বাজারে এসেছে অলরাউন্ডার ফোন অপো এ১৬
ম্যাক্রো ফটোগ্রাফি ও ট্রিপল ক্যামেরার বাজেট ফোন এ১৬
সম্প্রতি বাজারে এসেছে অলরাউন্ডার ফোন অপো এ১৬। স্বল্প বাজাটের ফোনটি বাজারে আসার পর গ্রাহকরা লুফে নিচ্ছেন বলে জানিয়েছে মোবাইল কোম্পানিটি।
বুধবার অপোর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশাল ব্যাটারি, ট্রিপল ক্যামেরা, অসাধারণ ডিজাইন, দুর্দান্ত পারফরমেন্স, বড় স্টোরেজ সর্বোপরি ভালো পারফরমেন্সের কারণে বাজারে শক্ত অবস্থান করে নিয়েছে এ১৬।
আরও পড়ুন: অপো এ১৬ এর নতুন সংস্করণ এখন বাজারে
অল্প বাজেটের ফোনটিতে রাখা হয়েছে ট্রিপল ক্যামেরা। ফটোগ্রাফি করার জন্য ফোনটির রিয়্যার ক্যামেরা রাখা হয়েছে ১৩ মেগাপিক্সেলের। বাকি দুটি ক্যামেরা ২ মেগাপিক্সেল ও প্রতিটির ফোকাল লেন্স ২.৪ করে। রয়েছে এলইডি ফ্লাশ, এইচডিআর, প্যানোরামার মতো দারুণ কিছু ক্যামেরা ফিচার। সেলফি প্রিয়দের জন্য রয়েছে ৮ মেগাপিক্সেল আল্ট্রা সেলফি ক্যামেরা। সামনে ও পেছনের উভয় ক্যামেরাই স্মার্ট বিউটিফিকেশন ফিচার সমর্থন করে।
আছে ম্যাক্রো লেন্সের মতো দারুণ ফিচার যা দিয়ে আরও সূক্ষ্মভাবে ছবি তোলার সুযোগ রয়েছে। অর্থাৎ ক্যামেরার লেন্সকে একটি ফুলের গায়ে লাগিয়ে ছবি উঠাতে পারেন। যদি ক্যামেরায় ম্যাক্রো মোড না থাকে তাহলে সেটা সম্ভব না।
আরও পড়ুন: অপো এ১৬ এর নতুন সংস্করণ এখন বাজারে
ফোনটির আরেকটি ফিচার হচ্ছে এর ৫০০০ এমএইচ এর বিশাল ব্যাটারি। একবার চার্জেই সারাদিন ইন্টারনেট ব্রাউজ, গেম খেলা, ছবি তোলা, ভিডিও দেখা, কথা বলা সবই করা যাবে। আছে নাইট চার্জ মোড যার মাধ্যমে রাতে নিশ্চিন্তে ফোন চার্জ দিয়ে রাখা যাবে। ওভারচার্জিং বা ফোন গরম হওয়ার কোন ভয় নেই।
আরও পড়ুন: আন্ডার ডিসপ্লে ক্যামেরাসহ প্রযুক্তিগত পরিবর্তন আনছে অপো
হালকা-পাতলা গড়নের ফোনটির দুটি ভার্সন রয়েছে। একটি ৩ জিবি র্যাম ও ৩২ জিবি রম। অন্যটির ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি রম। এ১৬ (৩জিবি) ভার্সনের দাম ধরা হয়েছে ১২ হাজার ৯৯০ টাকা ও এ১৬ (৪জিবি) ভার্সনের ফোনটির দাম ধরা হয়েছে ১৪ হাজার ৯৯০ টাকা। স্লিক ডিজাইনের এ১৬ ফোনের আরেকটি বিশেষত্ব সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা দেখতে খুবই আকর্ষণীয়।
৩ বছর আগে