সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সারজিস ও হাসনাতের গাড়ি
হাসনাত আবদুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।
বুধবার(২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
গাড়িটির সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে ভাগ্যক্রমে কোনো হতাহত হয়নি।
লোহাগাড়ার চুন্তি ইউনিয়নের হাজী রোড মোড়ে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেটকারটির।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
দুর্ঘটনার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।
৩ সপ্তাহ আগে
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মামা-ভাগ্নের, আহত ৪
গোপালগঞ্জে বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের আরও ৪ জন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
নিহতরা হলেন- ইসলাম (২৫) ও তার ভাগ্নে মো. হোসাইন (১০)। দুইজনই সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম মজুমদার বলেন, লাশগুলো গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন:
১ মাস আগে
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত ৫
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় জাকাটেকাস রাজ্যে একটি যাত্রীবাহী বাস ও ট্রাক্টর-ট্রেইলারের সংঘর্ষে ২৪ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
ন্যাশনাল গার্ডের সমন্বয়ক হুয়ান মানরিকেজ বলেন, শনিবার ভোরে ভুট্টা বহনকারী ট্রাক থেকে ট্রেইলারটি বিচ্ছিন্ন হয়ে গেলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি ডান পাশে উল্টে যায়।
এক ভিডিও বিবৃতিতে জাকাটেকাস সরকারের সেক্রেটারি জেনারেল রদ্রিগো রেইস বলেন, বাসটি পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যের টেপিক থেকে উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যের সিউদাদ জুয়ারেজ যাচ্ছিল। দুর্ঘটনার কারণে বন্ধ থাকায় ওই মহাসড়ক এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
আহতদের মেক্সিকোর সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান রেইয়েস।
তিনি আরও বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। জ্যাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য রাজ্যের ক্ষতিগ্রস্তদের সহায়তা কমিশনকে নির্দেশ দিয়েছেন।’
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা মৃত্যুর অন্যতম প্রধান কারণ। মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিকস অ্যান্ড জিওগ্রাফি অনুসারে, ২০২৩ সালে শহর ও শহরতলিতে ৩ লাখ ৮১ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৮০০ জনেরও বেশি নিহত এবং ৯০ হাজার ৫০০ জন আহত হয়।
আরও পড়ুন: মেক্সিকোয় সহিংসতায় ৩০ বেসামরিক নাগরিক নিহত
১ মাস আগে
নাইজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু
নাইজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন নিহত ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
সোমবার পশ্চিম নাইজারের দোসো শহরের ঢোকার পথে এবং সেইতি গ্রামে এই দুটি দুর্ঘটনা ঘটে।
দেশটির জাতীয় টেলিভিশন জানায়, এ দুর্ঘটনায় ১০০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা কিওতা শহর থেকে ফিরছিলেন, যেখানে তারা নবী (সা.) এর জন্ম উপলক্ষে আয়োজিত মিলাদে গিয়েছিলেন।
হাসপাতাল ও দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় ওই অঞ্চলের গভর্নর জেনারেল ইরো ওউমারো বলেন, দুটি দুর্ঘটনাই ঝুঁকিপূর্ণ ও বিপুল যাত্রীবাহী যানবাহনের কারণে হয়েছে।
৩ মাস আগে
কিরগিজস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬
কিরগিজস্তানে গাড়ির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস ও অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
স্থানীয় সময় রবিবার বিকাল ৬টার দিকে বিশকেক-নারিন-তোরুগার্ট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কিরগিজস্তানের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রধান অধিদপ্তরের প্রেস সার্ভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয় জানায়, বিশকেক-নারিন-তোরুগার্ট মহাসড়কে প্রচণ্ড গতিতে চলা একটি গাড়ির টায়ার বিস্ফোরিত হয়ে যায়। গাড়িটি সামনের লেনে ঢুকে প্রথমে একটি মিনিবাসের সঙ্গে এবং পরে অন্যান্য গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।
৩ মাস আগে
গোপালগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৫, আহত ২৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে বাস ও ট্রাক সংঘর্ষে পাঁচজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২৫ জন।
রবিবার (১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার মাঝিঘাতী এলাকায় ঢাকা-গোপালগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জিল্লুর রহমান জানান, গোপালগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা ইমাদ পরিবহনের একটি গাড়ি গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মাঝিগাতী এলাকায় পৌঁছালে অপর পাশ থেকে আসা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। দুর্ঘটনায় সামনের অংশ দুমড়ে-মুচড়ে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।
