পর্যটকবাহী গাড়িতে গুলি
রাঙামাটি-বান্দরবান সড়কে পর্যটকবাহী গাড়িতে গুলি, আহত ২
বান্দরবানের রুমা উপজেলা থেকে ছেড়ে আসা পর্যটকবাহী গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালিয়েছে বলে খবর পাওয়া গেছে। এসময় দুই নারী আহত হয়েছেন।
রাঙামাটি-বান্দরবান সড়কের গলাচিপা এলাকায় শনিবার সন্ধ্যা ৭টার দিকে এই গুলি বর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় সেনা টহল জোরদার করা হয়েছে।
আরও পড়ুন: বান্দরবানে পাহাড়ি ঢলে নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধার, খোঁজ নেই মায়ের
আহতরা হলেন, য়ইসিংনু মারমা ও মেহাইসিং মারমা।
স্থানীয়রা জানায়, শনিবার সন্ধ্যা ৭টার দিকে বান্দরবানের রুমা থেকে রাজস্থলী পোয়াইতি মুখ পাড়ার ১৯ জন পর্যটক ফেরার পথে গলাচিপা এলাকায় হামলার শিকার হন। এ সময় তাদের গাড়ি লক্ষ্য করে একদল দুর্বৃত্ত এলোপাতাড়ি গুলি ছোঁড়ে। এতে দুই নারী আহত হন।
আরও পড়ুন: বান্দরবানের সুরের জাদুকর মং নু মং
আহত নারীকে উন্নত চিকিৎসার জন্য রাঙামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনা খ্রিস্টান হাসপাতলে ভর্তি করা হয়েছে।
চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মফজল হোসেন খান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত ও স্বভাবিক রয়েছে। তবে কালকের ঘটনার পর থেকে ওই এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়ন করা হয়েছে।
আরও পড়ুন: বান্দরবানে প্রবাসীর স্ত্রী, ২ শিশু হত্যায় আটক ৬
৩ বছর আগে