বিশ্বশান্তি
লেবাননের উদ্দেশ্যে চট্টগ্রাম ছাড়লেন নৌবাহিনীর ৭৫ সদস্য
লেবাননে নিয়োজিত জাতিসংঘ শান্তিরক্ষা মিশন ইউনিফিলে অংশ নিতে চট্টগ্রাম ছেড়েছে বাংলাদেশ নৌবাহিনীর ৭৫ সদস্যের একটি দল। বুধবার দুপুরে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে নৌসদস্যদের আনুষ্ঠানিকভাবে বিদায় জানান চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার রিয়ার এডমিরাল এম মোজাম্মেল হক। এসময় নৌবাহিনীর কর্মকর্তারা উপস্থিত ছিলেন।নৌবাহিনীর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই ৭৫ জন নৌ সদস্য বাংলাদেশ কন্টিনজেন্ট (ব্যানকন-১২) এর আওতায় লেবাননে মোতায়েন নৌবাহিনীর যুদ্ধ জাহাজ ‘সংগ্রাম’ এ যোগদান করবেন।
আরও পড়ুন: করোনা: উপকূলীয় অঞ্চলে নৌবাহিনীর ত্রাণ বিতরণ
এর আগে গত ৮ সেপ্টেম্বর ৩৫ জনের আরেকটি দল লেবাননে যায়।
ভূমধ্যসাগরে মাল্টিন্যাশনাল মেরিটাইম টাস্কফোর্সের সদস্য হিসেবে উপমহাদেশের মধ্যে একমাত্র বাংলাদেশ নৌবাহিনীর যুদ্ধ জাহাজই বিশ্বশান্তি প্রতিষ্ঠায় নিয়োজিত রয়েছে বলে নৌ বাহিনী সূত্রে জানা গেছে।
১৫৪১ দিন আগে