‘অর্থহীন’
‘বয়স হলো আমার’ দিয়ে ‘বেসবাবা’ সুমনের প্রত্যাবর্তন
জনপ্রিয় বাংলাদেশি গায়ক, গীতিকার, সঙ্গীতজ্ঞ এবং রক ব্যান্ড 'অর্থহীন' এর ফ্রন্টম্যান সাইদুস সালেহীন খালেদ, যিনি 'বেসবাবা' সুমন নামেই বেশি পরিচিত, তার নতুন একক ‘বয়স হলো আমার’ দিয়ে সঙ্গীতে আবারও একটি গৌরবময় প্রত্যাবর্তন করেছেন। বৃহস্পতিবার রাতে তার ইউটিউবে চ্যানেল মুক্তি পায় গানটি।
থাইল্যান্ড এবং দুবাইয়ে দীর্ঘ পাঁচ মাস ধরে দীর্ঘমেয়াদী চিকিৎসা গ্রহণ শেষে ‘সুখ একটি পছন্দ এবং জীবন সুন্দর’ এই স্লোগানে এই গানটি নিয়ে ফিরে আসেন তিনি।
বেসবাবা সুমনের লেখা ও সুরে, গানটিতে একক গিটারবাদক এবং সংগীত প্রযোজক হিসেবে রয়েছেন গিটারবাদক মহান ফাহিম। সুমনের ছেলে আহনাফ সালেহীনও তার শিসের সুরে গানটিতে অংশ নিয়েছেন।
আরও পড়ুন: অর্থহীন ব্যান্ডের সুমন ও তার ছেলে করোনায় আক্রান্ত
গানটি এবং এর পেছনের আবেগময় যাত্রা বর্ণনা করে সুমন বুধবার তাঁর অফিসিয়াল ফেসবুক প্রোফাইলে লিখেছেন-‘গানটিতে কোন একক বেইস সোলো নেই, কোনো ভয়ংকর লিড নেই। মহানের খুব সুন্দর বাজানো অ্যাকোস্টিক গীটারের উপর নির্ভর একটি গান এটি।এটি আমার ধীরে ধীরে বয়স বেড়ে যাবার গান, এটি আমার গত দুই বছরের প্রায় পঙ্গু হয়ে বিছানায় পরে থাকার গান,এটি আমার অন্ধকারে ডুবে যাবার গান, এটি আমার রাতের পর রাত প্রচন্ড ব্যাথায় চিৎকার করার গান, পরিশেষে…এটি আমার সব বাঁধা অতিক্রম করে আলোয় ফিরে আসার গান। ‘হঠাৎ দেখি, এ জীবনটা যে নতুন গানে, মুচকি হাসে…মুচকি হাসে’।
সুমনের ভেরিফাইড ফেসবুক পেজ ‘বেসবাবা সুমন’ এবং ইউটিউব চ্যানেল ‘বেসবাবা সুমন অ্যান্ড অর্থহীন’ -এ মুক্তি পেয়েছে, ‘বয়স আমার হলো’। গানটির মিউজিক ভিডিও শুট করা হয়েছে বান্দরবানে।
মিউজিক ভিডিওটি সুমন নিজেই পরিচালনা করেছেন, আর বান্দরবানের সুরম্য ও নির্মল প্রকৃতির সিনেমাটোগ্রাফি করেছেন আরেক জনপ্রিয় রক ব্যান্ড ‘বে অব বেঙ্গল’ এর ভোকাল বখতিয়ার হোসাইন।
সুমন চিকিৎসার জন্য ১১ মার্চ ব্যাংককে যান এবং তাকে সমিতিজ সুখুমভিত হাসপাতালে ভর্তি করা হয়। তাঁর জার্মানিতে মেরুদণ্ডের অস্ত্রোপচার করার কথা ছিল। কিন্তু করোনা পরিস্থিতির কারণে তিনি ভ্রমণ করতে পারেননি।
তিনি গত বছর সেপ্টেম্বরে ছেলে আহনাফের সাথে করোনা পজেটিভ শনাক্ত হয়েছিলেন।
২০১১ সালে তাঁর পাকস্থলীর ক্যান্সার ধরা পড়ে। দীর্ঘ যুদ্ধের পর তিনি ২০১৩ সালে ক্যান্সার থেকে মুক্তি পেয়েছেন। তবে, কয়েক বছর ধরে তাকে বিদেশে একাধিক অপারেশন এবং চেক-আপের মধ্য দিয়ে যেতে হয়েছে।
আরও পড়ুন: মানসপটে সালমান শাহ ও কিছু বাংলা সিনেমার কিংবদন্তি বনে যাওয়া
২০১৭ সালে ব্যাংককে একটি সড়ক দুর্ঘটনায় মেরুদণ্ডে ব্যাপক আঘাত পান সুমন। তাঁর সর্বশেষ উপস্থিতি ছিল ২০২০ সালে জয় বাংলা কনসার্টে।
‘বয়স হলো আমার’ এর পর, তিনি নতুন একক বাদ দেবেন এবং আগামী মাসে অর্থহীনের প্রত্যাবর্তন ট্র্যাকটি সম্পূর্ণ করবেন।
৩ বছর আগে