জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৫১ কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে
বিশ্বব্যাপী চলমান করোনা মহামারিতে আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৭৮ লাখ ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৫১ কোটি ৭৮ লাখ ৮৮ হাজার ৬২ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৬২ লাখ ৫৩ হাজার ১৪৫ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা আট কোটি ১৯ লাখ ৬৬ হাজার ৬২৯ জন এবং মৃত্যুবরণ করেছে ৯ লাখ ৯৭ হাজার ৭৩৫ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট চার কোটি ৩১ লাখ সাত হাজার ৩২২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে পাঁচ লাখ ২৪ হাজার ৯৩ জনে।
বাংলাদেশ পরিস্থিতি
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় কেউ মারা যায় নি বলে জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। এসময় নতুন শনাক্ত হয়েছে আরও ৩০ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৯ হাজার ১২৭ জন এবং মোট শনাক্তের সংখ্যা ১৯ লাখ ৫২ হাজার ৮২৯ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সাত হাজার ৪১৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার শূন্য দশমিক ৪০ শতাংশ।
দেশে মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৯৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যু এক দশমিক ৪৯ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৭২ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৯৭ হাজার ৭৯৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৮ শতাংশ।
পড়ুন: জনসনের করোনা ভ্যাকসিন ব্যবহার সীমিত করলো এফডিএ
২ বছর আগে
বিশ্বে করোনা সংক্রমণ ৩৩ কোটি ছাড়াল
বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা ৩৩ কোটি ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩৩ কোটি দুই লাখ ৭৫ হাজার ৭৩৪ জনে ছাড়িয়েছে। এছাড়া মোট মারা গেছেন ৫৫ লাখ ৪৪ হাজার ৬৮৮ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় কোটি ৬৩ লাখ ৭৫ হাজার ৫৭৯ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৫১ হাজার ৪৫১ জন।
ফ্রান্সে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে এক কোটি ৪২ লাখ ৮৮ হাজার ৪৭২ জন। এছাড়া মোট মারা গেছেন এক লাখ ২৭ হাজার ৯৭২ জন।
যুক্তরাজ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৫৪ লাখ ৬ হাজার ৩৫০ জন। মোট মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৫৭১ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৭৩ লাখ ৮০ হাজার ২৫৩ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৬ হাজার ৪৫১ জন।
আরও পড়ুন: ৫ ডিসি ও ২ বিভাগীয় কমিশনার করোনায় আক্রান্ত
ফের ভয়াবহতার দিকে যাচ্ছে বাংলাদেশের করোনা পরিস্থিতি
বাংলাদেশে করোনা পরিস্থিতি আবারও ভয়াবহতার দিকে যাচ্ছে। সোমবার সকাল পর্যন্ত এর আগের এক সপ্তাহে দেশে করোনায় ২৮ হাজার ৪৫৬ জন আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন ৪৯ জন।
এছাড়া ১ জানুয়ারি থেকে সোমবার সকাল পর্যন্ত দেশে ৩৮ হাজার ৪৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে এবং ৮২ জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর এসব তথ্য জানিয়েছে।
১০ জানুয়ারি দেশে করোনার শনাক্তের হার ৮ দশমিক ৫৩ থাকলেও সোমবার তা বেড়ে হয়েছে ২২ দশমিক ৮৮ শতাংশ।
এছাড়া করোনা থেকে সুস্থতার হারও কমেছে। সোমবার সুস্থতার হার ৯৫ দশমিক ৬২ শতাংশ যা এক সপ্তাহ আগেও ছিল ৯৭ দশমিক ১৯ শতাংশ।
তবে এ সময়ে করোনায় মৃত্যুর হার কিছুটা কমে ১ দশমিক ৭৬ থেকে ১ দশমিক ৭৩ শতাংশ হয়েছে।
এর আগে সোমবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় সারাদেশে করোনায় নতুন করে ছয় হাজার ৬৭৬ জন আক্রান্ত হন এবং ১০ জনের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: দেশে করোনায় শনাক্ত ছয় হাজার ছাড়াল
২২ বিচারক করোনায় আক্রান্ত, প্রশিক্ষণ কর্মশালা স্থগিত
