প্রকৃত অর্থে ডিজিটাল বিশ্ববিদ্যালয় হতে চাই।’
উপাচার্যের প্রথম মেয়াদ পূর্ণ করে দ্বিতীয় মেয়াদে যোগদান পরবর্তী ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে ইউএনবির সাথে একান্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক ফরিদ উদ্দিন বলেন, উপাচার্যের প্রথম মেয়াদে দায়িত্বকালে বিজ্ঞান ও প্রযুক্তিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে শাবিপ্রবি ‘আইসিটি গ্লোবাল অ্যাওয়ার্ড ২০১৭’ অর্জন করেছে। এছাড়াও ২০২০ সালের ৮ জানুয়ারি প্রধানমন্ত্রীর নিকট থেকে বাংলাদেশের সকল পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মাঝে ‘বেস্ট ডিজিটাল ক্যাম্পাস অ্যাওয়ার্ড’ গ্রহণ করেছে।
আরও পড়ুন: ধান গবেষণায় এগিয়ে যাচ্ছে শাবিপ্রবি গবেষকরা
দ্বিতীয় মেয়াদে দায়িত্বকালে শাবিপ্রবি উপাচার্যের দুটি বড় চ্যালেঞ্জ উল্লেখ জানিয়ে বলেন, প্রথমত বিশ্ববিদ্যালয়ের গবেষণার জায়গাতে আরও অনেক বেশি উন্নত করা। দ্বিতীয়ত বিশ্ববিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নে গুণগত মান বজায় রাখা। অবকাঠামোতে পরিবর্তন আসলে বিশ্ববিদ্যালয়ের গবেষণার ক্ষেত্রে অত্যাধুনিক ল্যাব প্রতিষ্ঠা করা হবে। আমাদের গবেষণার সুফল যাতে দেশের মানুষের কাজে লাগে, উন্নয়নকে ত্বরান্বিত করে-এ দিকটা আমরা খেয়াল রাখবো। এছাড়া, র্যাংকিংয়ে একটা সুনিশ্চিত অবস্থান করাও আমাদের লক্ষ্য হবে।
৩ বছর আগে