গায়ক
ছাদ থেকে পড়ে আহত শিল্পী নকুল কুমার
বাড়ির ছাদ থেকে পড়ে আহত হয়েছেন গীতিকার, গায়ক ও সংগীত পরিচালক নকুল কুমার বিশ্বাস।
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের কলাগাছিয়া গ্রামের নিজ বাড়িতে শিমুলগাছের ডাল কাটতে নিজ বাড়ির দোতলার ছাদে ওঠেন তিনি। এ সময় অসাবধানবশত রেলিংয়ের পাশ থেকে মাটিতে পড়ে যান তিনি।
রবিবার সন্ধ্যায় নকুল কুমার নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে খবরটি নিশ্চিত করেছেন।
জানা যায়, তাকে তাৎক্ষণিকভাবে স্থানীয় হাসপাতালে ভর্তি করার পর অবস্থার উন্নতি না হলে তাকে রাজধানীর পপুলার হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: ভিসা বিপত্তির কারণে যা বললেন ফারিণ
ভিডিওতে নকুল কুমার বিশ্বাস বলেন, ‘গ্রামের বাড়ির দোতলা ভবনের চারপাশ শিমুলগাছের ডালে ছেঁয়ে গেছে। সেই ডাল কাটতে গিয়েই এ দুর্ঘটনা ঘটেছে। অন্যের সাহায্য ছাড়া এখন চলতে পারছি না। পপুলার হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা চলছে। রিপোর্ট হাতে পেলে চিকিৎসকের পরামর্শে পরবর্তী স্বাস্থ্যসেবা নেব। আমার জন্য সবাই দোয়া করবেন।’
মাদারীপুর সদর হাসপাতালের চিকিৎসক ডা. আবু সফর হাওলাদার সংবাদমাধ্যমকে বলেন, কণ্ঠশিল্পী নকুল কুমার বিশ্বাস হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে তেমন কোনো ক্ষতি হয়নি। শরীরের বিভিন্ন স্থানে ব্যথা পেয়েছেন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা নিতে তাকে মেডিকেল কলেজে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: রাকিবের সঙ্গে বিবাহবিচ্ছেদের কথা জানালেন মাহি
৯ মাস আগে
সংগীতশিল্পী নোবেল গ্রেপ্তার
বহুল আলোচিত গায়ক মাইনুল আহসান নোবেলকে শনিবার ভোরে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
এদিন দুপুরে রাজারবাগে একটি অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক জানিয়েছেন, প্রতারণার অভিযোগে গায়ক নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে ।
ডিএমপি কমিশনার বলেন, প্রতারণার অভিযোগে গায়ক নোবেলকে গ্রেপ্তার করা হয়েছে। অনুষ্ঠানের কথা বলে সে টাকা হাতিয়েছে। ডিবি কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ডিবি সূত্রে জানা গেছে, সম্প্রতি একটি অনুষ্ঠানে না গিয়ে এক লাখ ৭২ হাজার টাকা অগ্রিম নিয়ে প্রতারণার অভিযোগে রাজধানীর মতিঝিল থানায় মামলা হয়।
আরও পড়ুন: রবীন্দ্রনাথ ও জাতীয় সংগীত নিয়ে আপত্তিকর মন্তব্য, গায়ক নোবেলকে আইনি নোটিশ
জানা যায়, গত ১৬ মে শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রতিনিধি মো. সাফায়েত ইসলাম বাদী হয়ে মামলাটি করেন। গত ১৭ মে আদালত এই মামলার এজাহার গ্রহণ করে আগামী ৯ জুলাই প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
মামলার অভিযোগে বলা হয়েছে, গত ২৮ এপ্রিল শরীয়তপুরের ভেদরগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয়ের এসএসসি ব্যাচ ২০১৬-এর প্রথম পুনর্মিলনীর আয়োজন করা হয়। অনুষ্ঠানে গান গাওয়ার জন্য মাইনুল আহসান নোবেলের সঙ্গে মোট ১ লাখ ৭৫ হাজার টাকায় কথা চূড়ান্ত হয়। পরবর্তী সময়ে নোবেলকে বিভিন্ন সময়ে ব্যাংক অ্যাকাউন্টেসহ সর্বমোট ১ লাখ ৭২ হাজার টাকা দেওয়া হয়। তবে এই অর্থ আত্মসাৎ করেন।
আরও পড়ুন: নোবেলের বিরুদ্ধে করা মামলা তদন্ত করবে সিআইডি
কলকাতায় জনপ্রিয়তা হারিয়েছেন বাংলাদেশি শিল্পী নোবেল!
