আলোকচিত্র
অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘আমরা রোহিঙ্গা’ শীর্ষক আলোকচিত্র প্রদর্শনী
জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধ জাদুঘরের আয়োজনে ‘আমরা রোহিঙ্গা’ শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনী সোমবার উদ্বোধন করা হবে।
ঢাকায় মুক্তিযুদ্ধ জাদুঘরের অস্থায়ী প্রদর্শনী হলে সকাল ১১টায় প্রদর্শনীটি উদ্বোধন করা হবে।
বিশ্ব শরণার্থী দিবস উপলক্ষে, এই আলোকচিত্র প্রদর্শনীতে ১০ জন রোহিঙ্গার কাজ উপস্থাপন করা হয়েছে যারা কক্সবাজারের শরণার্থী শিবিরে বসবাসকারী মানুষদের জীবন চিত্র তুলে ধরেছেন।
আরও পড়ুন: ১৯ দফা দাবিতে রোহিঙ্গাদের বিক্ষোভ
মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে ডেভিড পালাজন ও আমেনা খাতুনের করা কিউরেটে ডিসপ্লেটিতে ৫০টি ফটোগ্রাফ রয়েছে যা মিয়ানমারের সহিংসতা ও নিপীড়ন থেকে পালিয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া শরণার্থীদের সংস্কৃতি, পরিচয়, আশা ও স্বপ্নকে তুলে ধরে।
প্রদর্শনীতে মুক্তিযুদ্ধ জাদুঘরের সংরক্ষণাগার থেকে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সময়ের ১১টি আলোকচিত্রও রয়েছে যা বাংলাদেশি নাগরিকদের জীবন ও গল্প তুলে ধরে।
ইউএনএইচসিআর বলছে,এই প্রদর্শনীটি দেখায় কিভাবে মুক্তিযুদ্ধের সময় উৎখাত হওয়া লাখ লাখ বাংলাদেশি তাদের অবস্থান থেকে অনুপ্রাণিত হয়ে নির্যাতিত রোহিঙ্গাদের প্রতি সাহায্য প্রসারিত করেছে।
আরও পড়ুন: রোহিঙ্গা প্রত্যাবাসন: যাচাই-বাছাই প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান পুনর্ব্যক্ত পররাষ্ট্রমন্ত্রীর
২ বছর আগে
২ দিনব্যাপী মুক্তিযুদ্ধের বইমেলা ও প্রদর্শনী করবে বিএনপি
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের অংশ হিসেবে দেশে মুক্তিযুদ্ধ বিষয়ক বইমেলা ও চিত্র প্রদর্শনীসহ দুই দিনব্যাপী কর্মসূচির আয়োজন করতে যাচ্ছে বিএনপি।
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে গঠিত মুক্তিযুদ্ধ বইমেলা ও আলোকচিত্র প্রদর্শনী’ বিষয়ক উপ-কমিটির আহ্বায়ক আমানুল্লাহ আমান নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন।
তিনি বলেন, আগামী ২৩ মার্চ জাতীয় প্রেসক্লাবে এ কর্মসূচি শুরু হবে।
আরও পড়ুন: ফখরুলের সঙ্গে জার্মান রাষ্ট্রদূতের সাক্ষাৎ, নির্বাচন নিয়ে আলোচনা
বিএনপি নেতা আমান জানান, মেলা ও প্রদর্শনী প্রতিদিন সকাল সাড়ে ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে বিকাল ৫টায়।
বইমেলা ও প্রদর্শনীতে থাকবে বিশিষ্ট লেখকদের মুক্তিযুদ্ধ, রাজনীতি, গবেষণাভিত্তিক প্রকাশনা, গল্প, কবিতা, উপন্যাস ও বিশ্লেষণধর্মী বই। এছাড়াও থাকবে আলোকচিত্র ও শিল্পীদের আঁকা ছবি।
আগামী ২৩ মার্চ সকাল সাড়ে ১০টায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বইমেলা ও প্রদর্শনীর উদ্বোধন করবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ আরও ছয় মাস বাড়ছে
২৪ মার্চ বিকাল ৩টায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আমান বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন সংক্রান্ত তাদের দলের কমিটি প্রায় এক বছর আগে কাজ শুরু করে এবং ২৬ মার্চ তা শেষ হবে।
তিনি বলেন, সুবর্ণজয়ন্তী উপলক্ষে কমিটি এক বছর ধরে সারাদেশে নানা কর্মসূচির আয়োজন করেছে।
আরও পড়ুন: ইসি’র সংলাপ একটি নির্ভেজাল নাটক: বিএনপি
২ বছর আগে
আকাশ থেকে ঢাকা শহর চেনা যায় না: তথ্যমন্ত্রী
দেশ বদলে গেছে উল্লেখ করে তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, আকাশ থেকে ঢাকা শহর চেনা যায় না। আকাশ থেকে চট্টগ্রাম শহরও চেনা যায় না।
তিনি বলেন, ‘এই বদলে যাওয়া কোন জাদুর কারণে হয়নি। এটি হয়েছে জননেত্রী শেখ হাসিনার জাদুকরী নেতৃত্বের কারণে। বিধাতার কাছে আমার প্রার্থনা, শেখ হাসিনা অব্যাহতভাবে এ দেশকে নেতৃত্ব দিয়ে যাক।’
সোমবার সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোকচিত্র অ্যালবামের মোড়ক উন্মোচনকালে মন্ত্রী এই কথা বলেন।
আরও পড়ুন: বিএনপি যাদের নিয়ে ঐক্য করে তাদের মধ্যেই প্রচন্ড অনৈক্য: তথ্যমন্ত্রীহাছান মাহমুদ বলেন, বাংলাদেশের মানুষ এখন ক্ষুধার্ত থাকে না, ক্ষুধার জন্য সন্ধ্যার পর ডাক শোনা যায় না। দারিদ্র্য বিমোচনের ক্ষেত্রেও দেশ বহুদূর এগিয়ে গেছে। ৪১ থেকে ২০ শতাংশে নেমে এসেছে। তিনি বলেন, আজ থেকে ২০ বছর আগে ঢাকার রাস্তায় যারা রিকশা চালাতো বেশিরভাগের পায়ে কোন স্যান্ডেল ছিল না। এখন খালি পায়ে মানুষ দেখা যায় না, ছেড়া কাপড় পড়া মানুষও দেখা যায় না।প্রধান তথ্য অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহেনুর মিয়ার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য দেন তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন।
আরও পড়ুন: বিএনপির উচিত সরকারের প্রতি কৃতজ্ঞ থাকা: তথ্যমন্ত্রী
৩ বছর আগে