‘রিদম অনলাইন’ সিজন ২
শুরু হলো রবি-গান বাংলার ‘রিদম অনলাইন’ সিজন ২
জনপ্রিয় মিউজিক্যাল শো ‘রবি রিদম অনলাইন’ এর সিজন-২ শুরু হয়েছে। গত বছর অসাধারণ সাফল্যের পর সংগীতপ্রেমীদের জন্য আবারও এ শো নিয়ে এসেছে রবি ও দেশের প্রথম সঙ্গীত চ্যানেল গান বাংলা।
সোমাবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রিদম অনলাইন একটি সাপ্তাহিক সঙ্গীত অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রতি শুক্রবার রাত ৯টায় রবি ও গান বাংলার অফিশিয়াল ফেসবুক পেজে সরাসরি প্রচারিত হয়। এরই মধ্যে দ্বিতীয় সিজনের পাঁচটি পর্ব লাইভ সম্প্রচার করা হয়েছে। অনুষ্ঠানটির পরবর্তী পর্ব সম্প্রচার করা হবে আগামী ১ অক্টোবর রাত ৯টায়। ওই পর্বে সরাসরি পারফর্ম করবেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী হাসিব।
আরও পড়ুন:অসুস্থ সঙ্গীত শিল্পী কাঙ্গালিনী সুফিয়ার পাশে ছাত্রলীগ সভাপতি
দ্বিতীয় সিজনে ইতোমধ্যে পারফর্ম করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী লুইপা, মিজান, ডোরা, শামীম, ঐশী ও প্রিয়। রবি ও গান বাংলা ফেসবুক পেজে লাইভ অনুষ্ঠান চলাকালে গান গাওয়ার পাশাপাশি ভক্তদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিয়ে তাদের সাথে সরাসরি যুক্ত হতে পারবেন শিল্পীরা।
এছাড়া রিদম অনলাইন অনুষ্ঠানের আগে রবির ফেসবুক পেজে প্রাসঙ্গিক পোস্টটিতে কমেন্ট করে দর্শকরা বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা ও তাদের প্রিয় গানটি শোনার জন্য অনুরোধ করতে পারবেন। আমন্ত্রিত অতিথিরা প্রতিটি গানের পেছনে তাদের ব্যক্তিগত বা পেশাগত নানা গল্পও শোনাবেন দর্শকদের।
আরও পড়ুন: সঙ্গীতশিল্পী ও সুরকার নকীব খান করোনায় আক্রান্ত
রবি এবং গান বাংলা একত্রিত হয়ে গত বছর অনুষ্ঠানটির প্রথম সিজন চালুর মধ্য দিয়ে সঙ্গীতপ্রেমিদের জন্য ঘরে বসে বিনোদনের এক নতুন মাধ্যম তৈরি করে। ২০২০ সালের আগস্ট মাসে শুরু হওয়া প্রথম সিজনটি তিন মাস সম্প্রচারিত হয়। চিরকুট, বালাম, ফাহমিদা নবী, আরফিন রুমি’র মত জনপ্রিয় অনেক সংগীত শিল্পী এবং ব্যান্ড প্রথম সিজনে পারফর্ম করেছিলেন। অনুষ্ঠানটির দ্বিতীয় সিজনটি আরও বিনোদনে ভরপুর এবং আরও বড় আয়োজনে সম্প্রচারিত হচ্ছে।
আরও পড়ুন: ২০ ব্যান্ড দল নিয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ‘স্বাধীনতা সঙ্গীত উৎসব’
৩ বছর আগে