বাঘের আক্রমণ
সুন্দরবনে বাঘের আক্রমণে মৌয়াল নিহত
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের নোটাবেকী এলাকায় মধু আহরণে গিয়ে বাঘের আক্রমণে মনিরুজ্জামান বাচ্চু নামে এক মৌয়াল নিহত হয়েছেন।
শনিবার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।
আরও পড়ুন: সুন্দরবনে বাঘ সংরক্ষণ প্রকল্প, ব্যয় হবে প্রায় ৩৬ কোটি টাকা
বাচ্চু সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাশেম গাজীর ছেলে।
সাতক্ষীরা রেঞ্জের সহকারী রেঞ্জ কর্মকর্তা নুরে আলম বলেন, বাচ্চুসহ কয়েকজন চলতি মাসের ২ তারিখে মধু আহরণে সুন্দরবনে যান। শনিবার সকালে তিনি নোটাবেকী এলাকায় মধু সংগ্রহ করছিলেন। এ সময় হঠাৎ একটি বাঘ তাকে আক্রমণ করে গহীন বনে নিয়ে যেতে থাকে।
এ সময় তার সহকর্মীরা লাঠি-সোটা নিয়ে বাঘের উপর ঝাঁপিয়ে পড়ে তাকে বাঘের কাছ থেকে ছিনিয়ে নেন। তবে, ততক্ষণে তার মৃত্যু হয় বলে জানান তিনি।
আরও পড়ুন: সুন্দরবনের খাল থেকে মৃত বাঘ উদ্ধার
বাগেরহাটে লোকালয়ে বাঘের পায়ের ছাপে আতঙ্ক
৭ মাস আগে
বাঘের আক্রমণে আহত হরিণ লোকালয়ে, চিকিৎসা শেষে বনে অবমুক্ত
সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে আহত এক মায়া হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
এর আগে সোমবার সকালে বনসংলগ্ন ঘাগড়ামারি গ্রাম থেকে স্থানীয় ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সহায়তায় হরিণটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সুন্দরবনে হরিণের মাংস ও মাথাসহ শিকারি আটক
বন বিভাগ জানায়, হরিণটি বাঘের তাড়া খেয়ে ঢাংমারী খাল পার হয়ে ওই গ্রামে ঢুকে পড়ে। পরে হরিণটিকে উদ্ধার করে সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিকে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়।
আরও পড়ুন: বরিশালে ৬ হরিণের চামড়াসহ মাংস উদ্ধার, আটক ৪
সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বাঘে হরিণটিকে ধরার জন্য ধাওয়া করে এবং থাবা দেয়। হরিণটি দৌড়ে খাল পাড় হয়ে খুলনার দাকোপ উপজেলার বনসংলগ্ন ঘাগড়ামারি গ্রামে ঢুকে পড়ে। এরপর ভিটিআরটি ও গ্রামবাসীর সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়। হরিণটির গলায় এবং মুখের কাছে বাঘে থাবা দেয়ার ক্ষত চিহৃ রয়েছে।
৩ বছর আগে