সাবেক ইউপি চেয়ারম্যান
মিরসরাই থেকে ফেনীর সাবেক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার
চট্টগ্রামের মিরসরাই থেকে মো. জাফর উল্লাহ ভূঁইয়া (৫৩) নামের সাবেক ইউপি চেয়ারম্যানের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রবিবার (২২ অক্টোবর) রাতে উপজেলার নিজামপুর এলাকার একটি ভাড়া বাসা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
আরও পড়ুন: কুড়িগ্রামে বস্তাবন্দি লাশ উদ্ধার, প্রধান অভিযুক্ত গ্রেপ্তার
নিহত জাফর উল্লাহ ভূঁইয়া ফেনী সদরের লেমুয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি ওই ইউনিয়নের নারায়ণপুর কসকা বাজার এলাকার মৃত নুরুল হক ভূঁইয়ার ছেলে।
দীর্ঘদিন তিনি একা মিরসরাইয়ের নিজামপুর কলেজ এলাকায় ভাড়া বাসায় থাকতেন।
এলাকাবাসী জানায়, জাফর উল্লাহ গত তিন বছর ধরে মিরসরাইয়ের নিজামপুর বাজারের একটি ভবনে ভাড়া বাসায় বসবাস করতেন। প্রতিদিন বাসার নিচে একটি চায়ের দোকানে চা পান করতেন। শনিবার সন্ধ্যায় চা পান করে রুমে যাওয়ার ২৪ ঘন্টা পরও চায়ের দোকানে না আসায় দোকানদার তাকে ডাকতে গিয়ে ঘরে পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে রবিবার রাতে শোয়ার ঘর থেকে তার লাশ উদ্ধার করে।
নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা জানান, রবিবার রাতে খবর পেয়ে তার ভাড়া বাসার শোয়ার ঘর থেকে লাশ উদ্ধার করেছি। ধারণা করছি শনিবার রাত ১০টা থেকে রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে যে কোনো সময় তিনি মারা গেছেন।
তিনি জানান, তার স্বজনদের কাছে জেনেছি যে পরিবারের সদস্যদের সঙ্গে মনোমালিন্যের কারণে তিন বছর আগে থেকে নিজামপুরের একটি ভাড়া বাসায় একা বাস করতেন তিনি।
তিনি আরও বলেন, লাশের সুরতহাল রিপোর্টে মনে হচ্ছে তিন স্ট্রোক অথবা শারীরিক অসুস্থতায় মারা যেতে পারেন। তবে ময়নাতদন্ত প্রতিবেদন হাতে আসার পর মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন: নাটোরের সিংড়ায় অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
লক্ষ্মীপুরে সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতার লাশ উদ্ধার
১ বছর আগে
ডাকাতি মামলায় সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার
মেঘনা নদীতে ডাকাতি মামলায় চাঁদপুরের হাইমচর উপজেলার সাবেক ইউনিয়ন পরিষদের (ইউপি) এক চেয়ানম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দুপুরে উপজেলার নীলকমল ইউনিয়ন থেকে তাকে গ্রেপ্তার করে নৌ-পুলিশ।
গ্রেপ্তার সালাহউদ্দিন ওই ইউনিয়নের কামাল সরদারের ছেলে এবং একই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ৪নং নীলকমল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।
আরও পড়ুন: চাঁদাবাজি মামলায় খুলনায় ইউপি চেয়ারম্যান ও তার ভাই কারাগারে
পুলিশও মামলার সূত্রে জানা গেছে, ২০২১ সালে ২ জুলাইয়ে ট্রলার মালিক সাদ্দামের অভিযোগের ভিত্তিতে মতলব উত্তরের মোহনপুর নৌ-থানায় একটি ডাকাতি মামলা হয়। ওই মামলায় গ্রেপ্তারকৃত আসামি সোহাগ বেপারীকে পুলিশের জিজ্ঞাসাবাদে করলে তিনি ডাকাতির ঘটনায় সাবেক চেয়ারম্যান সালাহউদ্দিন অন্যতম আসামি বলে স্বাকারোক্তি দেন।
আরও পড়ুন: আ’লীগ নেতাকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন: ছেলেসহ ইউপি চেয়ারম্যান আটক
নৌ পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক বাবুল বালা ও ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান জানান, গ্রেপ্তার সালাহউদ্দিন সরদারের বিরুদ্ধে মতলব উত্তরে একটি ডাকাতি মামলা রয়েছে। ওই মামলার অন্যতম আসামি সোহাগ বেপারীর স্বীকারোক্তিতে শনিবার (১৭ সেপ্টেম্বর) ৪নং আসামি হিসেবে সালাহউদ্দীনকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন: ইউপি নির্বাচনের সহিংসতা: মানিকগঞ্জে আ’লীগ নেতার ছেলে গ্রেপ্তার
ওসি জানান, আইনগত প্রক্রিয়া শেষে শনিবার বিকালে তাকে আদালতে পাঠানো হয়।
২ বছর আগে
বিয়ের আশ্বাসে ‘ধর্ষণ’: সাবেক ইউপি চেয়ারম্যান কারাগারে
নেত্রকোণায় বিয়ের আশ্বাস দেখিয়ে ধর্ষণ করার অভিযোগে সাবেক এক ইউপি চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারের পাঠিয়েছে পুলিশ।
সোমবার (১৩ সেপ্টেম্বর) রাতে সদর উপজেলার দরুনবালী বাজার থেকে গ্রেপ্তারের পর মঙ্গলবার বিকালে তাকে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার সোহরাব কাইলাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এবং সদর উপজেলার দরুনবালী গ্রামের আব্দুল জব্বারের ছেলে।
নেত্রকোণা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. নাজমুল হুদা মঙ্গলবার জানান, সদর উপজেলায় দুই সন্তানের জননী ভুক্তভোগীর প্রথম স্বামী দীর্ঘদিন আগে মারা যায়। পরে আবার বিয়ে করার পর এই স্বামীও তাকে ছেড়ে চলে যায়। এ অবস্থায় তার সাথে পার্শ্ববর্তী সাবেক এই ইউপি চেয়ারম্যান সোহরাব বিয়ের কথা বলে দীর্ঘদিন যাবৎ দৈহিক সম্পর্ক গড়ে তুলে। পরে ভুক্তভোগী কয়েকদিন আগে বিয়ের কথা বললে চেয়ারম্যান অস্বীকার করে। এরই প্রেক্ষিতে সোমবার রাতে ভুক্তভোগী বাদী হয়ে মডেল থানায় একটি ধর্ষণ মামলা করে।
নাজমুল হুদা জানান, মামলার পর অভিযান চালিয়ে সদর উপজেলার মৌজেবালী বাজার থেকে সোমবার গভীর রাতে আসামিকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) বিকালে তাকে আদালতে প্রেরণ করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সদর) আমলী আদালত আসামির জামিন নামঞ্জুর করে জেলহাজতে প্রেরণের নির্দেশ দেন।
আরও পড়ুন: চাকরি দেয়ার নাম করে কিশোরীকে ধর্ষণ
ভাসানচরে রোহিঙ্গা শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা
রাজধানীতে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেপ্তার
৩ বছর আগে