১ বছর আগে
বলিউড গায়ক কে কে’র চির বিদায়
জনপ্রিয় বলিউড গায়ক কৃষ্ণকুমার কুন্নাথ, যিনি কে কে নামে পরিচিত, তাকে বৃহস্পতিবার ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইতে দাহ করা হয়েছে৷
পরিবারের সদস্য এবং বলিউডের ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে তার অ্যাপার্টমেন্ট কমপ্লেক্স থেকে মাত্র এক কিলোমিটার দূরে মুম্বাইয়ের ভারসোভা হিন্দু শ্মশানে তাকে দাহ করা হয়েছে।
স্থানীয় টিভি চ্যানেলগুলি কে কে-র শেষকৃত্যের ফুটেজ সরাসরি সম্প্রচার করেছে। তার ছেলে নকুল শেষকৃত্য সম্পন্ন করেন।
৫৩ বছর বয়সী এই প্লেব্যাক গায়ক মঙ্গলবার গভীর রাতে কলকাতায় একটি কনসার্টের কয়েক ঘণ্টা পর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।
আরও পড়ুন: কলকাতায় কনসার্টের পর না ফেরার দেশে বলিউড গায়ক কে কে
তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং বলিউডের বেশ কয়েকজন সেলিব্রিটি টুইটারে তাদের শোক প্রকাশ করেছেন।
মোদি লিখেছেন, ‘কে কে নামে পরিচিত প্রখ্যাত গায়ক কৃষ্ণকুমার কুন্নাথের অকাল মৃত্যুতে শোকাহত। তার গানে বিস্তৃত আবেগ প্রতিফলিত হয়েছে এবং সব বয়সের মানুষের সঙ্গে তাল মিলিয়েছে। আমরা তার গানের মাধ্যমে তাকে সবসময় মনে রাখব। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা।’
বলিউড সুপারস্টার অক্ষয় কুমার টুইট করেছেন, ‘কে কে-এর মৃত্যুর খবর জেনে অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। কী ক্ষতি! ওম শান্তি।’
তার প্রজন্মের অন্যতম বহুমুখী গায়ক হিসেবে পরিচিত কে কে হিন্দি ছাড়াও তামিল, তেলেগু, বাংলা, অসমীয়াসহ ১১টি ভারতীয় আঞ্চলিক ভাষায় তিন হাজার ৫০০টিরও বেশি গান রেকর্ড করেছেন।
১৯৯৪ সালে তার গৌরবময় কর্মজীবন শুরু হয়েছিল, কিন্তু তিনি ১৯৯৯ সালে 'পাল' এর জন্য খ্যাতি অর্জন করেছিলেন, তার প্রথম অ্যালবামটি উপমহাদেশে একটি স্কুল-বিদায়ের গান হিসাবে ব্যাপকভাবে জনপ্রিয় হয়েছে।
আরও পড়ুন: মানহানির মামলায় জনি ডেপের জয়, অ্যাম্বারকে ১০ মিলিয়ন ডলার জরিমানা
জেকে ১৯৭১: মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ইংরেজি ভাষার প্রথম বাংলাদেশি চলচ্চিত্র
২ বছর আগে
এক দশক পর আবার প্লেব্যাকে গাইবেন লুৎফর
গায়ক, গীতিকার ও জনপ্রিয় লেখক লুৎফর হাসান দীর্ঘ এক দশক পর আবারও সিনেমার প্লেব্যাকে গান গাইবেন।
সম্প্রতি এই গায়ক তার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই এ তথ্য জানিয়েছেন।
