এসএসসি ফরম পূরণে বাড়তি অর্থ আদায়
বরিশালের ২২ শিক্ষাপ্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্ত শুরু
এসএসসির ফরম পূরণে বাড়তি অর্থ আদায়ের অভিযোগ থাকা ২২ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।
ইতোমধ্যে একটি বিদ্যালয়ে অভিযোগ প্রমাণিত হওয়ায় প্রধান শিক্ষককে বাড়তি অর্থ ফেরত ও ধার্য টাকার রশিদ শিক্ষার্থীদের বাড়িতে পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে
বিষয়টি নিশ্চিত করে বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, ‘সদর উপজেলার চরবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ে রশিদ ছাড়া ও অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ পেয়ে তদন্ত গিয়ে প্রমাণ পাওয়া যায়। এই অবস্থায় ওই স্কুলের প্রধান শিক্ষক আয়নাল হোসেনকে আদায়কৃত বাড়তি অর্থ ফেরত ও ধার্য টাকার রশিদ পৌঁছে দেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
আরও পড়ুন: কুমিল্লা শিক্ষাবোর্ডে এইচএসসির উত্তরপত্র পুনঃনিরীক্ষণ
তিনি বলেন, ‘২০২১ সালের এসএসসি পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগের ফরম পূরণের জন্য ১ হাজার ৯৭০ টাকা, ব্যবসায় শিক্ষা ও মানবিক বিভাগের জন্য ১ হাজার ৮৫০ টাকা নির্ধারণ করা হয়। আমরা অভিযোগ পাই কয়েকটি স্কুল নির্ধারিত অর্থের চেয়ে বেশি টাকা নিয়েছে। এর বাইরে রশিদবিহীন ফরম পূরণের জন্য অর্থ আদায় করেছে কয়েকটি মাধ্যমিক বিদ্যালয়। আমাদের কাছে প্রায় ২২টি বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে লিখিত ও টেলিফোনে অভিযোগ এসেছে। আমরা সেইসব অভিযোগ খতিয়ে দেখছি।’
আরও পড়ুন: এসএসসি পরীক্ষায় দিনাজপুর শিক্ষাবোর্ডে পাসের হার কমেছে
পরীক্ষা নিয়ন্ত্রক অরুণ কুমার গাইন বলেন, এটি মূলত নিয়মিত কাজের একটি অংশ। কারণ আমরা সতর্ক না করলে হয়তো কেউ অবৈধ সুবিধা নিতে পারে। সেই পরিস্থিতি সৃষ্টি হওয়ার আগেই অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।
৩ বছর আগে