লংকাবাংলা
হোম লোন সুবিধা দিতে লংকাবাংলা-বিপ্রপার্টির চুক্তি
গ্রাহকদের দ্রুত সময়ে ও সহজ শর্তে হোম লোন সুবিধা দিতে লংকাবাংলার সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছে বিপ্রপার্টি। সম্প্রতি রাজধানীর গুলশান-১ এ বিপ্রপার্টির সদর দপ্তরে চুক্তি স্বাক্ষরের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
এ সময় বিপ্রপার্টির পক্ষে প্রতিষ্ঠানের কাস্টমার গ্রোথের জেনারেল ম্যানেজার সৈয়দ আশিকুর রহমান এবং লংকাবাংলার পক্ষে লংকাবাংলা ফাইন্যান্স এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং রিটেইল বিজনেস এর প্রধান খোরশেদ আলম চুক্তিটি স্বাক্ষর করেন।
লংকাবাংলা ফাইন্যান্স এর সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং রিটেইল বিজনেস এর প্রধান খোরশেদ আলম বলেন, ‘সর্বোত্তম সেবা প্রদানের মাধ্যমে গ্রাহকদের প্রতি সচেষ্ট থাকাই আমাদের প্রধান লক্ষ্য। আর এর মাধ্যমে গ্রাহকদের সর্বোচ্চ সেবা প্রদানে আমরা আরও এক ধাপ এগিয়ে যেতে পারবো।’
চুক্তি স্বাক্ষরের সময় বিপ্রপার্টির কাস্টমার গ্রোথ এর জেনারেল ম্যানেজার সৈয়দ আশিকুর রহমান বলেন, ‘দেশের একমাত্র রিয়েল এস্টেট সলিউশন প্রোভাইডার হিসেবে গ্রাহকরাই আমাদের প্রধান অগ্রাধিকার। তাই লংকাবাংলা ফাইন্যান্স এর সাথে এই চুক্তি স্বাক্ষরের মাধ্যমে গ্রাহকরা যেন দ্রুত সময়ে এবং সহজ শর্তে হোম লোন পেতে পারেন সেটি নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য।’
এ সময় বিপ্রপার্টির প্রাইমারি ডেভেলপমেন্ট এর জেনারেল ম্যানেজার নেহাল আহমেদ এবং বিপ্রপার্টির মার্কেটিং ও পিআর বিভাগের প্রধান মাহজাবীন চৌধুরী উপস্থিত ছিলেন । এছাড়া লংকাবাংলার পক্ষ থেকে উপস্থিত ছিলেন মো. শাহরিয়ার পারভেজ,সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও হোম লোন বিভাগের প্রধান সিনিয়র ম্যানেজার মো. মোখলেসুর রহমান এবং লংকাবাংলা ফাইন্যান্স এর রিলেশনশিপ ম্যানেজার মো. রিয়াদ হোসেন।
আরও পড়ুন: শেখ হাসিনা সফটওয়্যার পার্কে লংকাবাংলার বৃক্ষরোপণ কর্মসূচি
বিকাশ অ্যাড মানিতে মাসজুড়ে ৫০০ টাকা ক্যাশব্যাক
৩ বছর আগে
শেখ হাসিনা সফটওয়্যার পার্কে লংকাবাংলার বৃক্ষরোপণ কর্মসূচি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে যশোরের শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্কে লংকাবাংলা ফাউন্ডেশন এক বৃক্ষরোপণ কর্মসূচীর আয়োজন করে।
‘বৃক্ষরোপণ করি, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ি’এই প্রতিপাদ্যে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও খাজা শাহরিয়ার এবং টেকসিটি বাংলাদেশ লিমিটেডের জেনারেল ম্যানেজার মেজর মোহাম্মদ মোসলেম উদ্দিন সিকদার চারা রোপণের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন
এই কর্মসূচির অংশ হিসেবে শেখ হাসিনা সফটওয়্যার টেকনোলজি পার্ক, যশোরে ফলজ, বনজ সহ বিভিন্ন সৌন্দর্যবর্ধক প্রজাতির বৃক্ষের প্রায় ২ হাজার চারা রোপন করা হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী এবং জাতির পিতার জন্মশতবার্ষিকীকে বিশেষ অর্থবহ করে তুলতে সকলকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই লংকাবাংলার ফাউন্ডেশনের এই বৃক্ষরোপণ কর্মসূচীর প্রধান উদ্দেশ্য।
ভূমি ক্ষয়রোধ, ফল উৎপাদন, দীর্ঘমেয়াদী পরিবেশের ও জীববৈচিত্র্য সংরক্ষনের কথা বিবেচনা করে লংকাবাংলা ফাউন্ডেশন প্রতি বছর কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রমের অংশ হিসেবে দেশে নানা বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন পরিচালনা করে আসছে।
আরও পড়ুন: নাটোরে নর্থবেঙ্গল সুগারমিলের শ্রমিকদের বিক্ষোভ
মাস্ক বিতরণ কর্মসূচি পালন শক্তি ফাউন্ডেশনের
৩ বছর আগে