সড়ক দুর্ঘটনা
মতিঝিলে সড়ক দুর্ঘটনায় নিরাপত্তারক্ষী নিহত
রাজধানীর মতিঝিলে বিআরটিসি বাস কাউন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় ছয় নম্বর বাসের চাপায় রুহুল আমিন (৫৫) নামে এক নিরাপত্তারক্ষী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১ এপ্রিল) বিকালে মতিঝিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন গাজীপুরের শ্রীপুর থানার নান্দাসাগর গ্রামের মৃত মোহের আলী শেখের ছেলে। বর্তমানে সবুজবাগের পূর্ব বাসাবো এলাকায় ভাড়া থাকতেন।
তিনি সবুজবাগ কদমতলা পূর্ব বাসাবো স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তারক্ষী ছিলেন।
নিহতের ছেলে শাকিল বলেন, ‘মঙ্গলবার দুপুর ১টার দিকে কমলাপুর বিআরটিসি কাউন্টারের সামনে এই ঘটনা ঘটে। ৬ নম্বর রুটের একটি বাস রাস্তা পার হওয়ার সময় আমার বাবাকে (রুহুল আমিন) ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।’
পরে খবর পেয়ে মতিঝিল থানার উপপরিদর্শক (এসআই) আবু সালে শাহীনের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গিয়ে দুপুর ২টা ৪০ মিনিটে ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়।
এসআই বলেন, ‘ঘাতক বাস চালককে আটক ও বাসটি জব্দ করা হয়েছে।’
১৬ দিন আগে
গাজীপুরে সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ীসহ নিহত ২
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া (টাইলস মার্কেটের) সামনে সড়ক দুর্ঘটনায় মুরগীর খামারি (পোল্ট্রি ব্যবসায়ীসহ) দুইজন নিহত হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহতরা হলেন- রাজু মিয়া (৩৫), জিয়ারুল ইসলাম (৪০)। তাদের বিস্তারিত পরিচয় জানাতে পারেনি পুলিশ।
সালনা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে বলেন, চালক ও মুরগী খামারি জিয়ারুল রাতে পিকআপ ভ্যানে মুরগী নিয়ে ঢাকায় যান। ঢাকা থেকে ফেরার পথে মহাসড়কের হোতাপাড়া এলাকায় আসলে অজ্ঞাত গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে পিকআপ চালক ও খামারি এবং তার সহকারী ঘটনাস্থলেই নিহত হয়।
আরও পড়ুন: সিলেটে ‘দায়ের কোপে’ বাবার মৃত্যুর অভিযোগ, ছেলে আটক
অজ্ঞাত গাড়িটিকে আটক করা সম্ভব হয়নি। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
২০ দিন আগে
থাইল্যান্ডে সড়ক দুর্ঘটনায় নিহত ১৭, আহত ৩২
থাইল্যান্ডের পূর্বাঞ্চলীয় প্রাচিনবুরি প্রদেশের একটি সড়কে বাস উল্টে ১৭ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৩২ জন।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) দেশটির স্থানীয় সড়ক নিরাপত্তা কেন্দ্র বিষয়টি নিশ্চিত করেছে।
বাস দুর্ঘটনার জায়গাটি তুলনামূলকভাবে ঢালু ছিল।
আরও পড়ুন: পাকিস্তানে সেনা অভিযানে ১০ জন নিহত
কেন্দ্রের মতে, স্থানীয় সময় ভোর ৩টার দিকে গাড়িটি উল্টে যায়। এসময় বাসটিতে ৪৯ জন যাত্রী ছিলেন। বাস উল্টে গেলে ঘটনাস্থলেই ১৬ জন নিহত হন। আর হাসপাতালে নেওয়ার পর আরও একজনের মৃত্যু হয়।
এছাড়া আহত ৩২ জনকে উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, রাস্তার ওই অংশটি দুর্ঘটনাপ্রবণ এলাকা। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে , বাসটির ব্রেক সিস্টেম কাজ না করার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে।
৫০ দিন আগে
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
বগুড়ায় ট্রাকের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ জন নিহত হয়েছেন। হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন আরও একজন।
শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে দুপচাঁচিয়া উপজেলার বগুড়া-নওগাঁ আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে।