এ নিয়ে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৫৪ জনে এবং শনাক্তের সংখ্যা ১৬ লাখ ২৪ হাজার ৩৮৭ জন।
এদিকে সোমবার পর্যন্ত দেশে ৫৫ জনের দেহে করোনার নতুন ধরন ওমিক্রন শনাক্ত হয়েছে। গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটা (জিআইএসএআইডি) এ তথ্য নিশ্চিত করেছে।
এর আগে করোনার সংক্রমণ কমতে থাকলে গেল বছরের ৯ ডিসেম্বর তিন সপ্তাহের ব্যবধানে পুনরায় করোনায় কারও মৃত্যু হয়নি।
বাংলাদেশে ২০ নভেম্বর ওই বছর প্রথমবারের মতো করোনায় কেউ মারা যায়নি। এদিন ১৭৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছিল।
বাংলাদেশে গত বছরের ১০ আগস্ট সর্বোচ্চ ২৬৪ জন করোনায় মারা যান এবং একই বছরের ২৮ জুলাই সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের দেহে করোনা শনাক্ত হয়।
২ বছর আগে
বিশ্বজুড়ে করোনায় আক্রান্ত ৩২ কোটি ৭৭ লাখ ছাড়িয়েছে
বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনা মোট আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৭৭ লাখ ৩৮ হাজার ১৪৬ জনে ছাড়িয়েছে। এছাড়া মোট মারা গেছেন ৫৫ লাখ ৩৯ হাজার ৬৭ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় কোটি ৫৬ লাখ ৯৮ হাজার ৪৯৫ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৫০ হাজার ৬০৫ জন।
ফ্রান্সে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে এক কোটি ৪২ লাখ ৮৩ হাজার ৫১৪ জন। এছাড়া মোট মারা গেছে এক লাখ ২৭ হাজার ৯৫৭ জন।
যুক্তরাজ্যে মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি ৫৩ লাখ ১৬ হাজার ৪৫৭ জন। মোট মারা গেছেন এক লাখ ৫২ হাজার ৪৮৩ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৭১ লাখ ২২ হাজার ১৬৪ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৬ হাজার ৬৬ জন।
আরও পড়ুন: চুয়াডাঙ্গার ডিসি ও সিভিল সার্জন করোনায় আক্রান্ত
বাংলাদেশ পরিস্থিতি
রবিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে , দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও আট জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও পাঁচ হাজার ২২২ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৪৪ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ১৭ হাজার ৭১১ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ১৭ দশমিক ৮২ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৪ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৯৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৮৯৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৫ দশমিক ৯৯ শতাংশ।
আরও পড়ুন: দেশে করোনায় একদিনে শনাক্ত পাঁচ হাজার ছাড়াল, মৃত্যু ৮
জিএম কাদের করোনায় আক্রান্ত
২ বছর আগে
বিশ্বে একদিনে ২৪ লাখের বেশি করোনা শনাক্ত
বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। বিশ্বজুড়ে গত ২৪ ঘণ্টায় ২৪ লাখের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এছাড়া একই সময়ে মারা গেছেন সাড়ে পাঁচ হাজারের বেশি মানুষ।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনায় ২৪ লাখ ৫৬ হাজার ৮০৭ জন আক্রান্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্তের সংখ্যা ৩২ কোটি ৫৭ লাখ ৩২ হাজার ৫৩২ জনে ছাড়িয়েছে। এছাড়া একই সময়ে পাঁচ হাজার ৭৪৩ মারা গেছেন। এ নিয়ে মোট মারা গেছেন ৫৫ লাখ ৩৪ হাজার ৭৮৬ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় কোটি ৫৪ লাখ দুই হাজার ৬০৬ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৪৯ হাজার ৯৯৪ জন।
রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা এক কোটি পাঁচ লাখ ৯২ হাজার ৪৩৩ জন এবং মৃত্যুবরণ করেছে তিন লাখ ১৪ হাজার ১৪৪ জনে পৌঁছেছে।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৬৮ লাখ ৫০ হাজার ৯৬২ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৫ হাজার ৭৫২ জনে।
আরও পড়ুন: চাঁদপুরে টিকার জন্য শিক্ষার্থী প্রতি নেয়া হচ্ছে ৫০ টাকা!
