বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী
শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী শুরু
ঢাকাস্থ ভারতীয় দূতাবাস, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও বাংলাদেশ শিল্পকলা একাডেমির যৌথ উদ্যোগে ‘বঙ্গবন্ধু-বাপু ডিজিটাল প্রদর্শনী’ আয়োজন করা হয়েছে।
শনিবার (২৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে প্রদর্শনীটি জনসাধারনের জন্য উন্মুক্ত করা হয়েছে। ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া প্রদর্শনী চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।
আরও পড়ুন: চিত্র শিল্পী প্রয়াত চুনিলাল দেওয়ানের একক চিত্র প্রদর্শনী
সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুরের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী। অতিথি হিসেবে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি,সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ, ঢাকাস্থ ভারতীয় দূতাবাসের রাষ্ট্রদূত শ্রী বিক্রম কুমার দোরাইস্বামী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: তুরস্কে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শনী
৩ বছর আগে