ঘটনাস্থলে মারা যান— গোবিন্দপুর ইউনিয়নের বালিয়াদীঘি এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মোজাহার আলী (৬০) ও একই এলাকারএলাকার সাইফুলের ছেলে সাদিকুল ইসলাম এবং নওগাঁর সান্তাহারের মৃত মনসুরের ছেলে শহিদুল ইসলাম (৬০)। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুপচাঁচিয়ার উপজেলার মাঝিপাড়া গ্রামের মেজবাহুল হক স্বাধীন (৩২) ও ডিপুইল গ্রামের অটোরিকশাচালক ময়েন সরদার (৫৫)।
আরও পড়ুন: মাগুরায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২
দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
এ সময় নওগাঁ থেকে বগুড়াগামী দ্রুতগামী গরুবাহী একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দেয়।
তিনি বলেন, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। বাকি তিনজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারা টাইলস কারখানায় কাজ শেষে বাড়ি ফেরার পথে দুর্ঘটনাটি ঘটে।
আরও পড়ুন: সড়ক দুর্ঘটনায় আহত এখন টিভির সাংবাদিক মাসুমা মারা গেছেন
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠালেও ট্রাকচালক গাড়িসহ পালিয়ে গেছেন বলে জানান ওসি।
৫৪ দিন আগে
সড়ক দুর্ঘটনায় আহত সেই রাবি শিক্ষকের মৃত্যু
সড়ক দুর্ঘটনায় আহত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের সহযোগী ড. পুরনজিত মহালদার মারা গেছেন।
সোমবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে তিনি মারা যান।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দিন জানান, সোমবার দুপুরে রাজশাহী মহানগরীর ১২ রাস্তার মোড় এলাকায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হন ড. পুরনজিত মহালদার। পরে তাকে সেখান থেকে রামেক হাসপাতালের নীবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) রেখে চিকিৎসা দেওয়া হয়। তবে চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।
আরও পড়ুন: মেহেরপুরে সড়ক দুর্ঘটনায় ২ কলেজছাত্র নিহত
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নিহতের শোকাহত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন উপ-উপাচার্য।
ড. পুরনজিতের মৃত্যুতে আরও শোক জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগ অ্যালামনাইয়ের সভাপতি জামিল রায়হান ও সাধারণ সম্পাদক শহীদ ইকবাল।
৯৩ দিন আগে
সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সারজিস ও হাসনাতের গাড়ি
হাসনাত আবদুল্লাহ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলমের গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।
বুধবার(২৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চট্টগ্রামে নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিফের দাফন শেষে ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।
গাড়িটির সামনের অংশটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তবে ভাগ্যক্রমে কোনো হতাহত হয়নি।
লোহাগাড়ার চুন্তি ইউনিয়নের হাজী রোড মোড়ে একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে মুখোমুখি সংঘর্ষ হয় প্রাইভেটকারটির।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাকটি জব্দ ও চালককে আটক করা হয়েছে।
দুর্ঘটনার ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে বলেও জানান তিনি।
১৪০ দিন আগে
সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মামা-ভাগ্নের, আহত ৪
গোপালগঞ্জে বাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে মামা-ভাগ্নের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন একই পরিবারের আরও ৪ জন।
সোমবার (৪ নভেম্বর) দুপুর দিকে কাশিয়ানী উপজেলার ফুকরা ইউনিয়নের ঢাকা খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন:
