বনে অবমুক্ত
শরণখোলায় বসত ঘর থেকে ৬ ফুট লম্বা সাপ উদ্ধার, বনে অবমুক্ত
বাগেরহাটের শরণখোলায় বসত ঘর থেকে ছয় ফুট লম্বা একটি একটি দাঁড়াশ সাপ (বিষাক্ত) উদ্ধার করা হয়েছে। রবিবার (১৯ মার্চ) সকালে উপজেলার চালরায়েন্দা গ্রামের কালাম জমাদ্দারের বসত ঘরের বাড়ান্দা থেকে সাপটিকে উদ্ধার করা হয়।
পরে সাপটিকে সুন্দরবনে অবমুক্ত করা হয়।
আরও পড়ুন: কুষ্টিয়ায় বিষাক্ত রাসেল ভাইপার সাপ উদ্ধার
সুন্দরবন পুর্ব বন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, বাড়ির মালিকের খবরে স্থানীয় সামসু সাপুড়ে নামের এক ব্যক্তি সাপটি আটক করেন। পরে বনরক্ষী, ওয়াইল্ড টিম ও বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের সদস্যরা সাপটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন।
তিনি বলেন, দুপুরে শরণখোলা রেঞ্জ সংলগ্ন বনে অবমুক্ত করা হয় সাপটিকে। দাড়াস সাপটি প্রায় ছয় ফুট লম্বা।
তিনি আরও বলেন, দাড়াশ সাপ সাধারণত ধানখেতে থাকে। এরা ঈদুর খেয়ে জীবন-যাপন করে। সাপগুলো মানুষের তেমন কোন ক্ষতি করে না। আমরা সাপটিকে বনে অবমুক্ত করেছি।
আরও পড়ুন: কাপ্তাই জাতীয় উদ্যানে ১৫ ফুট ও ১৭ কেজি ওজনের অজগর সাপ অবমুক্ত
কাপ্তাই জাতীয় উদ্যানে ২টি অজগর সাপ অবমুক্ত
১ বছর আগে
বাঘের আক্রমণে আহত হরিণ লোকালয়ে, চিকিৎসা শেষে বনে অবমুক্ত
সুন্দরবনসংলগ্ন লোকালয় থেকে আহত এক মায়া হরিণ উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ।
এর আগে সোমবার সকালে বনসংলগ্ন ঘাগড়ামারি গ্রাম থেকে স্থানীয় ও ভিলেজ টাইগার রেসপন্স টিমের (ভিটিআরটি) সহায়তায় হরিণটি উদ্ধার করা হয়।
আরও পড়ুন: সুন্দরবনে হরিণের মাংস ও মাথাসহ শিকারি আটক
বন বিভাগ জানায়, হরিণটি বাঘের তাড়া খেয়ে ঢাংমারী খাল পার হয়ে ওই গ্রামে ঢুকে পড়ে। পরে হরিণটিকে উদ্ধার করে সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রে আনা হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে হরিণটিকে সুন্দরবনে ছেড়ে দেয়া হয়।
আরও পড়ুন: বরিশালে ৬ হরিণের চামড়াসহ মাংস উদ্ধার, আটক ৪
সুন্দরবন পূর্ব বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হাওলাদার আজাদ কবির জানান, বাঘে হরিণটিকে ধরার জন্য ধাওয়া করে এবং থাবা দেয়। হরিণটি দৌড়ে খাল পাড় হয়ে খুলনার দাকোপ উপজেলার বনসংলগ্ন ঘাগড়ামারি গ্রামে ঢুকে পড়ে। এরপর ভিটিআরটি ও গ্রামবাসীর সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়। হরিণটির গলায় এবং মুখের কাছে বাঘে থাবা দেয়ার ক্ষত চিহৃ রয়েছে।
৩ বছর আগে