লুৎফরের শেষ প্লেব্যাক ছিল বাংলাদেশের প্রখ্যাত পরিচালক মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘টেলিভিশন’ সিনেমার জন্য। সেই গানের শিরোনাম ছিল ‘ভাবনার রেলগাড়ি’। সেই গানটির সুর করেছিলেন প্রয়াত সংগীতশিল্পী আইয়ুব বাচ্চু।
লুৎফর গণমাধ্যমকে বলেন, ‘গত ১০ বছরে আমাকে কেউ ফোন করেনি।’
আরও পড়ুন: ইত্যাদির দেশের গানে ৫ সংগীত তারকা
তিনি আরও বলেন, ‘তবে এখন আমি গান করার জন্য একটি দুর্দান্ত লিরিক পেয়েছি। আশা করছি গানটি সঙ্গীতপ্রেমীদের ভালো লাগবে।’
লুৎফর যে সিনেমার জন্য গেয়েছেন তার নাম ‘নাকফুল’।
গানটির কথা লিখেছেন ফেরারি ফরহাদ এবং সুর করেছেন জাবেদ আহমেদ কিসলু। অলোক হাসান পরিচালিত সিনেমাটির গল্পও লিখেছেন ফেরারি ফরহাদ। তবে কবে নাগাদ সিনেমাটি মুক্তি পাবে, তা স্পষ্ট নয়।
লুৎফর তার প্রথম অ্যালবাম ‘ঘুড়ি তুমি কার আকাশে ওড়ো’- দিয়ে আলোচনায় আসেন।
আরও পড়ুন: শিল্পী সংঘের সদস্যদের সেবা প্রদান করবে ১১ প্রতিষ্ঠান
শিল্পকলা একাডেমিতে শুরু হয়েছে স্বল্পদৈর্ঘ্য ও মুক্ত চলচ্চিত্র উৎসব
২ বছর আগে
মোদির সাবেক মন্ত্রী বাবুল এখন মমতার দলে!
জনপ্রিয় বলিউড গায়ক বাবুল সুপ্রিয় শনিবার পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নতুন মন্ত্রীসভা থেকে বাদ পড়ার মাত্র দুই মাস পর তিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
৫০ বছর বয়সী এই সংসদ সদস্য ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পঞ্চম নেতা, যিনি তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন।
আরও পড়ুন: মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন মমতা
পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতায় পার্টির সদর দপ্তরে একটি ছোট অনুষ্ঠানে মমতার ভাতিজা ও তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক ব্যানার্জী সুপ্রিয়কে পার্টিতে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানান।
তৃণমূল কংগ্রেসে যোগদানের পরপরই সংবাদমাধ্যমকে সুপ্রিয় বলেন, ‘যদি আপনার সুযোগ আসে, আপনার সিদ্ধান্ত নেয়া উচিত এবং আমি এটা নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
আরও পড়ুন: মোদির মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল, ৪৩ নতুন মন্ত্রী
গত জুলাইয়ে প্রধানমন্ত্রী মোদির মন্ত্রিসভার রদবদলের সময় প্রতিমন্ত্রীর পদ থেকে বাদ পড়েন। এর এক মাস পর সুপ্রিয় ভারতীয় রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন।
তিনি ফেসবুকে লিখেছিলেন, ‘আমি চলে যাচ্ছি, বিদায়। যদি আপনি সামাজিক কাজ করতে চান, তাহলে আপনি রাজনীতি না করেই এটি করতে পারেন। আসুন আগে নিজেকে একটু সংগঠিত করি এবং তারপর…… ।’
৩ বছর আগে