নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
বাগেরহাটের ৬৫ ইউনিয়নে নির্বাচনী সরঞ্জাম বিতরণ শুরু
আর মাত্র একদিন পর বাগেরহাটের ৯ উপজেলার ৬৫টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইতোমধ্যে নির্বাচনের ব্যালটপেপার, ব্যালটবাক্স ও ইভিএম মেশিনসহ নির্বাচনী কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম ভোট কেন্দ্রগুলোতে যেতে শুরু করেছে।
রবিবার দুপুরে বাগেরহাটের সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিস থেকে নির্বাচনী কাজে ব্যবহৃত সরঞ্জাম প্রিজাইডিং অফিসারদের বুঝিয়ে দেয়া হয়েছে।
আরও পড়ুন: বাগেরহাটে ইউপি নির্বাচন: বিনা ভোটে আ’লীগের ৩৯ প্রার্থী নির্বাচিত
সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে। জেলার ৬৫ ইউনিয়ন পরিষদের মধ্যে ফকিরহাট, রামপাল ও মোংলা উপজেলার চার ইউনিয়নে ইভিএমের মাধ্যমে ভোট নেয়া হবে। বাকি ৬১টি ইউনিয়নে ব্যালটের মাধ্যমে ভোটাররা তাদের ভোট দিবেন।
বাগেরহাট জেলা নির্বাচন অফিস জানায়, বাগেরহাট জেলার ৭৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৬৫টিতে আগামী সোমবার নির্বাচন অনুষ্ঠিত হবে। তিন হাজার ১২১ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে চেয়ারম্যান পদে ৯৮ জন, সংরক্ষিত ওয়ার্ডে সদস্য পদে ৭৬৮ ও সাধারণ ওয়ার্ডে সদস্য পদে দুই হাজার ২৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এসব ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৯ লাখ ৪৫ হাজার ১৮৮ জন। এর মধ্যে পুরুষ ভোটার চার লাখ ৭৬ হাজার ৫৭৮ জন, নারী ভোটার চার লাখ ৬৮ হাজার ৬০৮ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার দু’জন। ৫৯৯ ভোট কেন্দ্রে ভোটাররা তাদের ভোট প্রদান করবেন।
আরও পড়ুন: বাগেরহাটে ইউপি নির্বাচন: প্রচার-প্রচারণায় ব্যস্ত প্রার্থীরা
বাগেরহাট জেলা নির্বাচন কর্মকর্তা ফারাজী বেনজীর আহম্মেদ জানান, শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণের জন্য নির্বাচন কমিশনের পক্ষ থেকে সব ধরনের প্রস্ততি সম্পূর্ণ করা হয়েছে। এছাড়া এই দিন পুলিশ, বিজিবি, র্যাব, স্টাইকিং ফোর্স, মোবাইল টিম, বিচারিক ম্যাজিস্ট্রেট, আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।
৩ বছর আগে