মুহতামিম
সিলেটে মাদরাসাছাত্রকে বলাৎকার, মুহতামিম আটক
সিলেটের বিয়ানীবাজার শহরের ফতেহপুর এলাকার হযরত হায়দর শাহ (রহ.) হাফিজিয়া মাদরাসার এক ছাত্রকে বলাৎকারের অভিযোগে মাদরাসার মুহতামিম (পরিচালক) হাফিজ আব্দুর রহিমকে (৫৫) আটক করা হয়েছে।
বুধবার দুপুরে বিজিবি সদস্যরা তাকে আটকের পর রাত সাড়ে ৯টার দিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করে।
আরও পড়ুন: সরকারি চাল কালোবাজারে বিক্রির অপরাধে আটক ২
সংশ্লিষ্টরা জানান, বিয়ানীবাজার বিজিবি ৫২ ব্যাটালিয়নের এক সদস্যের ছেলে হযরত হায়দর (রহ.) হাফিজিয়া মাদরাসার ছাত্র, বয়স ১৫ বছর। সম্প্রতি ওই ছাত্র মাদরাসা যাওয়া বন্ধ করে দিলে জিজ্ঞাসাবাদ করলে সে বলাৎকারের বিষয়টি বাবাকে জানায়। বিজিবির ওই সদস্য ৫২ ব্যাটলিয়নের দায়িত্বশীলদের ঘটনাটি অবহিত করলে বুধবার দুপুরে হাফিজ আব্দুর রহিমকে জিজ্ঞাসাবাদ করতে সদর দপ্তরে নিয়ে যাওয়া হয়। পরে ঘটনার সত্যতা ও ভুক্তভোগী ছাত্রের মৌখিক জবানবন্দী নেয়ার পর রাত ৮টার দিকে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করে।
আরও পড়ুন:নওগাঁয় বৃদ্ধার লাশ উদ্ধার, পুত্রবধূ আটক
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় জানান, মাদরাসার মুহতামিমকে বিজিবির পক্ষ থেকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা দায়ের করা হবে।
আরও পড়ুন: মেঘনায় নৌপুলিশের ওপর জেলেদের হামলা: আটক ৫
৩ বছর আগে