জনপ্রিয় চিত্রনায়িকা
‘পরি’র আইটেম গানে পূজা চেরি
এই সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা পূজা চেরির নতুন ওয়েব ফিল্ম ‘পরি’র কথা প্রায় সবার জানা। থাইল্যান্ডে এই শুটিংয়ের ছবি নিয়ে জোভানের সঙ্গে তার প্রেমের গুঞ্জন রটেছিল।
এছাড়া এ নিয়ে নেহাত কম জল ঘোলা হয়নি। তবে সব কিছু পেরিয়ে কিছুদিন আগেই ওয়েবফিল্মটির খবর প্রকাশ পায়।
আরও পড়ুন: অস্কার ২০২৩: কোথায় ও কখন দেখবেন এবারের আয়োজন
এবার জানা গেল এর আইটেম গানে পার্টি লুকে দেখা যাবে পূজাকে। আর সেই চমক এরইমধ্যে প্রকাশ হয়েছে।
‘এক দুই তিন’ শিরোনামে গানটি ইউটিউবে আসার পরেই ছড়িয়ে গেছে শ্রোতাদের মাঝে। আদ্রিজা ব্যানার্জির গাওয়া গানটিতে পূজাকে দেখা গেছে গ্ল্যামারার্স পার্টি লুকে ক্লায়েন্টদের মনোরঞ্জন করতে।
‘পরি’ ফিল্মের একটি গুরুত্বপূর্ণ সময়ে গানটি দেখানো হয়। অধ্যয়ন ধারার কথা, সুর ও সঙ্গীতে গানটির চিত্রায়ন করেছেন রাজু রাজ ও বিদ্রোহী দীপন।
পাচারকারীদের খপ্পড়ে পড়ে থাইল্যান্ডে আটকে আছে এক বাংলাদেশি মেয়ে। ফিরে আসতে চান দেশে। কিন্তু চাইলেই কি ফেরা যায়?
ক্রমেই তার জীবন ডুবতে থাকে অন্ধকারে। ঠিক তখনই আলোর চিহ্ন নিয়ে আসে এক সেলিব্রেটি অভিনেতা। এমনই গল্পে নির্মিত হয়েছে পরি।
মাহমুদুর রহমান হিমির নির্মিত ওয়েবফিল্মটিতে জোভান-পূজা ছাড়া আরও অভিনয় করেছেন- তারিক আনাম খান, মুসাফির সায়েদ বাচ্চু ও সিনথিয়াসহ আরও অনেকে।
ওয়েবফিল্মটির চিত্রনাট্য করেছেন রায়হান খান।
আরও পড়ুন: অস্কার ২০২৩: আয়োজনে সেরা পোশাক পরা সেলিব্রেটিরা
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন মিশেল ইয়েহ, অস্কারে ইতিহাস গড়লেন
১ বছর আগে
পরীমণির গাড়িসহ জব্দ করা ১৬ আলামত ফেরত দেয়ার সুপারিশ
ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণির ব্যবহৃত গাড়ি, মোবাইল, ল্যাপটপসহ জব্দ করা ১৬টি আলামত তাকে ফেরত দেয়ার সুপারিশ করে আদালতে একটি প্রতিবেদন জমা দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় গ্রেপ্তার হওয়ার পর আলামত হিসেবে এগুলো জব্দ করা হয়েছিল।
সোমবার (২৭ সেপ্টেম্বর) পরীমণির আইনজীবী নীলাঞ্জনা রিফাত সৌরভী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গত ২৬ সেপ্টেম্বর আদালতে মামলার তদন্তকারী সংস্থা সিআইডি দুটি জব্দ তালিকার মোট ১৬টি আলামত তাকে (পরীমণি) দেয়ার জন্য একটি প্রতিবেদন দাখিল করেছে। প্রতিবেদনে তদন্ত কর্মকর্তা বলেছেন, ‘যদি পরীমণিকে তার থেকে জব্দকৃত আলামত ফেরত দেয়া হয় সেক্ষেত্রে তদন্তে কোনো বিঘ্ন ঘটবে না।’
আরও পড়ুন: মুক্তি পেলেন পরীমণি
এর আগে ১৫ সেপ্টেম্বর ঢাকা চীফ মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে পরীমণির গাড়ি, ল্যাপটপ ও মোবাইলসহ ১৬টি জব্দ করা আলামত জিম্মায় চেয়ে আবেদন করেন। আদালত মালিকানা যাচাই করে তদন্ত কর্মকর্তাকে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
তার আগে ৩১ আগস্ট ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশ শুনানি শেষে পরীমণির জামিন মঞ্জুর করেন। পরদিন গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে মুক্ত হন পরীমণি।
গত ৪ আগস্ট সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে পরীমণিকে তার বনানীর বাসা থেকে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
পড়ুন: মুক্তি পেয়ে কী বার্তা দিলেন পরীমণি
পরীমণির রিমান্ড: দুই বিচারকের ব্যাখ্যায় সন্তুষ্ট নন হাইকোর্ট
৩ বছর আগে