বাংলাদেশ পরিস্থিতি
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও সাত জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৪৪৭ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১৩৬ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৬ লাখ ১২ হাজার ৪৮৯ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৪ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ১৪ দশমিক ৩৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৪ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৯৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫২ হাজার ৬০০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৬ দশমিক ২৯ শতাংশ।
আরও পড়ুন: করোনায় আরও ৭ জনের মৃত্যু, শনাক্ত প্রায় সাড়ে ৩ হাজার
করোনার টিকার জন্য শিক্ষার্থীদের কাছ থেকে টাকা নেয়ার অভিযোগ!
২ বছর আগে
বিশ্বে করোনায় আক্রান্ত ৩১ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে
বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩১ কোটি ৩১ লাখ ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বুধবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩১ কোটি ৩১ লাখ ৮৬ হাজার ৩৬৮ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৫ লাখ ৩ হাজার ৮২২ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় কোটি ২২ লাখ ৫৪ হাজার ১৫ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৪২ হাজার ১৩৯ জন।
যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫১ হাজার ৯৩ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৪৮ লাখ ২৬ হাজার ৩৩৬ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৫৮ লাখ ৭৫ হাজার ৭৯০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৪ হাজার ২১৩ জনে।
আরও পড়ুন: দেশে করোনায় শনাক্ত আরও বেড়েছে
বাংলাদেশ পরিস্থিতি
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও দু’জনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও দুই হাজার ৪৫৮ জন। এ নিয়ে দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৭ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৯৮ হাজার ৩৮৯ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৭ হাজার ৩৯৯ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ৮ দশমিক ৯৭ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৩ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৬ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৭৪ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ৩৮৭ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ০৬ শতাংশ।
আরও পড়ুন: সস্ত্রীক করোনায় আক্রান্ত মির্জা ফখরুল
করোনা আক্রান্ত লতা মঙ্গেশকর আইসিইউতে
২ বছর আগে
বিশ্বে করোনায় আক্রান্ত ৩১ কোটি ছাড়াল
বিভিন্ন দেশে ওমিক্রন সংক্রমণের সঙ্গে সঙ্গে বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যাও বাড়ছে। এই পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৩১ কোটি ছাড়িয়েছে।
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৩১ কোটি ৫২ হাজার ৬৭৬ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৪ লাখ ৯৪ হাজার ৩৭৫ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ছয় কোটি ১৪ লাখ ৯২ হাজার ৭৬৫ জন এবং মৃত্যুবরণ করেছে আট লাখ ৩৯ হাজার ৪৮০ জন।
যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৫০ হাজার ৭১২ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে এক কোটি ৪৭ লাখ ৮ হাজার ৯৯৯ জন।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৫৭ লাখ সাত হাজার ৭২৭ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৮৩ হাজার ৯৩৬ জনে।
আরও পড়ুন: করোনা পরিস্থিতির অবনতি, ফের কঠোর বিধিনিষেধ
বাংলাদেশ পরিস্থিতি
সোমবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে এবং শনাক্ত হয়েছে আরও দুই হাজার ২৩১ জন। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ১০৫ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৯৫ হাজার ৯৩১ জনে পৌঁছেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৬ হাজার ১৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়। এইদিন শনাক্তের হার ৮ দশমিক ৫৩ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৩ দশমিক ৬৪ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৬ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২০৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৫১ হাজার ১১৩ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ১৯ শতাংশ।
