ফেনসিডিল ও হেরোইন জব্দ
চাঁপাইনবাবগঞ্জে ফেনসিডিল ও হেরোইন জব্দ, আটক ১
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযানের মাধ্যমে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় তার কাছ থেকে হেরোইন জব্দের দাবি করেছে সীমান্তরক্ষী বাহিনী।
সোনামসজিদ সীমান্ত থেকে সোমবার দিবাগত রাত সোয়া ৩টার দিকে তাকে আটক করা হয়।
আটক রুহুল আমিন (৩৫) শিবগঞ্জ উপজেলার শিয়ালমারা এলাকার মৃত সাদেকুল ইসলামের ছেলে ।
আরও পড়ুন: ফরিদপুরে চোর চক্রের ৫ সদস্য আটক
৫৯ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত সোয়া ৩টার দিকে বিজিবির টহল দল সোনামসজিদ সীমান্তের দারসবাড়ি মসজিদ এলাকায় অভিযান চালিয়ে ৯৫০ গ্রাম হেরোইনসহ রুহুল আমিনকে আটক করে। উদ্ধার হওয়া হেরোইনের মূল্য ১৯ লাখ টাকা।
এদিকে, ব্যাটালিয়নের সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমানের নেতৃত্বে সদর দপ্তর ও তেলকুপি বিওপির বিশেষ টহল দল সোমবার রাত দেড় টার দিকে তেলকুপি সীমান্তের ১৮০/৭-এস নম্বর সীমান্ত পিলার হতে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তেলকুপি নদীর ঘাট এলাকায় অভিযান চালায়। এসময় মালিকবিহীন অবস্থায় ১১২ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য ৪৪ হাজার ৮০০ টাকা।
উভয় ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
আরও পড়ুন: পলাশবাড়িতে বিরল প্রজাতির তক্ষকসহ আটক ৪
৩ বছর আগে