নিহতরা হলেন- ইসলাম (২৫) ও তার ভাগ্নে মো. হোসাইন (১০)। দুইজনই সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজিব পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত ইজিবাইকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাশেম মজুমদার বলেন, লাশগুলো গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের একই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ বিষয়ে আইনানুগ প্রক্রিয়া চলমান।
আরও পড়ুন:
১৬৪ দিন আগে
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ২৪, আহত ৫
মেক্সিকোর মধ্যাঞ্চলীয় জাকাটেকাস রাজ্যে একটি যাত্রীবাহী বাস ও ট্রাক্টর-ট্রেইলারের সংঘর্ষে ২৪ জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন।
ন্যাশনাল গার্ডের সমন্বয়ক হুয়ান মানরিকেজ বলেন, শনিবার ভোরে ভুট্টা বহনকারী ট্রাক থেকে ট্রেইলারটি বিচ্ছিন্ন হয়ে গেলে বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এসময় বাসটি ডান পাশে উল্টে যায়।
এক ভিডিও বিবৃতিতে জাকাটেকাস সরকারের সেক্রেটারি জেনারেল রদ্রিগো রেইস বলেন, বাসটি পশ্চিমাঞ্চলীয় নায়ারিত রাজ্যের টেপিক থেকে উত্তরাঞ্চলীয় চিহুয়াহুয়া রাজ্যের সিউদাদ জুয়ারেজ যাচ্ছিল। দুর্ঘটনার কারণে বন্ধ থাকায় ওই মহাসড়ক এড়িয়ে চলার পরামর্শ দেন তিনি।
আহতদের মেক্সিকোর সোশ্যাল সিকিউরিটি ইনস্টিটিউটে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান রেইয়েস।
তিনি আরও বলেন, ‘এই মর্মান্তিক দুর্ঘটনায় যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি আমরা গভীর সমবেদনা জানাচ্ছি। জ্যাকাটেকাসের গভর্নর ডেভিড মনরিয়াল সমস্ত ক্ষতিগ্রস্ত যাত্রীদের সহায়তা করার জন্য রাজ্যের ক্ষতিগ্রস্তদের সহায়তা কমিশনকে নির্দেশ দিয়েছেন।’
মেক্সিকোতে সড়ক দুর্ঘটনা মৃত্যুর অন্যতম প্রধান কারণ। মেক্সিকোর ন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্যাটিস্টিকস অ্যান্ড জিওগ্রাফি অনুসারে, ২০২৩ সালে শহর ও শহরতলিতে ৩ লাখ ৮১ হাজারেরও বেশি সড়ক দুর্ঘটনায় ৪ হাজার ৮০০ জনেরও বেশি নিহত এবং ৯০ হাজার ৫০০ জন আহত হয়।
আরও পড়ুন: মেক্সিকোয় সহিংসতায় ৩০ বেসামরিক নাগরিক নিহত
১৭২ দিন আগে
নাইজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ৯ জনের মৃত্যু
নাইজারে পৃথক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই আটজন নিহত ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে।
সোমবার পশ্চিম নাইজারের দোসো শহরের ঢোকার পথে এবং সেইতি গ্রামে এই দুটি দুর্ঘটনা ঘটে।
দেশটির জাতীয় টেলিভিশন জানায়, এ দুর্ঘটনায় ১০০ জনেরও বেশি আহত হয়েছেন, যাদের মধ্যে ৩০ জনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতরা কিওতা শহর থেকে ফিরছিলেন, যেখানে তারা নবী (সা.) এর জন্ম উপলক্ষে আয়োজিত মিলাদে গিয়েছিলেন।
হাসপাতাল ও দুর্ঘটনাস্থল পরিদর্শনের সময় ওই অঞ্চলের গভর্নর জেনারেল ইরো ওউমারো বলেন, দুটি দুর্ঘটনাই ঝুঁকিপূর্ণ ও বিপুল যাত্রীবাহী যানবাহনের কারণে হয়েছে।
২১২ দিন আগে
কিরগিজস্তানে সড়ক দুর্ঘটনায় নিহত ৭, আহত ৬
কিরগিজস্তানে গাড়ির টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস ও অন্য গাড়ির সঙ্গে সংঘর্ষে সাতজন নিহত ও ছয়জন আহত হয়েছে।
স্থানীয় সময় রবিবার বিকাল ৬টার দিকে বিশকেক-নারিন-তোরুগার্ট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
কিরগিজস্তানের সড়ক নিরাপত্তা বিষয়ক প্রধান অধিদপ্তরের প্রেস সার্ভিস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
মন্ত্রণালয় জানায়, বিশকেক-নারিন-তোরুগার্ট মহাসড়কে প্রচণ্ড গতিতে চলা একটি গাড়ির টায়ার বিস্ফোরিত হয়ে যায়। গাড়িটি সামনের লেনে ঢুকে প্রথমে একটি মিনিবাসের সঙ্গে এবং পরে অন্যান্য গাড়ির সঙ্গে ধাক্কা লাগে।
২২৭ দিন আগে