আরও পড়ুন: করোনায় একদিনে শনাক্ত দুই হাজার ছাড়াল, শনাক্তের হার ৮.৫৩%
দেশে বাড়ছে ওমিক্রন সংক্রমণ, মোট শনাক্ত ৩০
বিধিনিষেধ
করোনার নতুন ধরন ওমিক্রন সংক্রমণ নিয়ে উদ্বেগ বাড়তে থাকায় গণপরিবহনে অর্ধেক যাত্রী পরিবহনসহ বেশ কয়েকটি বিধিনিষেধ আরোপ করেছে সরকার।
সোমবার মন্ত্রিপরিষদ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে জানিয়েছে, এসব বিধিনিষেধ আগামী ১৩ জানুয়ারি থেকে কার্যকর হবে এবং পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বলবৎ থাকবে।
করোনার নতুন ধরন ওমিক্রনের প্রাদুর্ভাব ও সার্বিক করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করে সরকার এ সিদ্ধান্ত নিয়েছে।
২ বছর আগে
করোনা: আরও ৩ জনের প্রাণহানি, শনাক্ত ২৯৫
দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় তিনজনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ২৯৫ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ হাজার ৩৪ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৮০ হাজার পাঁচজনে পৌঁছেছে।
মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২২ হাজার ৮৭০টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ২৯ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ১৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৪৭ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৪ হাজার ৬৬৪ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৬ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৭ কোটি সাত লাখ ২৫ হাজার ২৯৭ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫৩ লাখ ১১ হাজার ৫৬১ জন।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা পাঁচ কোটি এক লাখ ১৮ হাজার ৩০৭ জন এবং মারা গেছেন সাত লাখ ৯৮ হাজার ৬৯৭ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৬ হাজার ৪৫৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৭৭ হাজার ৫৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
রাশিয়ায় এখন পর্যন্ত মোট করোনা শনাক্তের সংখ্যা ৯৮ লাখ ৭১ হাজার ২২৯ জন এবং মৃত্যুবরণ করেছে দুই লাখ ৮৪ হাজার ৯০৯ জন পৌঁছেছে।
এদিকে, বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ৯৭ হাজার ৫৬০ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৫ হাজার ৬৩৬ জনে।
আরও পড়ুন: করোনা: দেশে মৃত্যু ৩, শনাক্ত ৩৮৫
ষাটোর্ধ্ব ও সম্মুখ যোদ্ধাদের করোনার বুস্টার ডোজ দেয়ার সুপারিশ
করোনার বুস্টার ডোজ নিয়ে সুনির্দিষ্ট নির্দেশনায় কাজ করার নির্দেশ
২ বছর আগে
করোনা: একদিনে শনাক্ত ২৬৯
মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এ সময় ২৬৯ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। দেশে এ পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ১৭ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৮ হাজার ৮১৯ জনে পৌঁছেছে।
শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০ হাজার ৫২টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ৩৪ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ২৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৭ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ২৪৯ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪৩ হাজার ৭৪০ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৮ শতাংশ।
বিশ্ব পরিস্থিতি
যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৬ কোটি ৮৪ লাখ ৮৪ হাজার ৪৫৫ জনে ছাড়িয়েছে এবং মারা গেছেন ৫২ লাখ ৪৬ হাজার ৭৮৫ জন।
আরও পড়ুন: করোনা: জনস্বাস্থ্য ও পুষ্টির ওপর প্রভাব মোকাবিলায় শেখ হাসিনার ৫ প্রস্তাব
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৯৬ লাখ ৬০ হাজার ৩৫৮ জন এবং মারা গেছেন সাত লাখ ৯৪ হাজার ৬৪৭ জন।
দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৬ হাজার ৫০৪ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২১ লাখ ৭৭ হাজার ৫৯ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৬ লাখ ৭৪ হাজার ৪০৮ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৭৪ হাজার ৩৯০ জনে।
এদিকে, রাশিয়া হঠাৎ করে করোনভাইরাসের সংক্রমণ বেড়েছে। দেশটিতে এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা ৯২ লাখ পাঁচ হাজার ৭৯৮ জন এবং মারা গেছেন সাত লাখ ৭৪ হাজার ৩৯০ জন পৌঁছেছে।
এ সময় এক হাজার ২৭৯ জন নতুন মৃত্যু নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুই লাখ ৪৬ হাজার ৮১৪ জনে।
আরও পড়ুন: করোনায় আরও ৮ হাজারের বেশি প্রাণহানি, শনাক্ত বেড়েছে