ওসি আরও জানান, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।
দুর্ঘটনার বিস্তারিত পরে জানানো হবে বলেও জানান ওসি।
৩ মাস আগে
দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় চীনা নাগরিকসহ নিহত ৫, আহত ৯
দক্ষিণ কোরিয়ায় সড়ক দুর্ঘটনায় এক চীনা নাগরিকসহ পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত আরও ৯ জন।
শনিবার (২৪ আগস্ট) দেশটির ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের বরাতে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ইয়োনহাপ।
রাজধানী সিউল থেকে প্রায় ৩০ কিলোমিটার দক্ষিণে আনসান শহরের একটি চৌরাস্তায় স্থানীয় সময় শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে দিনমজুরদের বহনকারী একটি ভ্যানের সঙ্গে বাসের সংঘর্ষ হয়।
সংঘর্ষে ভ্যানটি উল্টো লেনে দাঁড়িয়ে থাকা একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দিলে এসব হতাহতের ঘটনা ঘটে।
আরও পড়ুন: উত্তরপ্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১০, আহত ৩৭
ভ্যানে থাকা পাঁচ শ্রমিককে নিকটস্থ হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করা হয়।
নিহতদের মধ্যে অন্তত একজন চীনা নাগরিক রয়েছেন বলে নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়ার চীনা দূতাবাস।
দুর্ঘটনাকবলিত ভ্যানের চালকসহ সাতজন আহত হয়েছেন। আর যাত্রীবাহী গাড়িতে থাকা দুজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
পুলিশ ধারণা করছে, ভ্যানটি মোড়ে ট্রাফিক সিগন্যাল অমান্য করেছে। তবে দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখবে কর্তৃপক্ষ।
আরও পড়ুন: কেনিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১৩
৩ মাস আগে
মাগুরায় সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু নিহত, আহত অপর বন্ধু
মাগুরা-ফরিদপুর সড়কের মাগুরা পৌর এলাকার পারনান্দুয়ালী এলাকায় ট্রাক চাপায় আরাফাত ও বাঁধন নামে দুই বন্ধু নিহত হয়েছেন।
শনিবার (৩ আগস্ট) মাগুরার শ্রীপুরের ওয়াপদা এলাকায় ঘটনাটি ঘটে। এ ঘটনায় রমজান নামে অপর বন্ধু আহত হয়েছেন।
আরও পড়ুন: ফেনীর ২ উপজেলার বাঁধ ভেঙে প্লাবিত ৭৪ গ্রাম, পানিবন্দি ২৮ হাজার পরিবার
আহত রমজানকে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন- মাগুরা সদর উপজেলার শ্যাওলাডাঙ্গা গ্রামের ফিরোজ আলমের ছেলে আরাফাত (১৬) এবং ছোনপুর গ্রামের মঞ্জু মিয়ার ছেলে বাঁধন (১৫)।
মাগুরা অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, তিন বন্ধু আরাফাত, বাধন ও রমজান মোটরসাইকেল করে মাগুরার শ্রীপুরের ওয়াপদা এলাকায় যাচ্ছিলেন। এমন সময় ট্রাকচাপায় অরাফাত ঘটনাস্থলে নিহত হন। বাঁধন ও রমজানকে মাগুরার ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতির কারণে তাদের ফরিদপুর মেডিকেলে পাঠানো হলে পথে বাঁধনের মৃত্যু হয়। ট্রাকটির চালক পালিয়ে গেছে। এ ব্যাপারে মাগুরা থানায় মামলা হয়েছে।’
আরও পড়ুন: নবাবগঞ্জে ত্রিমুখী সংঘর্ষে যুবলীগ নেতা নিহত
নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা
৪ মাস আগে
ভিয়েতনামে ৬ মাসে সড়ক দুর্ঘটনায় মৃত্যু ৫ হাজারেরও বেশি
২০২৩ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ১৪ জুন পর্যন্ত ছয় মাসে ভিয়েতনামে ১২ হাজার ৩২১টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ২৫৫ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে দেশটির ট্রাফিক নিরাপত্তা বিষয়ক জাতীয় কমিটি।
সোমবার (১ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
একই সময়ে সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে ৯ হাজার ৫৯৯ জন।
বছরভিত্তিক হিসাবে দেখা গেছে, দুর্ঘটনা ও আহতের সংখ্যা যথাক্রমে ১৭ দশমিক ৫৮ শতাংশ এবং ৩৯ দশমিক ২৮ শতাংশ বেড়েছে।
গত বছরের তুলনায় মৃত্যুর সংখ্যা কমেছে ১১ দশমিক ৭৮ শতাংশ।
এসব দুর্ঘটনার মধ্যে ১২ হাজার ২২৫টি সড়ক দুর্ঘটনায় ৫ হাজার ১৯১ জন নিহত ও ৯ হাজার ৫৮৪ জন আহত হয়েছে।
৫ মাস আগে
নড়াইলে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
নড়াইলে সড়ক দুর্ঘটনায় সুমন শেখ নামে এক ভ্যানচালক নিহত হয়েছেন। শনিবার (২৯ জুন) সকালে সদর উপজেলার নড়াইল-যশোর-বেনাপোল মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ (৩৮) যশোরের বাঘারপাড়ার ইন্দ্রা এলাকার মোহাম্মদ রাশেদ শেখের ছেলে।
স্থানীয়দের বরাতে পুলিশ জানিয়েছে, সুমন ভ্যানে করে নড়াইল থেকে বাড়ির উদ্দেশে যাচ্ছিল। এসময় মহাসড়কের দূর্বাজুড়ি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাতনামা গাড়ি ভ্যানটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই নিহত হন সুমন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠান।
তুলরামপুর হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে।
৫ মাস আগে