নাম প্রত্যাহার
যুক্তরাজ্যের ‘রেড লিস্ট’ থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার
করোনা সংক্রমণ কমে আসায় যুক্তরাজ্যের ভ্রমণ নিষেধাজ্ঞা দেশের তালিকা (রেড-লিস্ট) থেকে বাংলাদেশের নাম প্রত্যাহার হচ্ছে। বুধবার (২২ সেপ্টেম্বর) ভোর ৪টা থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন এই সিদ্ধান্তকে স্বাগত জানান এবং বাংলাদেশের অনুরোধ বিবেচনা করার জন্য ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।
বাংলাদেশ ছাড়াও আরও সাতটি দেশ ভ্রমণ নিষেধাজ্ঞা (রেড-লিস্ট) থেকে সরে আসছে। দেশগুলো হলো তুরস্ক, পাকিস্তান, মালদ্বীপ, মিশর, শ্রীলঙ্কা ওমান এবং কেনিয়া।
এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের ফলে ২২ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ থেকে আসা যাত্রীদের আর ১০ দিনের হোটেল কোয়ারেন্টাইনের প্রয়োজন হবে না।
আরও পড়ুন: রোহিঙ্গা সংকটের সমাধান খুঁজতে অস্ট্রেলিয়া পাশে আছে: হাইকমিশনার
মোমেন এক ভিডিও বার্তায় বলেন, ‘এটা ভালো খবর। সাম্প্রতিক যুক্তরাজ্য সফরের সময় আমি দেশটির সরকারকে রেড লিস্ট থেকে বাদ দেয়ার অনুরোধ করেছিলাম।’
তিনি যুক্তরাজ্য সরকারকে বলেন, বাংলাদেশকে রেড লিস্টে রাখার সিদ্ধান্ত যৌক্তিক নয়, কারণ দুই দেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর উদযাপন করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদেশ সফরে থাকা পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা ব্রিটিশ সরকারকে ধন্যবাদ জানাই। আমরা কৃতজ্ঞ।’
এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে যুক্তরাজ্যে বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম বলেন, লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যকর কূটনৈতিক প্রচেষ্টার ফলে এই ইতিবাচক ফল পাওয়া গেছে।
হাইকমিশনার আশা প্রকাশ করে বলেন, আগামী ৪ অক্টোবর যুক্তরাজ্যের ভ্রমণ ব্যবস্থার পর্যালোচনায় বাংলাদেশ সবুজ তালিকায় অন্তর্ভুক্ত হবে।
আরও পড়ুন: বরিস জনসনের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
যুক্তরাজ্যে হাইকমিশনের কর্মকর্তাদের সঙ্গে পরিবেশমন্ত্রীর মতবিনিময়
৩ বছর আগে