করোনায় আরও একটি মৃত্যুশূন্য দিন
২ বছর আগে
বিশ্বে একদিনে সাড়ে ৪ লাখের বেশি করোনা শনাক্ত
চলমান করোনা মহামারিতে বিশ্বজুড়ে একদিনে সাড়ে চার লাখের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। একই সময়ে মৃত্যু হয়েছে প্রায় ছয় হাজার রোগীর।
রবিবার সকালে যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় করোনায় বিশ্বে চার লাখ ৫৩ হাজার ৯৮ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মোট সংক্রমণের সংখ্যা ২৬ কোটি ১০ লাখ ২৬ হাজার ৭২৭ জনে দাঁড়িয়েছে।
একই সময়ে ভাইরাসে মারা গেছেন ৫ হাজার ৯৭০ জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা ৫১ লাখ ৯৪ হাজার ৩৯৮ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৮২ লাখ ১ হাজার ৮৪০ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৭৬ হাজার ৫১৭ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১৪ হাজার ১৮৬ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২০ লাখ ৭৬ হাজার ৮৬৩ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৫ লাখ ৬৩ হাজার ৭৪৯ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৭ হাজার ৯৩৩ জনে।
পড়ুন: ‘ওমিক্রন’: বিশ্বজুড়ে করোনার নতুন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগ
বাংলাদেশ পরিস্থিতি
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ২ জনের মৃত্যু হয়েছে। এই সময় শনাক্ত হয়েছে আরও ১৫৫ জন। এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ হাজার ৯৭৫ জনে। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৫ হাজার ৫৭৯ জনে পৌঁছেছে।
এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৪৬২ নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ১৫ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৫৫ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৮৮ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৪০ হাজার ১৮ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭৪ শতাংশ।
পড়ুন: করোনায় মৃত্যু ২, শনাক্ত ১৫৫
করোনার নতুন ভ্যারিয়েন্ট: দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের যোগাযোগ বন্ধ হচ্ছে
২ বছর আগে
বিশ্বজুড়ে করোনা আক্রান্ত ২৫ কোটি ৭১ লাখ ছাড়িয়েছে
বিশ্বব্যাপী টিকাদান কার্যক্রম চলমান থাকলেও করোনা আক্রান্ত ও মৃত্যু সংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে। যুক্তরাষ্ট্রের জনস্ হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, রবিবার সকাল পর্যন্ত বিশ্বজুড়ে করোনায় মোট আক্রান্তের সংখ্যা ২৫ কোটি ৭১ লাখ ৫৬ হাজার ৫৭০ জন এবং মোট মৃতের সংখ্যা ৫১ লাখ ৪৬ হাজার ১৩৬ জনে দাঁড়িয়েছে।
করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ আমেরিকায় এখন পর্যন্ত মোট শনাক্তের সংখ্যা চার কোটি ৭৭ লাখ ১ হাজার ৮৬৮ জন এবং মৃত্যুবরণ করেছে সাত লাখ ৭১ হাজার ১৩ জন।
এদিকে, দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ছয় লাখ ১২ হাজার ৫৮৭ জনে। দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে দুই কোটি ২০ লাখ ১২ হাজার ১৫০ জন। মৃত্যুর দিক দিয়ে দেশটির অবস্থান দ্বিতীয়।
বাংলাদেশের প্রতিবেশি দেশ ভারতে মোট তিন কোটি ৪৪ লাখ ৯৯ হাজার ৯২৫ জনের সংক্রমণ চিহ্নিত হয়েছে। একই সময়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার লাখ ৬৫ হাজার ৩৪৯ জনে।
আরও পড়ুন: মহামারি শুরুর পর প্রথমবার মৃত্যুহীন বাংলাদেশ
বাংলাদেশ পরিস্থিতি
শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, দেশে মহামারি করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পর এই প্রথম মৃত্যুহীন দিন দেখল বাংলাদেশ। ২০২০ সালের ৩ এপ্রিলের পর শুক্রবার সকাল ৮ টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে কেউ মারা যায়নি।
এ পর্যন্ত মৃতের সংখ্যা ২৭ হাজার ৯৪৬ জনে। এই সময় শনাক্ত হয়েছে ১৭৮ জন। মোট শনাক্তের সংখ্যা ১৫ লাখ ৭৩ হাজার ৮৮৯ জনে পৌঁছেছে।
অধিদপ্তর জানায়, গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ১০৭ টি নমুনা পরীক্ষা করা হয়। শনাক্তের হার এক দশমিক ১৮ শতাংশ। মোট পরীক্ষায় এ পর্যন্ত শনাক্তের হার ১৪ দশমিক ৭০ শতাংশ। শনাক্ত বিবেচনায় মোট মৃত্যুর হার এক দশমিক ৭৮ শতাংশ।
এদিকে ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন আরও ১৯০ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লাখ ৩৮ হাজার ৬ জনে। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯৭ দশমিক ৭২ শতাংশ।
পড়ুন: চট্টগ্রামে বস্তিবাসীদের টিকাদান শুরু আজ
করোনা পিল: মার্কিন কর্মকর্তাদের অনুমতি চেয়েছে ফাইজার
৩ বছর আগে