সিএমএসডি
ঢাকায় পৌঁছেছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ টিকা
কোভ্যাক্সের আওতায় মঙ্গলবার ভোরে ফাইজার ভ্যাকসিনের প্রায় ২৫ লাখ ডোজ টিকা ঢাকায় এসে পৌঁছেছে।
ন্যাশনাল এয়ারলাইন্সের একটি কার্গো ফ্লাইট মার্কিন যুক্তরাষ্ট্রের দেয়া ভ্যাকসিনের এই ডোজ বহন করে ভোর ৫ টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য বিভাগ, সেন্ট্রাল মেডিকেল স্টোর ডিপো (সিএমএসডি) এবং বিমানবন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা এই টিকা গ্রহণ করেন।
আরও পড়ুন: কাল আসছে ফাইজারের আরও ২৫ লাখ ডোজ
বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল আর মিলার বলেন, ‘ফাইজার ভ্যাকসিনের আরও ২৫ লাখ ডোজ টিকা আসার ঘোষণা দিতে পেরে আমি আনন্দিত।’
এগুলো মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বাংলাদেশের জন্য একটি উপহার বলে মন্তব্য করেন রাষ্ট্রদূত।
এর আগে কোভ্যাক্স সুবিধার আওতায় যুক্তরাষ্ট্রের মাধ্যমে প্রথম দফায় ১ লাখ ৬২০ ডোজ এবং দ্বিতীয় দফায় ১০ লাখ ৩ হাজার ৮৬০ ডোজ টিকা দেশে এসেছে। এনিয়ে ফাইজারের মোট ৩৬ লাখ ৪ হাজার ৪৮০ ডোজ ভ্যাকসিন দেশে এসেছে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জন্মদিনে গণটিকা: পরিকল্পনার কথা জানালেন স্বাস্থ্যের ডিজি
এর আগে অ্যাস্ট্রেজেনেকা, সিনোফার্মা, মডার্না টিকাসহ ক্রয়কৃত ও কোভ্যাক্স সুবিধার আওতায় মোট টিকা দেশে এসেছে ৪ কোটি ৯৪ লাখ ২৯ হাজার ৯৪০ ডোজ। এর মধ্যে শনিবার(২৫ সেপ্টেম্বর পর্যন্ত) প্রথম ডোজ মোট ২ কোটি ৪১ লাখ ৯৭ হাজার ৫৯৮ জনকে এবং ১ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ৯৭১ জনকে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে।
এছাড়াও চীনের সিনোফার্মের ৬ কোটি ডোজ টিকা ক্রয়ের চুক্তি অনুযায়ী এ মাস থেকেই প্রতি মাসে ২ কোটি ডোজ করে ভ্যাকসিন দেশে আসার প্রক্রিয়া চলমান রয়েছে।
আরও পড়ুন: ঢাকায় পৌঁছেছে সিনোফার্মের আরও ৫০ লাখ ডোজ টিকা
৩ বছর আগে