মুক্তাগাছা
ময়মনসিংহে আম কুড়াতে গিয়ে ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় ঝড়ের সময় আম কুড়াতে গিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বুধবার (১০ মে) বিকাল পৌনে ৪টার দিকে মুক্তাগাছা পৌর শহরের ৪ নম্বর ওয়ার্ডের পাড়াটুঙ্গি মধ্যপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: ময়মনসিংহে ঝগড়ার মাঝে পড়ে জীবন দিল ৩ মাসের শিশু
নিহত শিশুরা হলো-ওই এলাকার মোসলেম উদ্দিনের মেয়ে জেরিন আক্তার (৬) এবং প্রতিবেশী আমিরুল ইসলামের মেয়ে চাঁন মনি (৪)।
তারা সর্ম্পকে চাচাতো ও জেঠাতো বোন হয়।
মুক্তাগাছা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আমজাদ হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিকালে হঠাৎ ঝড় ও বৃষ্টি শুরু হলে নিহত শিশু জেরিন ও চাঁন মনি বাড়ির পাশে আম কুড়াতে গিয়েছিল। এ সময় তাদের মাথায় আম গাছের ডাল ভেঙে পড়লে ঘটনাস্থলেই জেরিন মারা যায়।
পরে মারাত্মক আহত অবস্থায় চাঁন মনিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) একেএম লুৎফর রহমান বলেন, ঝড়ে দুই শিশু নিহত হওয়ার খবরটি শুনেছি। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের আর্থিক সহযোগিতা করা হবে।
আরও পড়ুন: ময়মনসিংহে বন্য হাতির আক্রমণে গ্রাম্য চিকিৎসকের মৃত্যু
ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
১ বছর আগে
ময়মনসিংহে প্রতিবেশীকে হত্যার দায়ে যাবজ্জীবন কারাদণ্ড
ময়মনসিংহের মুক্তাগাছায় রফিজ উদ্দিন হত্যা মামলায় একব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছেন।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) দুপুরে প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সুদিপ্তা সরকার আসামির উপস্থিতিকে এই রায় দেন।
আরও পড়ুন: ঢাবি শিক্ষার্থী খুনের মামলায় ৫ জনকে যাবজ্জীবন কারাদণ্ড
সাজাপ্রাপ্ত শামসুদ্দিন (৫৫) মুক্তাগাছা উপজেলার তারাঢি ইউনিয়নের চরপাড়া গ্রামের মৃত জয়নুদ্দিনের ছেলে।
প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের পিপি সঞ্জিব সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার নথির বরাত দিয়ে তিনি বলেন, নিহত রফিজ উদ্দিন ও আসামি শামসুদ্দিন জেলার মুক্তাগাছা উপজেলার তারাঢি ইউনিয়নের চরপাড়া গ্রামের বাসিন্দা ও প্রতিবেশি।
ঘটনার দিন ২০১৫ সালের ১০ মে রফিজ উদ্দিন আসামি প্রতিবেশী শামসুদ্দিনের বাড়ির সামনে তুচ্ছ ঘটনায় রফিজ উদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। কথা কাটাকাটির এক পর্যায়ে শামসুদ্দিন লোহার শাবল দিয়ে রফিজ উদ্দিনের মাথায় বেশ কয়েকটি আঘাত করে। এতে রফিজ উদ্দিন ঘটনাস্থলেই মারা যান।
পরে শামসুদ্দিন শাবল নিয়ে পালাতে চাইলে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ঘটনার পর ওই দিন শামসুদ্দিনকে আসামি করে মুক্তাগাছা থানায় হত্যা মামলা দায়ের করা হয়।
এরপর থেকে শামসুদ্দিন কারাগারেই ছিলেন। মামলার সাত বছর পর আসামির উপস্থিতিতে আদালত শামসুদ্দিনকে যাবজ্জীবন সাঁজা দেন।
আরও পড়ুন: ফরিদপুরে বাবাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন কারাদণ্ড
কুষ্টিয়ায় ডাকাতির সময় হত্যার দায়ে ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড
১ বছর আগে
ময়মনসিংহে আনসারুল্লাহ’র ২ সদস্য গ্রেপ্তার
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা থেকে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আনসারুল্লাহ বাংলা টিমের দুই সদস্যকে গ্রেপ্তারের দাবি করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
তারা হলেন মুক্তাগাছা উপজেলার বোকচর গ্রামের আব্দুল মজিদের ছেলে মো, কাওসার আহমেদ ওরফে মিলন (৩০) এবং চান্দিমন্ড গ্রামের মোস্তফা মোফাজ্জল হক শরিফুলের ছেলে জাহিদ মোস্তফা (২০)।
সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বৃহস্পতিবার রাতে মুক্তাগাছা উপজেলার চেচুয়া বাজারের কালীবাড়ি মসজিদ এলাকায় অভিযান চালিয়ে দুজনকে আটক করে।
র্যাব জানায়, তাদের কাছ থেকে দুটি মোবাইল ফোন, চারটি সিমকার্ড, সাতটি উগ্রপন্থী বই, সংগঠনের উগ্রবাদী কার্যক্রম ও বই বিক্রি সংক্রান্ত ফেসবুক ও মেসেঞ্জার থেকে ৩৪ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
একাধিক ফেক ফেসবুক আইডি ব্যবহার করে দুজনেই সারা দেশে তাদের সংগঠনের সদস্যদের কাছে চরমপন্থা সম্পর্কিত বই বিক্রি করছিল।
মুক্তাগাছা থানায় দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে র্যাব জানিয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে কিশোরীকে ‘সংঘবদ্ধ ধর্ষণ’: ৩ যুবক গ্রেপ্তার
ইভ্যালির সিইও ও চেয়ারম্যান গ্রেপ্তার
৩ বছর আগে