মায়া হরিণ
মীরসরাইয়ে জবাই করা মায়া হরিণ উদ্ধার
চট্টগ্রামের মীরসরাই উপজেলার মহামায়া লেক এলাকা থেকে জবাই করা অবস্থায় রশি দিয়ে পা বাঁধা একটি মায়া হরিণ উদ্ধার করেছে বনবিভাগের কর্মীরা।বন বিভাগ সুত্রে জানা গেছে, সোমবার সকাল ১০টায় মহামায়া বন বিট এলাকায় সরকারি বাগানে কর্মরত বিট অফিসের স্টাফরা জবাই করা পা বাঁধা অবস্থায় একটি মায়া হরিণ উদ্ধার করেন। নতুন বাগান সৃজন কাজে নিয়োজিত বন বিভাগের স্টাফ হাসান, মো. গনি ও মো. মোর্শেদকে দেখে হরিণ শিকারে জড়িতরা পালিয়ে যায়। পরে হরিণটি উদ্ধার করে উপজেলা রেঞ্জ কর্মকর্তার কার্যালয়ে নিয়ে আসেন।পরিবেশ বিশেষজ্ঞ বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) যুগ্ম সাধারণ সম্পাদক ও স্টামফোড ইউনিভার্সিটির পরিবেশ বিভাগের ডিন ও চেয়ারম্যান ড. কামরুজ্জামান বলেন, এভাবে বন্য প্রাণী হত্যা করা আইনের সুস্পষ্ট লঙ্ঘন। বিপন্ন প্রজাতির পশুপাখির অভয়ারণ্য দিনদিন কমে যাচ্ছে। মানুষ প্রকৃতির ক্ষতি করে নিজেই নিজের ক্ষতি করছে। এদের আইনের আওতায় না নিয়ে আসলে অপরাধ আরো বাড়বে । আমরা এ বিষয়টি তদন্ত করবো।
আরও পড়ুন: বাগেরহাটে চিত্রা হরিণ উদ্ধার, সুন্দরবনে অবমুক্তমীরসরাই রেঞ্জ কর্মকর্তা আবু তাহের জানান, বিপন্ন প্রজাতির মায়া হরিণ শিকারের ঘটনায় মামলা করার সিদ্ধান্ত হয়েছে। জড়িতদের নাম তদন্তে বেরিয়ে এলে আইনের আওতায় আনা হবে।
মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান জানান, এতো সুন্দর মায়া হরিণ যে বা যারা হত্যা করতে পারে তাদের দ্বারা সব ধরণের অপরাধ করা সম্ভব। মায়া হরিণ হত্যাকারীর বিরুদ্ধে মামলা হবে। অপরাধী যে হোক তাকে শাস্তির আওতায় আনা হবে।
মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মামলার বিষয়ে আলোচনা করেছেন। বন বিভাগ বাদি হয়ে মামলা দেয়ার কথা। সন্ধ্যা পর্যন্ত এজাহার নিয়ে কেউ আসেনি। মামলা হলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেবো।
আরও পড়ুন: শরণখোলায় ২ হরিণের চামড়া উদ্ধার
কয়রায় হরিণ ধরার ফাঁদসহ গ্রেপ্তার ৪
২ বছর আগে
বাঘের আক্রমণে আহত হরিণ লোকালয়ে, চিকিৎসা শেষে বনে অবমুক্ত
সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে আহত এক মায়া হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
এর আগে সোমবার সকালে বনসংলগ্ন ঘাগড়ামারি গ্রাম থেকে স্থানীয় ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সহায়তায় হরিণটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সুন্দরবনে হরিণের মাংস ও মাথাসহ শিকারি আটক
বন বিভাগ জানায়, হরিণটি বাঘের তাড়া খেয়ে ঢাংমারী খাল পার হয়ে ওই গ্রামে ঢুকে পড়ে। পরে হরিণটিকে উদ্ধার করে সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিকে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়।
আরও পড়ুন: বরিশালে ৬ হরিণের চামড়াসহ মাংস উদ্ধার, আটক ৪
সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বাঘে হরিণটিকে ধরার জন্য ধাওয়া করে এবং থাবা দেয়। হরিণটি দৌড়ে খাল পাড় হয়ে খুলনার দাকোপ উপজেলার বনসংলগ্ন ঘাগড়ামারি গ্রামে ঢুকে পড়ে। এরপর ভিটিআরটি ও গ্রামবাসীর সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়। হরিণটির গলায় এবং মুখের কাছে বাঘে থাবা দেয়ার ক্ষত চিহৃ রয়েছে।
৩ বছর আগে